kalerkantho


ফেনীর উদিয়মান

ফুটবলার হাসান রাহিদ পানিতে ডুবে মারা গেছেন

ফেনী প্রতিনিধি   

১৩ আগস্ট, ২০১৭ ২১:৩৩ফুটবলার হাসান রাহিদ পানিতে ডুবে মারা গেছেন

ছবি : কালের কণ্ঠ

ফেনীর উদিয়মান ফুটবলার হাসান রাহিদ (১৯) পানিতে ডুবে মারা গেছে। আজ রবিবার সন্ধ্যা ৭টার দিকে ফেনীর ভাষা শহীদ সালাম স্টেডিয়ামের পাশে জেলা ক্রীড়া সংস্থার পুকুরে এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে। রাহিদ ফেনী জি এ একাডেমী উচ্চ বিদ্যালয়ের শিক্ষক গোলাম কিবরিয়া ছেলে। সে ফেনী সরকারী কলেজের দ্বিতীয় বর্ষের ছাত্র ছিল। 

প্রত্যক্ষদর্শীরা জানায়, রাহিদ ফেনী জেলা অনুর্ধ ১৬ ফুটবল দলের নিয়মিত খেলোয়াড় ছিল। আজ রবিবার বিকেলে সতীর্থ খেলোয়াড়দের সাথে প্রায় দুই ঘন্টা পর্যন্ত সালাম স্টেডিয়ামে চর্চা করে সে। এরপর অন্যদের সাথে পাশের পুকুরে গোসল করতে গিয়ে ডুবে যায়। আধঘন্টা পর তার নিথর দেহ ভেসে উঠে। সতীর্থ খেলোয়াড়রা তার দেহ উদ্ধার করে ফেনী সদর হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

এ ঘটনায় ফেনীর ক্রীড়াঙ্গণে শোকের ছায়া নেমে আসে। জেলা ক্রীড়া সংস্থার কর্মকর্তারা, জেলা ফুটবল এসোসিয়েশন ও জেলা ফুটবল খেলোয়াড় কল্যাণ সমিতি এ ঘটনায় গভীর শোক প্রকাশ করে।


মন্তব্য