logo
আপডেট : ১৩ সেপ্টেম্বর, ২০১৭ ২১:৫০
নিলয়-সারিকা ইন্দোনেশিয়ায়

নিলয়-সারিকা ইন্দোনেশিয়ায়

নিলয় ও সারিকা জুটি এখন ইন্দোনেশিয়ায় ‘আকাশ গঙ্গা’ নামে একটি নাটকের শুটিং করছেন। সাখাওয়াৎ মানিক পরিচালিত এ নাটকে আরো অভিনয় করছেন জুই।

৯ সেপ্টেম্বর শুটিংয়ের উদ্দেশ্যে ঢাকা ছাড়ে শুটিং ইউনিট। শুটিং শেষ করে আগামী সপ্তাহে ঢাকায় ফিরবেন বলে  জানান সিনেমাটির নির্মাতা সাখাওয়াৎ মানিক।

নিলয় বলেন, ইন্দোনেশিয়া এসে ভালোই লাগছে। নাটকের গল্পের সঙ্গে এখানকার পরিবেশ মিলে যাচ্ছে। আশা করছি, কাজটি ভালো হবে।

সারিকা বলেন, ইন্দোনেশিয়ায় এখন ‘আকাশ গঙ্গা‘ নাটকের শুটিং করছি। এছাড়া সাখাওয়াৎ মানিক ভাই পরিচালিত আরো কয়েকটি নাটকের শুটিং এখানে করা হবে। আশা করছি, সবগুলো কাজই ভালো হবে।

দয়াল সাহার রচনায় এ নাটকটি একটি বেসরকারি টেলিভিশনে প্রচারিত হবে বলে জানিয়েছেন নির্মাতা।

সম্পাদক : ইমদাদুল হক মিলন,
নির্বাহী সম্পাদক : মোস্তফা কামাল,
ইস্ট ওয়েস্ট মিডিয়া গ্রুপ লিমিটেডের পক্ষে ময়নাল হোসেন চৌধুরী কর্তৃক প্লট-৩৭১/এ, ব্লক-ডি, বসুন্ধরা, বারিধারা থেকে প্রকাশিত এবং প্লট-সি/৫২, ব্লক-কে, বসুন্ধরা, খিলক্ষেত, বাড্ডা, ঢাকা-১২২৯ থেকে মুদ্রিত।
বার্তা ও সম্পাদকীয় বিভাগ : বসুন্ধরা আবাসিক এলাকা, প্লট-৩৭১/এ, ব্লক-ডি, বারিধারা, ঢাকা-১২২৯। পিএবিএক্স : ০২৮৪০২৩৭২-৭৫, ফ্যাক্স : ৮৪০২৩৬৮-৯, বিজ্ঞাপন ফোন : ৮১৫৮০১২, ৮৪০২০৪৮, বিজ্ঞাপন ফ্যাক্স : ৮১৫৮৮৬২, ৮৪০২০৪৭। E-mail : info@kalerkantho.com