kalerkantho


মাগুরায় বাসচাপায় হেলপার নিহত

কালের কণ্ঠ অনলাইন   

১৪ সেপ্টেম্বর, ২০১৭ ০৯:৫৪মাগুরায় বাসচাপায় হেলপার নিহত

মাগুরার শালিখা উপজেলার মাগুরা-যশোর সড়কের রামকান্তপুর এলাকায় বৃহস্পতিবার সকালে বাসের চাপায় ইসমাইল হোসেন (৩৫) নামে এক কাভার্ড ভ্যানের হেলপার নিহত হয়েছেন। তিনি যশোরের শার্শা উপজেলার কাগজপুকুর গ্রামের চান মিয়ার ছেলে।
 
শালিখা থানার এসআই ইদ্রিস হোসেন জানান, সকাল ৬টার দিকে ঢাকা থেকে যশোরগামী কাভার্ড ভ্যানটির একটি চাকা খারাপ হয়ে গেলে হেলপার ইসমাইল সেটি বদলের জন্য রাস্তার পাশে গাড়ি রেখে কাজ করছিল। হঠাৎ পেছন থেকে দ্রুতগামী এইচআর পরিবহনের একটি যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে ইসমাইল হোসেনকে চাপা দেয়।

এতে তিনি ঘটনাস্থলেই তিনি মারা যান। তার লাশ ময়নাতদন্তের জন্যে মাগুরা সদর হাসপাতালে পাঠানো হয়েছে। এ ব্যাপারে শালিখা থানায় একটি মামলা হয়েছে। ঘাতক বাসটিকে জব্দ করেছে পুলিশ। তবে চালক পালিয়ে গেছে।

 


মন্তব্য