kalerkantho

আহ্, জীবন!

নওশাদ জামিল

২৫ জুন, ২০১৭ ০০:০০কী এমন ঘোর আছে ঝরাপাতা? ধুলিরেখা ধরে

হেঁটে যেতে যেতে ভাবি—এই সব আত্ম-ইতিহাস

কী অদ্ভুত স্বাভাবিকভাবে ঝরে যায়। ফেলে যাওয়া

চিহ্ন শুধু খেলা করে দুই চোখে, নিশি জাগরণে।

কিছু মর্মরতা কিছু আর্দ্রতা না হয় ভুলে যাব

কিছুটা ব্যথার স্মৃতি তা না হয় পাতার আড়ালে

লুকিয়ে রাখব, তার পরও মুক্তি নেই। আহ্, জীবন!

কোথায় চলেছি, কোন দিকে আছে ফাগুনের হাওয়া?

যদি গুটিকতক মৃত্যুর আভা ক্ষয়ে ক্ষয়ে যাবে

তবে কেন এত জ্বালা এত মোহ, ভালোবাসাবাসি?

ঘুমভাঙা পথে যেতে যেতে দেখি—ছায়ার শরীরে

শবের ওপরে ঘুরে ঘুরে নাচে রক্তের অক্ষর।

জানি এও মুছে যাবে। তবু মুক্তি নেই। আহ্, জীবন!

কোথায় চলেছি, কোন দিকে আছে নিজস্ব নিয়ম?


মন্তব্য