kalerkantho

জেনারেল-৭

হাবীবুল্লাহ সিরাজী

২৫ জুন, ২০১৭ ০০:০০একা হয়ে গেছে বাঘ

একা হয়ে গেছে লেজ

প্রাণপত্রে তবু

থেমে নেই তেজ!

যদি বলো অনেক হয়েছে

থামো হাতি

চাঁদে পাহাড় ফুটিলে

মেঘে জ্বলে লালবাতি?

ডান-বাম, হো...

 

একবার দেখা হতেই পারত

সেগুনবাগান মাঠে

নেহাত পুরান বইয়ের ফাঁকে

মিরজুমলার পাঠে।

তা-ও যদি নয়, কামানের গায়

খোঁজ মেলে অধোগতি

রাত থেমে থাকে পুবের দেয়ালে

ছাইদানি মাখে ক্ষতি।

ডান-বাম, হো...

 

কিছু পাওয়া ঢল, জাদু-চলাচল

শাহবাগে সাজে ঘোড়া

কীট ছিল তাই ফুলে

টুপিতে বেঁধেছে তোড়া।

সব মানা দিয়ে তৈরি মাপ

হানাদারে একাকার

আকাশ নিয়েও বাহানা

পাহারায় অংশীদার

ডান-বাম, হো...

 

জেনারেল তারকা খুলো না।

 


মন্তব্য