<p> কয়েক দিন আগের কথা। হাবিব ওয়াহিদ ও ন্যান্সি একসঙ্গে প্রথমবার একটি বিজ্ঞাপনের জিঙ্গেলে ভয়েস দিয়েছেন। এটি</p> <p> আবাসন প্রকল্প জেমস ডেভেলপমেন্ট নামের নতুন একটি রিয়েল এস্টেট কম্পানির বিজ্ঞাপন। মজার ব্যাপার হলো, হাবিবের সুর ও সংগীতে ন্যান্সি এ পর্যন্ত অনেক জনপ্রিয় বিজ্ঞাপনের জিঙ্গেলে কাজ করেছেন। এর মধ্যে রয়েছে ফ্রেশ সয়াবিন তেলের 'ফ্রেশ থাকতে চাই', মেরিলের 'শীত শীত শীতের হাওয়া', প্রাণআপ, বাংলালিংকের দেশসহ বেশ কিছু বিজ্ঞাপন জনপ্রিয়তা পায়।</p> <p> অন্যদিকে হাবিবের মেরিল স্প্ল্যাশ, এবি বাংক, বাংলাদেশের ক্রিকেট টিমকে নিয়ে গ্রামীণফোনের 'চলো বাংলাদেশ', 'অপেক্ষা', ওয়ারিদের থিম সং 'গেয়ে ওঠো সব প্রাণের গান', বাংলালিংকের 'শুনতে কি পাও'সহ শতাধিক বিজ্ঞাপন জনপ্রিয় হয়েছে।</p> <p> তবে এ কাজগুলোতে কখনো হাবিব একা আবার কখনো হাবিবের সুরে ন্যান্সির ভয়েস ও জিঙ্গেল জনপ্রিয়তা পেয়েছে। এবার কথা হলো তাঁদের দুজনের একসঙ্গে প্রথমবার জিঙ্গেলে কাজ করার অভিজ্ঞতা নিয়ে।</p> <p> হাবিব বলেন, 'একসঙ্গে তো এর আগে অনেক গানই করা হয়েছে। তবে এবার বিজ্ঞাপনে ভয়েস দেওয়া হলো একসঙ্গে। আমি জানি না শ্রোতারা এটা কতটুকু গ্রহণ করবেন। তবে আমার মতো করে যত্ন নিয়েই কাজটি করেছি। আর ন্যান্সি আমার সুর ও সংগীতে অনেক কাজই করেছে। এটাও পছন্দ হবে বলে আশা করছি।'</p> <p> হাবিবের সুর ও সংগীতে জিঙ্গেলটির রেকর্ডিং ২২ এপ্রিল গ্রিন রোডে হাবিবের নিজস্ব স্টুডিওতে করা হয়।</p> <p> ভিন্ন অভিজ্ঞতা ন্যান্সিরও। ন্যান্সি বলেন, 'হাবিব ভাইয়ের সঙ্গে কাজ করাটা সব সময়ই ভালো লাগার। আশা করি, কাজটা শ্রোতাদের ভালো লাগবে। আর এই বিজ্ঞাপনে মডেল হিসেবে দেখা যাবে ফেরদৌস এবং বিদ্যা সিনহা মীমকে। তাই আশা করছি, শ্রোতারা এটি বেশ ভালোভাবেই গ্রহণ করবে।'</p> <p> ক্যারিয়ারে যত জিঙ্গেলে কণ্ঠ দিয়েছেন ন্যান্সি, তার মধ্যে হাতেগোনা দু-একটি বাদে প্রায় সবগুলোই হাবিব ওয়াহিদের সুর ও সংগীতে। অনেক দিন পর আবারও হাবিবের সুর ও সংগীতে জিঙ্গেলে কাজ করা নিয়ে ন্যান্সি আরো বলেন, 'জিঙ্গেলটির কথা যেমন চমৎকার, তেমনি সুরও অনেক মিষ্টি। হাবিব ভাই তো এমনিতেই অসাধারণ কাজ করেন। তাঁর কাজ নিয়ে নতুন করে বলার কিছু নেই।'</p> <p>  </p> <p>  </p>