kalerkantho


সপ্তাহের শেষ দিনে শেয়ারবাজারে ঊর্ধ্বগতি

কালের কণ্ঠ অনলাইন   

২৯ মার্চ, ২০১৮ ১৪:৩৮সপ্তাহের শেষ দিনে শেয়ারবাজারে ঊর্ধ্বগতি

ফাইল ফটো

সপ্তাহের শেষ দিন প্রথম আড়াই ঘণ্টায় সূচকের ঊর্ধ্বগতিতে লেনদেন চলছে পুঁজিবাজারে। আজ বৃহস্পতিবার লেনদেনের শুরুর পর থেকেই সূচক বাড়তে থাকে; বেড়েছে লেনদেনে অংশ নেওয়া বেশিরভাগ শেয়ারের দর।

বৃহস্পতিবার বেলা ১টা ১ মিনিট পর্যন্ত ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) ২০৬ কোটি ৯ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে।

ডিএসইতে লেনদেনে অংশ নেওয়া ৩২৫টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ২৪১টির, কমেছে ৫১টির এবং অপরিবর্তিত রয়েছে ৩৩টির।

 ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স দশমিক ৭৭ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ৫ হাজার ৫৬৬ পয়েন্টে। ডিএসইএস বা শরিয়াহ সূচক ১০ দশমিক ৬৭ পয়েন্ট বেড়ে অবস্থান করছে এক হাজার ৩০৭ পয়েন্টে। ডিএস৩০ সূচক ৩৪ দশমিক ৩২ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ২ হাজার ৮৯ পয়েন্টে।

চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) এই সময়ে ২০ কোটি ২৮ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে।

সিএসইর সার্বিক সূচক (সিএএসপিআই) ২০৫ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ১৭ হাজার ১৪৭ পয়েন্টে।


মন্তব্য