গৌরনদীতে ইয়াবা ও গাঁজাসহ গ্রেপ্তার ১
গৌরনদী (বরিশাল) প্রতিনিধি

সম্পর্কিত খবর

গোয়ালন্দ পৌরসভার সাবেক মেয়র কারাগারে
গোয়ালন্দ (রাজবাড়ী) প্রতিনিধি

রাজবাড়ীর গোয়ালন্দ পৌরসভার সাবেক মেয়র ও গোয়ালন্দ পৌর আওয়ামী লীগের সভাপতি মো. নজরুল ইসলাম মন্ডলকে কারাগারে পাঠানো হয়েছে। বৈষম্যবিরোধী আন্দোলনে হামলার ঘটনায় পৃথক দুটি মামলায় জামিন নামঞ্জুর করে তাকে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন আদালত।
বৃহস্পতিবার (১০ এপ্রিল) দুপুরে রাজবাড়ী ১নং আমলী আদালতে তিনি স্বেচ্ছায় আত্মসমর্পণ করে জামিন আবেদন করেন নজরুল মন্ডল। শুনানি শেষে আদালত জামিন না মঞ্জুর করে তাকে জেলহাজতে প্রেরণের নির্দেশ দেন।
গোয়ালন্দ ঘাট থানার ভারপ্রাপ্ত কমর্কর্তা (ওসি) মোহাম্মদ রাকিবুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানিয়েছেন, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের স্থানীয় সমন্বয়ক মো. শরিফুল ইসলাম বাদী হয়ে গত ১০ ডিসেম্বর গোয়ালন্দ ঘাট থানায় একটি মামলা করেন। এতে গোয়ালন্দ পৌরসভার সাবেক মেয়র ও পৌর আওয়ামী লীগের সভাপতি মো. নজরুল ইসলাম মন্ডলসহ ৫৯ জনের নাম উল্লেখসহ অজ্ঞাত আরো ৩০০-৪০০ জনকে আসামি করা হয়। নজরুল মন্ডল ওই মামলার এজাহারভুক্ত ২ নম্বর আসামি।
এছাড়া গত ৫ আগস্ট বৈষম্যবিরোধী শিক্ষার্থী শাহীন ফকির রাজবাড়ী সদর থানায় একটি মামলা দায়ের করেন।

নারায়ণগঞ্জে হত্যা মামলায় যুবকের যাবজ্জীবন কারাদণ্ড
নারায়ণগঞ্জ প্রতিনিধি

নারায়ণগঞ্জের ফতুল্লা থানার দায়ের করা হত্যা মামলায় মাসুম (৪২) নামের এক যুবককে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। আজ বৃহস্পতিবার দুপুরে অতিরিক্ত জেলা ও দায়রা জজ প্রথম আদালতের বিচারক মো. মোমিনুল ইসলাম এই রায় ঘোষণা করেছেন।
নারায়ণগঞ্জ কোর্ট পুলিশের পরিদর্শক মো. কাইউম খান এর সত্যতা নিশ্চিত করে বলেন, ফতুল্লা থানার দায়ের করা এক কিশোর হত্যা মামলায় আদালত একজনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। রায় ঘোষণার সময়ে আসামি আদালতে অনুপস্থিত ছিল।
যাবজ্জীবন সাজাপ্রাপ্ত মাসুম ফতুল্লার তল্লা ছোট মসজিদ এলাকার আব্দুল আহাদের ছেলে। সেইসঙ্গে ভুক্তভোগী মুরাদ তল্লা মাদবরবারী এলাকার পনির হোসেনের ছেলে।
আদালতের পাবলিক প্রসিকিউটর অ্যাডভোকেট খন্দকার আজিজুল হক হান্টু বলেন, ২০০৪ সালের আগস্ট মাসে সাজাপ্রাপ্ত আসামিসহ তার সহযোগীরা মিলে মুরাদকে বাসা থেকে ডেকে নিয়ে হত্যা করে। পরে এই ঘটনায় মুরাদের মা সাহারা খাতুন বাদী হয়ে ফতুল্লা থানায় মামলা দায়ের করেন।

চাঁপাইনবাবগঞ্জে বিজিবির অভিযানে ১০টি ভারতীয় গরু জব্দ
চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জের মনাকষা সীমান্তে ১০টি ভারতীয় গরু জব্দ করেছে বিজিবি। বৃহস্পতিবার (১০ এপ্রিল) সকালে এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে বিজিবি এ তথ্য জানায়। এর আগে ওই দিন ভোররাতে উপজেলার পাঁকা ইউনিয়নের চর পাঁকা সেতারপাড়া গ্রাম থেকে গরুগুলো জব্দ করা হয়।
সংবাদ বিজ্ঞপ্তিতে বিজিবি জানায়, গোপন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার সেতারপাড়া গ্রামে অভিযান চালায় বিজিবি।
৫৩ বিজিবি অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. মনির-উজ-জামান বলেন, ‘গরুগুলো চাঁপাইনবাবগঞ্জ শুল্ক কার্যালয়ে জমা করার কার্যক্রম প্রক্রিয়াধীন। এ ছাড়া ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্ত করে আটকের কাজ শুরু করেছে বিজিবি।

দিনাজপুরে এসএসসি পরীক্ষার প্রথম দিনে অনুপস্থিত ১৩৪১ পরীক্ষার্থী
দিনাজপুর প্রতিনিধি

দিনাজপুরে এসএসসি পরীক্ষার প্রথম দিনে বাংলা প্রথমপত্র পরীক্ষায় ১ হাজার ৩৪১ জন পরীক্ষার্থী অনুপস্থিত রয়েছে। দিনাজপুরের মাধ্যমিক উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক প্রফেসর মীর সাজ্জাদ আলী এ তথ্য নিশ্চিত করেছেন।
আজ বৃহস্পতিবার (১০ এপ্রিল) তিনি এ তথ্য জানান। তিনি জানান, এসএসসি পরীক্ষার প্রথম দিনে বাংলা প্রথমপত্র পরীক্ষায় ২৮০টি কেন্দ্রে ১ লাখ ৬৭ হাজার ৬০৬ জন পরীক্ষার্থী অংশগ্রহণ করার কথা।
এর মধ্যে রংপুর জেলায় ২০৬ জন, গাইবান্ধা জেলায় ২০৩ জন, নীলফামারী জেলায় ১৪৩ জন, তুড়িগ্রাম জেরায় ১৫২ জন, লালমনিরহাট জেলায় ৯৯ জন, দিনাজপুর জেরায় ২৭০ জন, ঠাকুরগাঁও জেলায় ১৫৮ জন ও পঞ্চগড় জেলায় ১১০ জন পরীক্ষার্থী অনুপস্থিত রয়েছে। শতকরা অনুপস্থিতির হার ০.৮০ শতাংশ।