গাজীপুরের শ্রীপুরে ব্যবসায়ীসহ দুজন গুলিবিদ্ধ হয়েছেন। গতকাল রবিবার রাতে উপজেলার পল্লিবিদ্যুৎ এলাকার ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে এ ঘটনা ঘটে।
গুলিবিদ্ধরা হলেন নান্দিয়া সাঙ্গুইন এলাকার সিদ্দিকুর রহমানের ছেলে মো. রুবেল আহমেদ (৩০) ও তার ওয়ার্কশপ কর্মচারী মোহাম্মদ হাসনাইন (২৬)।
শ্রীপুর থানার এসআই জাহাঙ্গীর আলম জানান, শ্রীপুরের রঙ্গিলাবাজার এলাকার রুবেল ইঞ্জিনিয়ারিং নামের একটি ওয়ার্কশপ রয়েছে রুবেল আহমেদের। রাত ৯টার দিকে ওয়ার্কশপ বন্ধ করে কর্মচারী হাসনাইনকে নিয়ে মোটরসাইকেলে করে বাড়ি ফিরছিলেন তিনি। পথে পল্লিবিদ্যুৎ এলাকায় পৌঁছালে ঢাকাগামী একটি প্রাইভেট কার থেকে দুর্বৃত্তরা তাদের লক্ষ্য করে গুলি ছুড়ে পালিয়ে যায়।
গুলিবিদ্ধ অবস্থায় এলাকাবাসী রুবেল ও হাসনাইনকে উদ্ধার করে স্থানীয় আল হেরা হাসপাতালে নিয়ে যান। সেখান থেকে তাদেরকে ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়।
মন্তব্য
আলোচিত সংবাদ
ব্যাখ্যা ছাড়া সর্বসাধারণের পক্ষে কোরআন বোঝা সম্ভব নয়
আমাদের জাহিদ গুগলের ম্যানেজার
বিশ্বের যেসব দেশ ভ্রমণে ভিসা লাগে না...
সিগারেট তৈরির একটি মূল উপাদান ইঁদুরের বিষ্ঠা!
সারাদিন বিছানায় শুয়ে অন্যের রক্ত যোগাড় করেই দিন কাটে মিমের
সীমান্তে সেনা, অস্ত্রের মহড়া মিয়ানমারের