logo
আপডেট : ১২ জানুয়ারি, ২০১৮ ২৩:৪২
লন্ডনে সড়ক দুর্ঘটনায় নিহত বাংলাদেশি

লন্ডনে সড়ক দুর্ঘটনায় নিহত বাংলাদেশি

যুক্তরাজ্যের লন্ডনে সড়ক দুর্ঘটনায় বাংলাদেশি বংশোদ্ভূত ব্রিটিশ নাগরিক রাহাত আহামেদ নিহত হয়েছেন। এ ঘটনায় আরো দুই বাংলাদেশি বংশোদ্ভূতসহ চারজন আহত হয়েছে। গত বৃহস্পতিবার স্থানীয় সময় সন্ধ্যা ৫টায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত রাহাত লন্ডনের ফিন্সবারি পার্ক এলাকায় বসবাস করতেন। তিনি সিলেটের মুক্তিযোদ্ধা ম আ মুক্তাদিরের বড় ছেলে। প্রয়াত মুক্তাদির যুক্তরাজ্যের বাঙালি কমিউনিটিতে বেশ জনপ্রিয় মুখ ছিলেন। রাহাতের মৃত্যুতে কমিউনিটির পক্ষ থেকে শোক জানানো হয়েছে।

সম্পাদক : ইমদাদুল হক মিলন,
নির্বাহী সম্পাদক : মোস্তফা কামাল,
ইস্ট ওয়েস্ট মিডিয়া গ্রুপ লিমিটেডের পক্ষে ময়নাল হোসেন চৌধুরী কর্তৃক প্লট-৩৭১/এ, ব্লক-ডি, বসুন্ধরা, বারিধারা থেকে প্রকাশিত এবং প্লট-সি/৫২, ব্লক-কে, বসুন্ধরা, খিলক্ষেত, বাড্ডা, ঢাকা-১২২৯ থেকে মুদ্রিত।
বার্তা ও সম্পাদকীয় বিভাগ : বসুন্ধরা আবাসিক এলাকা, প্লট-৩৭১/এ, ব্লক-ডি, বারিধারা, ঢাকা-১২২৯। পিএবিএক্স : ০২৮৪০২৩৭২-৭৫, ফ্যাক্স : ৮৪০২৩৬৮-৯, বিজ্ঞাপন ফোন : ৮১৫৮০১২, ৮৪০২০৪৮, বিজ্ঞাপন ফ্যাক্স : ৮১৫৮৮৬২, ৮৪০২০৪৭। E-mail : info@kalerkantho.com