kalerkantho


মেসেজ অপশনে যাও

শাহজাদী আঞ্জুমান আরা

২৫ জুন, ২০১৭ ০০:০০মেসেজ অপশনে যাও, ওপেন করো

ফোল্ডার, আশি, নব্বই, না শততম?

 

সভাচলে বসে মেসেজ মেসেজ খেলা

বুকে উড়ানির ধুলো উড়িয়ে ছিটিয়ে

ছোট্ট ক্লিক শব্দে কিছু পর পর

আগুনরাঙা মুখে নিঃশব্দ হাসিতে

বার্তা বিনিময়

 

প্রকৃত মেসেজ অপশনে যাওয়া

সত্তর, নব্বই, নাকি তার চেয়ে বেশি

কোথায় তোমার অবস্থান?

 

মেয়ে, তুমি দেখে নাও, ভরা কলসির ভর-ভরন্ত বেলায়

তোমার অবস্থান কোথায়?

 

অথবা সার্চ করতে পারো

ডাব্লিউডাব্লিউডাব্লিউ ডট আকাশ ডট নদী ডট কম।

 


মন্তব্য