kalerkantho

প্রতিবেদন

৯ আগস্ট, ২০১৭ ০০:০০বৈশ্বিক পণ্য রপ্তানি কমেছে ৩ শতাংশ

বিশ্বের পণ্য রপ্তানি ২০১৬ সালে ৩ শতাংশের মতো কমে গেছে। সব মিলিয়ে গেল বছর ১৫ দশমিক ৭১ ট্রিলিয়ন অথবা ১৫ লাখ ৭১ হাজার কোটি মার্কিন ডলারের পণ্য রপ্তানি করেছে বিভিন্ন দেশ। তার আগের বছর পণ্য রপ্তানি ছিল ১৬ দশমিক ২০ ট্রিলিয়ন ডলার। বিশ্ব বাণিজ্য সংস্থার (ডাব্লিউটিও) প্রকাশিত ‘ওয়ার্ল্ড ট্রেড স্ট্যাটিস্টিক্যাল রিভিউ ২০১৭’ প্রতিবেদনে বিষয়টি উঠে এসেছে। এর জন্য জ্বালানি ও খনিজ পণ্যের মূল্য হ্রাসকে দায়ী করা হয়েছে। সে জন্য গত বছর জ্বালানি ও খনিজ পণ্য রপ্তানি ১৪ শতাংশ কমেছে।


 


মন্তব্য