logo
আপডেট : ৯ জানুয়ারি, ২০১৮ ২৩:২৪
পুঁজিবাজার নিম্নমুখী

পুঁজিবাজার নিম্নমুখী

টানা চার কার্যদিবস ধরে কমছে পুঁজিবাজারের মূল্যসূচক ও লেনদেন। সেই সঙ্গে কমছে বেশির ভাগ কম্পানির শেয়ার দাম। আর প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীর অংশগ্রহণ তুলনামূলক কম হওয়ায় নিম্নমুখী হয়েছে বাজার। সপ্তাহের তৃতীয় কার্যদিবস গতকাল মঙ্গলবার দেশের দুই পুঁজিবাজার ডিএসই ও সিএসই সূচক ও লেনদেন কমেছে। আগের দিনও দুই বাজারেই সূচক কমেছিল। তবে ডিএসইতে সূচক ও লেনদেন নিম্নমুখী থাকলেও সিএসইতে লেনদেন বেড়েছিল।

গতকাল ডিএসইতে লেনদেন হয়েছে ৪৪৮ কোটি ১২ লাখ টাকা। আর সূচক কমেছে ১২ পয়েন্ট। আগের দিন লেনদেন হয়েছিল ৪৭৭ কোটি ৫৫ লাখ টাকা আর সূচক কমেছিল ৫৯ পয়েন্ট। লেনদেন হওয়া ৩৩৫টি কম্পানির মধ্যে দাম বেড়েছে ১১৩টির, কমেছে ১৫৪টির আর অপরিবর্তিত রয়েছে ৬৮টি কম্পানির শেয়ার দাম। সিএসইতে লেনদেন হয়েছে ২০ কোটি ৭৩ লাখ টাকা। আর সূচক কমেছে ৩১ পয়েন্ট। আগের দিন লেনদেন হয়েছিল ৪০ কোটি ১১ লাখ টাকা। আর সূচক কমেছিল ১০২ পয়েন্ট। লেনদেন হওয়া ২২৯টি কম্পানির মধ্যে দাম বেড়েছে ৭৬টির, কমেছে ১২১টি শেয়ার।

সম্পাদক : ইমদাদুল হক মিলন,
নির্বাহী সম্পাদক : মোস্তফা কামাল,
ইস্ট ওয়েস্ট মিডিয়া গ্রুপ লিমিটেডের পক্ষে ময়নাল হোসেন চৌধুরী কর্তৃক প্লট-৩৭১/এ, ব্লক-ডি, বসুন্ধরা, বারিধারা থেকে প্রকাশিত এবং প্লট-সি/৫২, ব্লক-কে, বসুন্ধরা, খিলক্ষেত, বাড্ডা, ঢাকা-১২২৯ থেকে মুদ্রিত।
বার্তা ও সম্পাদকীয় বিভাগ : বসুন্ধরা আবাসিক এলাকা, প্লট-৩৭১/এ, ব্লক-ডি, বারিধারা, ঢাকা-১২২৯। পিএবিএক্স : ০২৮৪০২৩৭২-৭৫, ফ্যাক্স : ৮৪০২৩৬৮-৯, বিজ্ঞাপন ফোন : ৮১৫৮০১২, ৮৪০২০৪৮, বিজ্ঞাপন ফ্যাক্স : ৮১৫৮৮৬২, ৮৪০২০৪৭। E-mail : info@kalerkantho.com