kalerkantho


কলাপাড়ায় জাতির পিতার শাহাদাত বার্ষিকী পালিত

কলাপাড়া প্রতিনিধি    

১৩ আগস্ট, ২০১৭ ২২:২৯কলাপাড়ায় জাতির পিতার শাহাদাত বার্ষিকী পালিত

ছবি : কালের কণ্ঠ

খেপুপাড়া বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের উদ্যোগে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪২তম শাহাদাত বার্ষিকী পালিত হয়েছে। এ উপলক্ষে আজ রবিবার দুপুরে বিদ্যালয় মিলনায়তনে শোকসভা ও দোয়া মোনাজাত করা হয়। 

বিদ্যালয়ের প্রধান শিক্ষক আনোয়ার হেসেনের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন বিদ্যালয় ম্যানেজিং কমিটির সভাপতি ও কলাপাড়া উপজেলা মহিলা আওয়ামী লীগের সভাপতি, পটুয়াখালী জেলা পরিষদের সংরক্ষিত মহিলা সদস্য প্রীতি হায়দার রহমান। বিশেষ অতিথির বক্তব্য রাখেন, উপজেলা ভাইস চেয়ারম্যান বিলকিচ জাহান, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা শহীদ হোসেন, কলাপাড়া প্রেস ক্লাবের সভাপতি মেজবাহউদ্দিন মাননু, বালিকা মাধ্যমিক বিদ্যালয় পরিচালনা পরিষদের সদস্য ও পৌর কাউন্সিলর হুমায়ুন কবির। 

অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন শিক্ষক জাহানারা খান আসমা। শিক্ষার্থীদের মধ্যে বঙ্গবন্ধুর জীবনভিত্তিক বক্তৃতা, রচনা, স্ব-রচিত কবিতা আবৃতির প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। বিদ্যালয়ের শিক্ষার্থীরা এতে অংশ নেয়। বিজয়ী মধ্যে পুরস্কার বিতরণ করা হয়। পরে বঙ্গবন্ধুসহ ৭৫এর ১৫ আগস্ট নৃশংস হত্যাকান্ডে শহীদদের মাগফেরাত কামনায় বিশেষ দোয়া মোনাজাত অনুষ্ঠিত হয়।


মন্তব্য