kalerkantho

নীল বায়োস্কোপ

জুয়েল মাজহার

২৫ জুন, ২০১৭ ০০:০০মানুষ হিসেবে আমরা করেছি জীবনভর

হ্রস্ব-দীর্ঘ কত প্রেম; লাল-নীল আলিঙ্গন কত;

 

আলিঙ্গন শেষ হলে আড়চোখে আস্তিনের ভাঁজে

দেখেছি লুকানো ছুরি। সেই কথা কাউকে বলিনি।

 

একদা সকলই ছিল। চারপাশে কথা গমগম!

বালখিল্য ভাবাবেগ, বিরহ ও ‘মধুর মিলন’

 

তামাকের কড়া ধক, পান-দোক্তা, সাধ্যমতো পাত্রভরা মদ

 

এখন সেসব গেছে। নবায়নযোগ্য বহু আশ্চর্য পুতুল এসে গেছে!

পুতুলের মুখজুড়ে লিমিটেড কত মাপা হাসি;

ভাঙা মন্দির আর সুড়ঙ্গের নিভৃত ফাটলে

প্রতিবাদে ডেকে গেছে রাতভর বিরক্ত তক্ষক!

 

এটিও কি পশ্চিমবাহিত? এই প্রশ্ন বাতাসে ভাসিয়ে আমি

চলে যাব রৌদ্রহীন ছায়ার আড়ালে একদিন

 

তার আগে আপাতত সমুদ্রের ঝড়ে নত, ধস্ত এক

জেলেপাড়া আগলে বসে থাকি!

 

 


মন্তব্য