kalerkantho

শিরোনামহীন

জুননু রাইন

২৫ জুন, ২০১৭ ০০:০০তোমাদের হাটে যাই

হাটের প্রান্ত কুড়াই, শেষ নাই

জলসা মাঠের কোণে, তুমি

বিকেলের ভাঙা হাড়ে বোঝাই

 

জ্যোত্স্নায় গলে পড়া ইচ্ছেগুলো

তোমার আর, তোমার হাসির

অন্ধ আলোয়, ব্যাগে তুলে নিই

 

তোমাদের হাটে সূত্রহীন ভালোবাসা নাই

সারা হাট খুঁজে, খুঁজে খুঁজে

ভাঁজে ভাঁজে তোমার অহমে আমাকেই ফিরে পাই

 

তোমাদের হাটে যাই, হাটের প্রান্ত কুড়াই

তোমাকে হারানোর কেন যে কোনো শেষ নাই!

 

 


মন্তব্য