লাখো পুণ্যার্থীর পদচারণায় মুখর লাঙ্গলবন্দ
দিলীপ কুমার মণ্ডল, লাঙ্গলবন্দ (নারায়ণগঞ্জ) থেকে

পবিত্র নদ ব্রহ্মপুত্রে স্নানমন্ত্র পাঠপূর্বক নিজ নিজ ইচ্ছা অনুযায়ী ফুল, বেলপাতা, ধান, দুর্বা, হরতকী, ডাব, আম্রপল্লব ইত্যাদি দিয়ে পিতৃকূলের উদ্দেশ্যে তর্পণ করছে। মন্দিরগুলোতে অনুষ্ঠিত হচ্ছে বাসন্তী পূজা।
লাঙ্গলবন্দে স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী : বন্দরের লাঙ্গলবন্দ স্নানোৎসব পরিদর্শন করেছেন স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী আসাদুজ্জমান খান। আজ সন্ধ্যায় তিনি বিভিন্ন ঘাটে গিয়ে পুণ্যার্থীদের সাথে কথা বলেন ও নিরাপত্তা ব্যবস্থা পর্যবেক্ষণ করে সন্তোষ প্রকাশ করেন।
স্নান উদযাপন পরিষদে সভাপতি পরিতোষ কান্তি সাহার সভাপতিত্বে বক্তব্য দেন শামীম ওসমান এমপি, পঙ্কজ দেবনাথ এমপি, জেলা প্রশাসক মনোজ কান্তি সরকার, পুলিশ সুপার সৈয়দ নুরুল ইসলাম, বন্দর উপজেলা নির্বাহী কর্মকর্তা মিনারা নাজমিন, নারায়ণগঞ্জ মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট খোকন সাহা, একাত্তরের ঘাতক দালাল নির্মূল কমিটির সভাপতি চন্দন শীল প্রমুখ।
সরেজমিনে লাঙ্গলবন্দ : সরেজমিনে ঘুরে দেখা গেছে, লাঙ্গলবন্দের বিভিন্ন মন্দিরগুলোতে চলছে ভক্তিমূলক গান। দেশের বিভিন্ন জেলা থেকে বৈষ্ণব, সাধুরা প্রেমতলা ঘাট ও গান্ধীঘাটে অবস্থান নিয়ে ভক্তিমুলক গান করছেন। অষ্টমীর স্নান উপলক্ষে লাঙ্গলবন্দ এলাকাজুড়ে উৎসবমুখর পরিবেশ বিরাজ করছে। তিন কিলোমিটারজুড়ে বসেছে বারোয়ারী মেলা। মেলায় মেয়েদের চুড়ি, ফিতা, আলতা থেকে শুরু করে বাংলাদেশের ঐতিহ্যের শীতল পাটি, মাটির তৈরি বিভিন্ন তৈজষপত্র, খেলনা, একতারা, ঢোল বিক্রি হচ্ছে। এ ছাড়া আছে রকমারি খাবারের দোকান। সাথে নিমকী, পিটি, মিষ্টি, সন্দেশ তো আছেই।
কুষ্টিয়া থেকে এসেছেন কার্তিক বিশ্বাস (৬০) সাথে স্ত্রী শেফালী রানী (৫০)। কালের কণ্ঠকে জানান, কনিষ্ঠ মেয়েকে বিয়ে দিয়েছি মাস তিনেক হলো। ধর্মীয় রীতি অনুসারে কন্যা দায় থেকে মুক্তি পাওয়ায় লাঙ্গলবন্দে পুণ্যি স্নানে এসেছি। পঞ্চগড় জেলার সাধু বৈষ্ণব হরিশ্চন্দ্র (৬৫) জানান, তিনি প্রতিবছরই লাঙ্গলবন্দে এসে প্রেমতলায় আসর বসান। সাধু সঙ্গ করে কীর্তন করেন।
