logo
আপডেট : ১৪ সেপ্টেম্বর, ২০১৭ ১৬:৩৬
ব্যালন ডি'অর নিয়ে ভাবছেন না নেইমার!

ব্যালন ডি'অর নিয়ে ভাবছেন না নেইমার!

ছবি: এএফপি

পৃথিবী নামক গ্রহের সেরা ফুটবলার হওয়ার খেতাব পাওয়ার জন্যই নেইমার বার্সেলোনা ছেড়ে পিএসজিতে গেছেন- এটা সবাই জানেন। এই খেতাব জিততে হলে তাকে আর্জেন্টাইন ফুটবল সুপারস্টার লিওনেল মেসির 'ছায়া' থেকে তাকে বের হতে হতো। সেই নেইমারই কিনা এখন বলছেন, তার ভাবনায় এখন ব্যালন ডি'অর নেই! নতুন ক্লাবকে শিরোপা এনে দেওয়াই এখন ব্রাজিল সুপারস্টারের একমাত্র লক্ষ্য।

সংবাদ সম্মেলনে নেইমার বলেন, 'অবশ্যই একজন ফুটবলার হিসেবে আমিও ব্যালন ডি'অর জিততে চাই। তবে আমি এসব নিয়ে চিন্তা করছি না। আমি চিন্তা করছি আমার ক্লাবকে শিরোপা এনে দেওয়া।

নেইমারের এই বক্তব্যের পর সমালোচকরা অবশ্য বলছেন, নেইমার এতদিনে বুঝতে পেরেছেন যে ব্যালন ডি'আর পেতে হলে আগে শিরোপা জিততে হবে। এমনিতেই ফুটবলবিশ্বের লিগগুলোর মধ্যে র‌্যাংকিংয়ে অনেক পিছিয়ে আছে ফরাসি লিগ ওয়ান। তবে নিজের দল নিয়ে খুব আশাবাদী নেইমার।

তিনি বলেছেন, 'এটা অবশ্যই একটা দুর্দান্ত টিম। এভাবে যদি এগিয়ে যেতে পারি, তাহলে আমাদের ক্ষেত্রে অনেক বড় সুযোগ রয়েছে শিরোপা জয়ের।'

উল্লেখ্য, ২২২ মিলিয়ন ইউরো মূল্যে স্প্যনিশ ক্লাব বার্সেলোনা থেকে পিএসজিতে ট্রান্সফার হয়েছেন নেইমার। ফুটবল ইতিহাসে এটা সবচেয়ে বড় ট্রান্সফার। অবশ্য ফরাসি লিগে মাঠে নেমেই নিজের জাদুকরী ফুটবল উপহার দেন তিনি। এবার চ্যাম্পিয়নস লিগের ম্যাচেও শুভ সূচনা হলো পিএসজির। এখন সময়ই বলে দেবে, এত বিশাল পরিমাণ অর্থ আর আস্থার প্রতিদান কতটা দিতে পারেন নেইমার।

 

সম্পাদক : ইমদাদুল হক মিলন,
নির্বাহী সম্পাদক : মোস্তফা কামাল,
ইস্ট ওয়েস্ট মিডিয়া গ্রুপ লিমিটেডের পক্ষে ময়নাল হোসেন চৌধুরী কর্তৃক প্লট-৩৭১/এ, ব্লক-ডি, বসুন্ধরা, বারিধারা থেকে প্রকাশিত এবং প্লট-সি/৫২, ব্লক-কে, বসুন্ধরা, খিলক্ষেত, বাড্ডা, ঢাকা-১২২৯ থেকে মুদ্রিত।
বার্তা ও সম্পাদকীয় বিভাগ : বসুন্ধরা আবাসিক এলাকা, প্লট-৩৭১/এ, ব্লক-ডি, বারিধারা, ঢাকা-১২২৯। পিএবিএক্স : ০২৮৪০২৩৭২-৭৫, ফ্যাক্স : ৮৪০২৩৬৮-৯, বিজ্ঞাপন ফোন : ৮১৫৮০১২, ৮৪০২০৪৮, বিজ্ঞাপন ফ্যাক্স : ৮১৫৮৮৬২, ৮৪০২০৪৭। E-mail : info@kalerkantho.com