kalerkantho


নওগাঁয় সড়ক দুর্ঘটনায় দুজন নিহত

নওগাঁ প্রতিনিধি   

২৩ সেপ্টেম্বর, ২০১৭ ১৪:০০নওগাঁয় সড়ক দুর্ঘটনায় দুজন নিহত

নওগাঁ শহরের বরুনকান্দি নামক স্থানে দ্রুতগামী বাস ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে ঘটনাস্থলে দুই মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। আজ শনিবার সকাল ১০টার দিকে ওই দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন নওগাঁ সদর উপজেলার শিবপুর গ্রামের শিক্ষানবিশ অ্যাডভোকেট সোহেল রানা ও যমুনা ব্যাংকের সিকিউরিটি গার্ড মাসুদ রানা। 

পুলিশ জানায়, আজ সকাল ১০টার দিকে শহর বাইপাস সড়কের বরুনকান্দি নামক স্থানে বিপরীতগামী বাস ও মোটরসাইকেলের মধ্যে সংঘর্ষের পর বাসটি মোটরসাইকেলসহ পার্শ্ববর্তী খাদে পড়ে যায়। এতে ঘটনাস্থলেই দুই মোটরসাইকেল আরোহী নিহত হন। দুর্ঘটনার পর পর এসপি ট্রাভেলস নামক বাসের চালক ও হেলপার আহত অবস্থায় ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। নওগাঁ সদর মডেল থানা পুলিশ ও ফায়ার সার্ভিসের পৃথক টিম ঘটনাস্থলে উদ্ধার অভিযান অব্যাহত রেখেছে।মন্তব্য