kalerkantho


রোহিঙ্গাদের ওপর নির্যাতন বন্ধের দাবিতে ফরিদপুরে মানববন্ধন

নিজস্ব প্রতিবেদক, ফরিদপুর    

১৩ সেপ্টেম্বর, ২০১৭ ১৪:৩৮রোহিঙ্গাদের ওপর নির্যাতন বন্ধের দাবিতে ফরিদপুরে মানববন্ধন

মিয়ানমারে রোহিঙ্গাদের গণহত্যা, নারী ও শিশু ধর্ষণসহ অমানবিক নির্যাতন বন্ধের দাবিতে ফরিদপুরের চরভদ্রাসনে মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে। 

আজ বুধবার সকালে উপজেলা বাজার চত্বরে ব্যবসায়ীদের উদ্যোগে ঘণ্টাব্যাপী অনুষ্ঠিত এ মানববন্ধনে অংশ নেন ব্যবসায়ীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ। এ সময় অন্যদের মধ্যে বক্তব্য দেন হাফেজ নোমান মানসুর, মাওলানা আব্দুস সাত্তার, হাফেজ আব্দুল মান্নান, মুফতি আবদুস সবুর, মুফতি মো. জাকারিয়া, বাজার বনিক সমিতির সভাপতি মো. শহিদুল ইসলাম, মো. মোতালেব মোল্লা প্রমুখ।

বক্তারা মিয়ানমারে রোহিঙ্গাদের ওপর গণহত্যা, নারী ও শিশু ধর্ষণসহ অমানবিক নির্যাতন বন্ধে জাতিসংঘের হস্তক্ষেপ কামনা করেন। পরে রোহিঙ্গাদের মঙ্গল কামনায় দোয়া ও মোনাজাত করা হয়।

এছাড়া গতকাল সকালে ফরিদপুর প্রেসক্লাবের সামনের মুজিব সড়কে উৎস নামে একটি সামাজিক সংগঠন রোহিঙ্গা গণহত্যার প্রতিবাদে মানববন্ধন কর্মসূচি পালন করে।


মন্তব্য