লাঙ্গলবন্দ স্নান উদযাপন পরিষদের সভাপতি পরিতোষ কান্তি সাহা জানান, এবছর নদের প্রবাহ ভাল। জল স্বচ্ছ থাকায় ভালভাবেই পুণ্যার্থীরা স্নান কর্ম সারতে পারছে। তবে নদীজুড়ে কচুরিপানা রয়ে গেছে।
নারায়ণগঞ্জ জেলা সিভিল সার্জন ডা. দুলাল চন্দ্র চৌধুরী জানান, তাঁদের তিনটি মেডিক্যাল টিম পুণার্থীদের মাঝে ফ্রি চিকিৎসা প্রদান করছে।
সরকারিভাবে গঠিত স্নানোৎসব ব্যবস্থাপনা কমিটির আহ্বায়ক জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা কাজী মেরাজ হোসেন কালের কণ্ঠকে জানান, এ বছর লাঙ্গলবন্দে দুই দিনব্যাপী স্নানোৎসবে প্রায় ২৫ লাখ মানুষের সমাগম ঘটবে। তিনি বলেন, লাখ লাখ পুণ্যার্থীর আগমনের বিষয়টি মাথায় রেখেই আমরা সেবাবেই যাবতীয় প্রস্তুতি নিয়ে রেখেছি।
জেলা প্রশাসক মনোজ কান্তি বড়াল জানান, এ বছর লাঙ্গলবন্দে নতুন পরিবেশে পুণ্যার্থীরা স্নান করবে। পর্যটন বোর্ড কর্তৃক বরাদ্দকৃত প্রায় দেড় কোটি টাকা ব্যয়ে ১৬টি স্নান ঘাটে টাইলস বসানো হয়েছে। এ ছাড়া মহিলাদের জন্য চেঞ্জিং রুম, নতুন পানির পাইপ বসানোসহ বিভিন্ন উন্নয়নমূলক কাজ করা হয়েছে।
লাঙ্গলবন্দের ৩ কিলোমিটার সিসি ক্যামেরার আওতায় : নারায়ণগঞ্জ জেলা পুলিশ সুপার সৈয়দ নুরুল ইসলাম জানিয়েছেন, স্নান উপলক্ষে কঠোর নিরাপত্তা বলয় তৈরি করা হয়েছে। তিনি বলেন গত বারের অভিজ্ঞতার আলোকে লাঙ্গলবন্দের তিন কিলোমিটার এলাকাজুড়ে সিসি ক্যামেরা বসানো হয়েছে। পুরো লাঙ্গলবন্দে কম্পোজিট ইউনিট কাজ করছে জানিয়ে বলেন, সেখানে নিরাপত্তা বাহিনী ৮০০ সদস্য অবিরাম কাজ করছেন। এ ছাড়া রয়েছে ছয়টি ওয়াচ টাওয়ার, তিনটি কন্ট্রোল রুম, নদীতে টহল ব্যবস্থা। গোয়েন্দা পুলিশের কয়েকটি টিম অনেক আগে থেকেই কাজ শুরু করেছে উল্লেখ করে এসপি বলেন, এত লোকের একসঙ্গে সমাগমের চাপ সামলানো কঠিন হলেও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তা নির্বিঘ্নে পালন করা শুরু করেছে।
এদিকে স্নানে আগত ভক্তরা অভিযোগ করেন যাতায়াত পথের নবীগঞ্জ, টার্মিনাল ঘাটসহ বিভিন্ন ঘাটে ঘাটে যাত্রীদের কাছ থেকে অতিরিক্ত টোল আদায় করা হচ্ছে। এ ছাড়া বিভিন্ন পরিবহনেও অতিরিক্ত ভাড়া আদায়ের অভিযোগ পাওয়া গেছে।
সম্পর্কিত খবর

