আষাঢ়ের ঢল নামে আমার এ আকাশেও আজ,
তৃষ্ণার্ত বুকের মৃত্তিকাও সয়লাব হলো ঢলে,
ঘননীল পর্দায় ঢাকা দিনের চিত্রপট সাজ,
অজস্র বৃষ্টির হীরক-কুচি পড়ছে গলে গলে।
চৌদিকে সুনসান নীরব, শুধু ঢল আর ঢল—
কাজরি উৎসবে এসো মিশে যাই মেঘ মেলায়,
যেমন সেকালে কালিদাস-জয়দেব-নজরুল,
রবীন্দ্র বিদ্যাপতি মিশেছিল ও মেঘের ভেলায়।
অঢেল দুঃখগুলো তোলা থাকুক না এ ক্ষণে,
ভঙ্গুর এ জীবনের কাচপাত্র নিয়ে বসি দোঁহে,
বাতাস উত্তল হোক কদম-কেতকীর ওই বনে
অবিরল নামুক ঢল তৃষ্ণার্ত মাটির এ গেহে।
সঘন আষাঢ় নামে এ বুকের পরতে আবার—
নির্মল এ ধারায় ধুয়ে যাক বেদনার পাথার।
মন্তব্য