kalerkantho


ক্রীড়াঙ্গন

৯ আগস্ট, ২০১৭ ০০:০০পিএসজিতে নেইমার

বার্সেলোনা ছেড়ে প্যারিস সেন্টুজার্মেই (পিএসজি) দলে গেলেন বিশ্বের অন্যতম সেরা ব্রাজিলিয়ান ফুটবল তারকা নেইমার। তাঁকে পেতে দলবদলের সব রেকর্ড ভেঙেচুরে ফেলছে পিএসজি। পিএসজিতে নেইমারের মূল বেতনই হবে বছরে প্রায় ৩০ মিলিয়ন ইউরো (বাংলাদেশি টাকায় ২৮৭ কোটি)। বার্সেলোনা বলছে, ক্লাব ছাড়তে চাইলে নেইমারকে চুক্তি অনুযায়ী ২২২ মিলিয়ন ইউরো দিতে হবে। নেইমারকে পাওয়ার জন্য সেটি দিতেও আপত্তি নেই পিএসজির।


মন্তব্য