মহান স্বাধীনতা দিবস
বিএসএফকে বিজিবির মিষ্টি উপহার
অনলাইন ডেস্ক

মহান স্বাধীনতা দিবস উপলক্ষে দিনাজপুরের হিলি সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীকে (বিএসএফ) মিষ্টি উপহার দিয়ে শুভেচ্ছা জানিয়েছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। বুধবার (২৬ মার্চ) সকাল সাড়ে ১০টায় হিলি সীমান্তের ২৮৫ নম্বর মেইন পিলারের ১১ নম্বর সাবপিলার সংলগ্ন চেকপোস্ট গেটের শূন্যরেখায় মিষ্টি বিতরণ করা হয়।
বিজিবির পক্ষ থেকে হিলি আইসিপি ক্যাম্প কমান্ডার সুবেদার ওসীম মার্ক ভারতের ৭৯ ব্যাটালিয়নের এসি রহিত শর্মার হাতে মিষ্টি তুলে দিয়ে বিজয় দিবসের শুভেচ্ছা জানান। এ সময় বিএসএফের পক্ষ থেকেও বিজিবিকে ফুল দিয়ে বিজয় দিবসের শুভেচ্ছা জানানো হয়।
বিজিবির হিলি আইসিপি ক্যাম্প কমান্ডার সুবেদার ওসীম মার্ক বলেন, সীমান্তে দায়িত্বরত দুই বাহিনীর মাঝে বিরাজমান সম্পর্ক আরো সুদৃঢ় করতে দীর্ঘদিন ধরেই হিলি সীমান্তে দু’দেশের বিভিন্ন জাতীয় ও ধর্মীয় উৎসবগুলোতে আমরা যেমন তাদের মিষ্টিসহ বিভিন্ন সামগ্রী উপহার দিয়ে শুভেচ্ছা জানিয়ে থাকি, তেমনি তারাও আমাদের মিষ্টিসহ বিভিন্ন সামগ্রী উপহার দিয়ে শুভেচ্ছা জানিয়ে থাকে।
তিনি আরো বলেন, এরই ধারাবাহিকতায় আজ আমাদের মহান স্বাধীনতা দিবস উপলক্ষে জয়পুরহাট-২০ বিজিবি ব্যাটালিয়নের পক্ষ থেকে বিএসএফকে মিষ্টি উপহার দিয়ে শুভেচ্ছা জানিয়েছি।

খালেদা জিয়ার দীর্ঘায়ু কামনায় আখাউড়ায় দোয়া
ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি

সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপার্সন খালেদা জিয়ার রোগমুক্তি ও দীর্ঘায়ু কামনায় গতকাল মঙ্গলবার বিকেলে আখাউড়ায় ইফতার ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়। বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা কাউন্সিলের সদস্য ও সাবেক এমপি মুশফিকুর রহমান-এর পক্ষ থেকে শহীদ স্মৃতি ডিগ্রী কলেজ মাঠে এ আয়োজন করা হয়।
আখাউড়া উপজেলা বিএনপির সাবেক সহসভাপতি খন্দকার মো. বিল্লাল হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠিত ইফতার মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ব্রাহ্মণবাড়িয়া জেলা বিএনপির সাবেক সভাপতি ও সাবেক মেয়র হাফিজুর রহমান মোল্লা কচি। প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন, ব্রাহ্মণবাড়িয়া জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক জহিরুল হক খোকন।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ব্রাহ্মণবাড়িয়া পৌর বিএনপির সাবেক সভাপতি অ্যাডভোকেট শফিকুল ইসলাম, সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক এ বি এম মমিনুল হক, অ্যাসোসিয়েশন অব ইঞ্জিনিয়ার্স-এর সহসভাপতি ইন্জিনিয়ার মো. নাজমুল হুদা খন্দকার, জেলা বিএনপির সাবেক কোষাধ্যক্ষ জসিম উদ্দিন রিপন, সাবেক যুব বিষয়ক সম্পাদক মনির হোসেন, আখাউড়া উপজেলা জামায়াতের আমির মাওলানা ইকবাল হোসেন, আখাউড়া শহীদ স্মৃতি সরকারি কলেজ শাখা ছাত্রদলের সাবেক সভাপতি মামুন আহমেদ।
উপস্থাপনায় ছিলেন, আখাউড়া উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আবুল মনসুর মিশন ও আখাউড়া পৌর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক শাহাদাত হোসেন লিটন।
মোনাজাত পরিচালনা করেন আখাউড়া উপজেলা ওলামা দলের সভাপতি হাফেজ মাওলানা রাসেল মোল্লা। ৬নং ওয়ার্ড বিএনপি ও অঙ্গসংগঠনের আয়োজনে এতে আখাউড়া উপজেলা প্রবাসী বিএনপি সার্বিক সহযোগিতা করে।

