kalerkantho


সংসদ উপনেতার বহরের একটি গাড়িতে হামলা

নিজস্ব প্রতিবেদক, ফরিদপুর    

১৩ অক্টোবর, ২০১৭ ১৭:১৩



সংসদ উপনেতার বহরের একটি গাড়িতে হামলা

ফরিদপুরের নগরকান্দায় সংসদ উপনেতা সৈয়দা সাজেদা চৌধুরীর বহরের একটি গাড়িতে হামলার ঘটনা ঘটেছে। এ সময় সংসদ উপনেতার প্রটোকলে থাকা সহকারী পুলিশ সুপার এফ এম মহিউদ্দিনের গাড়ির গ্লাস ভাঙচুর করা হয়।

আজ শুক্রবার দুপুর আড়াইটার দিকে উপজেলার তালমা এলাকায় এ ঘটনা ঘটে।

নগরকান্দা থানার ওসি এ এফ এম নাসিম জানান, আজ দুপুরে সড়কপথে ঢাকা থেকে নিজ উপজেলা নগরকান্দায় ফিরছিলেন সংসদ উপনেতা সৈয়দা সাজেদা চৌধুরী। তার গাড়ির বহর নগরকান্দার তালমা এলাকায় পৌঁছালে স্থানীয় আওয়ামী লীগের কয়েকজন কর্মী ওই বহরের ওপর ইটপাটকেল ছোড়ে। এতে সহকারী পুলিশ সুপারের গাড়ির গ্লাস ভেঙে যায়। তবে অক্ষত রয়েছেন সংসদ উপনেতা।

ওসি বলেন, "এ সময় আমিসহ তিন পুলিশ সদস্য ইটের আঘাতে আহত হই। পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে শটগানের ১৩ রাউন্ড ফাঁকা গুলি ছুঁড়েছে। এ ঘটনায় জড়িত সন্দেহে তিনজনকে আটক করা হয়েছে। সংসদ উপনেতা অক্ষত ও নিরাপদে তার রসুলপুরের বাড়িতে পৌঁছেছেন।"


মন্তব্য