kalerkantho


ঈদের পরের ঢাকা

আইডিয়া : মুহাম্মাদ আসাদুল্লাহ, আঁকা : মাসুম

১২ সেপ্টেম্বর, ২০১৭ ০০:০০ঈদের পরের ঢাকা

প্রথম লোক : ঢাকা কত সুন্দর ফাঁকা। এই সুযোগে ঢাকায় ঢোকার সব পথ বন্ধ করলে কেমন হয়? কেউ আসতে পারল না, ঢাকা ফাঁকাই রয়ে গেল?

দ্বিতীয় লোক : না ভাই, আপনার ভাবি এখনো গ্রামে। সে আসুক। তারপর যা ইচ্ছা বন্ধ কইরেন।


প্রথম লোক : কী ভাই, মন খারাপ কেন?

দ্বিতীয় লোক : ভাবছিলাম অফিসে যাওয়ার পথে বাসে দুই ঘণ্টা ঘুমাব। তা আর হলো না। রাস্তা ফাঁকা থাকায় ১০ মিনিটে অফিসে পৌঁছে গেলাম।


প্রথম লোক : কী রে, ঈদ শেষে সবার মনে বিষাদ অথচ তুই এত খুশি কেন?

দ্বিতীয় লোক : আরে ঈদের কারণে ফেসবুকে লাইক কমে গেছিল। সবাই ঢাকা আসতে শুরু করেছে। এবার লাইক বাড়বে।

 


প্রথম লোক : ঈদে ঢাকায় ফিরে কেমন লাগছে?

দ্বিতীয় লোক : মনে হচ্ছে, ভুল করে অন্য শহরে চলে আসছি। এত ফাঁকা ঢাকা শহর কখনো দেখা হয় না তো।


মন্তব্য