kalerkantho

মোহিনী কোলাহল

জাহিদ হায়দার

২৫ জুন, ২০১৭ ০০:০০নতুন প্রেমিকের সঙ্গে দেখা হলে

রূপকথা শোনা যায়।

 

চিনাবাদামের সাথে খোসা

আর সমতলে স্বপ্নিল হোঁচট খেয়ে

আনন্দে শিশুসমগ্র।

 

আনাড়িপনার কোলাহল মোহিনী ছড়ায়।

 

‘চাঁদের বসত থেকে দুপুরেও আকাশের একমাত্র

পরী নেমে আসে। হাতের ওপর হাত রেখে

নক্ষত্রদের বিরহের গল্প বলে। গলির কাদায়

পা রাখতেই পথ হয়ে যায় রজনীগন্ধার বন।

মৃত পায়রার কাদামাখা ডানা ওড়ে শান্তি-বিতরণে।

ছুঁয়ে দেখো এই ঠোঁট, নীল জোছনার ধুলো লেগে আছে।

আমাকে মানুষ করে সত্য চুম্বনে।

অনেক সেলফি তুলেছি এখন দেখাব না।’


মন্তব্য