logo
আপডেট : ১৫ জানুয়ারি, ২০১৮ ২৩:০৩
বাগদাদে আত্মঘাতী হামলায় নিহত ৩১

বাগদাদে আত্মঘাতী হামলায় নিহত ৩১

ইরাকের রাজধানী বাগদাদে গতকাল সোমবার দুটি আত্মঘাতী বোমা হামলায় অন্তত ৩১ জন নিহত হয়েছে। বাগদাদে গত তিন দিনের মধ্যে দ্বিতীয় হামলার ঘটনা এটি।

হামলার দায় কেউ স্বীকার করেনি। তবে ইরাকে বেশির ভাগ হামলার জন্য ইসলামিক স্টেট (আইএস) জঙ্গি দলকে দায়ী করা হয়ে থাকে। ইরাককে আইএসমুক্ত ঘোষণার পর যখন দেশটি পার্লামেন্ট নির্বাচনের জন্য প্রস্তুত হচ্ছে, ইরাকের সেনাবাহিনী ও পুলিশ সদস্যদের নিয়ে গঠিত যৌথ অপারেশনস কমান্ডের মুখপাত্র জেনারেল সাদ মান বলেছেন, ‘মধ্য বাগদাদে তায়ারান স্কয়ারে বোমা হামলায় ৩১ জন নিহত হয়েছে।

সূত্র : এএফপি।

সম্পাদক : ইমদাদুল হক মিলন,
নির্বাহী সম্পাদক : মোস্তফা কামাল,
ইস্ট ওয়েস্ট মিডিয়া গ্রুপ লিমিটেডের পক্ষে ময়নাল হোসেন চৌধুরী কর্তৃক প্লট-৩৭১/এ, ব্লক-ডি, বসুন্ধরা, বারিধারা থেকে প্রকাশিত এবং প্লট-সি/৫২, ব্লক-কে, বসুন্ধরা, খিলক্ষেত, বাড্ডা, ঢাকা-১২২৯ থেকে মুদ্রিত।
বার্তা ও সম্পাদকীয় বিভাগ : বসুন্ধরা আবাসিক এলাকা, প্লট-৩৭১/এ, ব্লক-ডি, বারিধারা, ঢাকা-১২২৯। পিএবিএক্স : ০২৮৪০২৩৭২-৭৫, ফ্যাক্স : ৮৪০২৩৬৮-৯, বিজ্ঞাপন ফোন : ৮১৫৮০১২, ৮৪০২০৪৮, বিজ্ঞাপন ফ্যাক্স : ৮১৫৮৮৬২, ৮৪০২০৪৭। E-mail : info@kalerkantho.com