দুর্গাপুর
মেয়েকে ধর্ষণের অভিযোগ বাবার বিরুদ্ধে
দুর্গাপুর (নেত্রকোনা) প্রতিনিধি

নেত্রকোনার দুর্গাপুরে বাবার বিরুদ্ধে ১৫ বছর বয়সী কিশোরীকে ধর্ষণের অভিযোগ উঠেছে। এ ঘটনায় ভুক্তভোগীর মা বাদী হয়ে গতকাল মঙ্গলবার দিবাগত রাতে থানায় মামলা দায়ের করেন। অভিযুক্ত বাবা (৫৫) উপজেলার দুর্গাপুর সদর ইউনিয়নের বাসিন্দা। এদিকে ধর্ষণের খবর জানাজানির হলে অভিযুক্ত বাবা গা ডাকা দিয়েছে বলে জানা গেছে।
মামলায় ভুক্তভোগীর মা উল্লেখ করেন, তাঁর ১৫ বছর বয়সী মেয়েকে তার স্বামী (মেয়ের বাবা) দীর্ঘদিন ধরে যৌন হয়রানি করে আসছিল। গত পাঁচ মাস আগে মেয়ের গলায় ছুরি ঠেকিয়ে জোরপূর্বক ধর্ষণ করে। ঐ দিনের পর আরো একাধিকবার ধর্ষণ করে। ধর্ষণের কথা কারো কাছে বললে পরিবারের সবাইকে খুনের হুমকি দিত অভিযুক্ত।
প্রাণ ভয়ে বিষয়টি কাউকে বলেনি মেয়ে। তবে ঘটনার প্রায় এক মাস পর মেয়ের শরীরের পরিবর্তন লক্ষ করা যায়। মেয়ে গর্ভবতী হওয়ার লক্ষণ দেখা দিলে বাবা দুর্গাপুর নিয়ে পরীক্ষা-নিরীক্ষা করায়। পরে কৌশলে মেয়েকে নিয়ে ময়মনসিংহের একটি প্রাইভেট ক্লিনিকে গর্ভপাত ঘটায়।
স্বজনরা জানান, সম্প্রতি আবারও চেষ্টা চালালে মেয়ে বিষয়টি তার বড় বোনকে জানায়। সে পরিবারের অন্যদের জানালে ধর্ষণের বিষয়টি জানাজানি হয়।
ভুক্তভোগী মেয়ের মা বলেন, 'আমার স্বামী আমার সঙ্গে রাতে ঘুমাতো কিন্তু রাতে আমার ঘুম ভাঙলে তাকে বিছানায় পেতাম না। আমি এইসব নিয়ে কথা বলতেও পারি না আমাকেসহ মেয়েকে মারধর করে, আমি বিচার চাই।'
এ ব্যাপারে দুর্গাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহমুদুল হাসান জানান, 'এ ঘটনায় মামলা হয়েছে।

সোনাহাট স্থলবন্দর দিয়ে আমদানি-রপ্তানি বন্ধ থাকবে ১০ দিন
ভূরুঙ্গামারী (কুড়িগ্রাম) প্রতিনিধি

কুড়িগ্রামের ভূরুঙ্গামারী উপজেলার সোনাহাট স্থলবন্দরের কার্যক্রম টানা ১০ দিন বন্ধ ঘোষণা করা হয়েছে। গতকাল মঙ্গলবার সোনাহাট কাস্টমস ক্লিয়ারিং অ্যান্ড ফরওয়ার্ডিং (সিঅ্যান্ডএফ) এজেন্টস অ্যাসোসিয়েশনের আহ্বায়ক ও সিনিয়র যুগ্ম আহ্বায়ক স্বাক্ষরিত এক পত্রে বন্ধের বিষয়টি জানানো হয়েছে।
পত্রে উল্লেখ করা হয়েছে, পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে সোনাহাট স্থলবন্দরের কার্যক্রম আগামী বৃহস্পতিবার ২৭ মার্চ থেকে ৩ এপ্রিল বৃহস্পতিবার পর্যন্ত বন্ধ থাকবে। এ ছাড়া বুধবার ২৬ মার্চ মহান স্বাধীনতা দিবস সরকারি ছুটি ও ৪ এপ্রিল শুক্রবার সাপ্তাহিক ছুটি।
সোনাহাট সিঅ্যান্ডএফ এজেন্ট অ্যাসোসিয়েশনের আহ্বায়ক জাহাঙ্গীর আলম আকমল বন্ধের বিষয়টি নিশ্চিত করে বলেন, আগামী ৫ এপ্রিল শনিবার থেকে স্থলবন্দরের কার্যক্রম স্বাভাবিক নিয়মে চলবে।
সোনাহাট স্থল শুল্ক স্টেশনের সহকারী পরিচালক (ট্রাফিক) আমিনুল ইসলাম বলেন, মহান স্বাধীনতা দিবস, ঈদুল ফিতর ও সাপ্তাহিক ছুটি সব মিলেয়ে ১০ দিন সোনাহাট স্থলবন্দরের আমদানি-রপ্তানি কার্যক্রম বন্ধ থাকবে।