kalerkantho

প্রণয়ের ঋণ

মোশাররফ হোসেন ভূঞা

২৫ জুন, ২০১৭ ০০:০০আমাদের প্রণয়ের ঋণ কাফনে মোড়ানো থাক

কামরাঙা বেদনার নীল কষ্ট বয়ে যায় যাক

নোনা জলে লিখে রাখি এই জনমের শবযাত্রা

জীবন তো অন্তহীন স্বপ্ন, যার নেই কোনো মাত্রা।

 

পাশাপাশি অন্তরায় শব্দ জাগে মারি ও মড়কে

যন্ত্রণায় রিক্তরুদ্র মন নামে নিস্তব্ধ সড়কে

চন্দ্রালোকে শুধু ঘুম যাব মৃত্যুময় অমারাতে

রক্তনালি ছিঁড়ে আনি আমি নিজেই নিজের হাতে।

 

ব্যবচ্ছেদ লিখে রাখি নামে বেদনার ঘ্রাণ ঘরে 

পরিচিত পৃথিবীটা কাঁপে আজ প্রলয়ের জ্বরে

সারা দেহে মিশে গেছে সেই আঁধারের অশ্রুবিন্দু

নিস্তরঙ্গ হয়ে গেল ওই সীমাহীন রিক্ত সিন্ধু।

 

লিখে রাখি কবিতার ক্রোধ এ একাকিত্বের মাঠে

আজীবন মগ্ন রয়ে যাব সমাধির লিপি পাঠে

অক্ষরের অন্ত্যাক্ষরে জন্মে চেটে ছিনে খাই রক্ত

দাগ হয়ে রয়ে যাবে কাব্য আমার পাঠক ভক্ত।


মন্তব্য