kalerkantho

ছায়া

কামরুল আলম সিদ্দিকী

২৫ জুন, ২০১৭ ০০:০০গড়াতে গড়াতে এসে গেছি বহুদূর বহুদূর।

ফিরব না ফিরব না আমি আর, পৌঁছে গেছি রূপপুর।

রূপপুরে ছায়া নেই, মায়া নেই, আছে শুধু কায়া।

শৈশব-কৈশোর যার নেই—বাকি তার শুধু ছায়া।

 


মন্তব্য