গফরগাঁওয়ে শুদ্ধ উচ্চারণে জাতীয় সংগীত প্রতিযোগীতা

গফরগাঁও (ময়মনসিংহ) প্রতিনিধি
গফরগাঁও (ময়মনসিংহ) প্রতিনিধি
শেয়ার
গফরগাঁওয়ে শুদ্ধ উচ্চারণে জাতীয় সংগীত প্রতিযোগীতা

ময়মনসিংহের গফরগাঁওয়ে উপজেলা পর্যায়ে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের অংশগ্রহণে শুদ্ধ উচ্চারণে জাতীয় সংগীত পরিবেশন প্রতিযোগীতা অনুষ্ঠিত হয়েছে।

আজ বুধবার সকালে উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসের দ্বিতীয় তলায় সম্মেলন কক্ষে এ প্রতিযোগীতা অনুষ্ঠিত হয়। এতে উপজেলার ২৩৯টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীরা অংশগ্রহণ করে।

এ সময় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা কাজী মাহবুব উর রহমান, ভারপ্রাপ্ত উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা হাফিজুল ইসলাম, সহকারি প্রাথমিক শিক্ষা কর্মকর্তা কুশন আহমেদ রনি, নাজমুল হুদা, শাহিনুল ইসলাম, মনিরুল আমিন, সবুজ মিয়া, প্রধান শিক্ষক অনিমা আক্তার, আবুল মুনসুর, সহকারী শিক্ষক ফাতেমা আক্তার প্রমুখ।

এ সময় অন্যদের মধ্যে বিভিন্ন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

মন্তব্য

সম্পর্কিত খবর

ছাত্রকে ধর্ষণচেষ্টার মামলায় শিক্ষক গ্রেপ্তার

কেরানীগঞ্জ (ঢাকা) প্রতিনিধি
কেরানীগঞ্জ (ঢাকা) প্রতিনিধি
শেয়ার
ছাত্রকে ধর্ষণচেষ্টার মামলায় শিক্ষক গ্রেপ্তার
অভিযুক্ত শিক্ষক মাহাদি হাসান। ছবি : কালের কণ্ঠ

ঢাকার কেরানীগঞ্জে ১১ বছরের মাদরাসা ছাত্রকে ধর্ষণচেষ্টার মামলায় মাদরাসার শিক্ষক মাহাদি হাসানকে (৩৫) গ্রেপ্তার করেছে দক্ষিণ কেরানীগঞ্জ থানা পুলিশ।

আজ সোমবার (১৭ মার্চ) সকালে দক্ষিণ কেরানীগঞ্জ থানাধীন হাসনাবাদ থেকে মাহাদিকে গ্রেপ্তার করা হয়। তিনি মাদারীপুরের চর মাগুরিয়া পাকদি বাস স্ট্যান্ড এলাকার আব্দুর রাজ্জাক হাওলাদার ছেলে। তিনি হাসনাবাদ হাউজিং এলাকায় ভাড়াবাসায় বসবাস করেন এবং ওই মাদরাসার পরিচালক।

আরো পড়ুন
নিষিদ্ধ ছাত্রলীগের ১৯ নেতাকর্মীকে বিভিন্ন মেয়াদে শাস্তি

নিষিদ্ধ ছাত্রলীগের ১৯ নেতাকর্মীকে বিভিন্ন মেয়াদে শাস্তি

 

মামলার বিবরণে জানা গেছে, যাত্রাবাড়ী এলাকার প্যাকেজিং ব্যবসায়ী তার ছেলেকে গত বছর হাসনাবাদ এলাকার একটি মাদরাসায় ভর্তি করেন। মাদরাসা পরিচালক মাহাদি ছেলেটিকে তার ইচ্ছার বিরুদ্ধে বেশ কয়েকবার ধর্ষণ করেন। এতে সে অসুস্থ হয়ে পড়লে পরিবারের লোকেরা তাকে মাদরাসা থেকে নিয়ে গিয়ে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের ওয়ান স্টপ ক্রাইসিস সেন্টার (ওসিসি) ভর্তি করেন। সেখানে চিকিৎসা শেষে থানায় অভিযোগ দায়ের করেন।

দক্ষিণ কেরানীগঞ্জ থানার ওসি মাজহারুল ইসলাম জানান, হাসপাতালের কাগজপত্র নিয়ে থানায় এসে ছেলেটির বাবার অভিযোগের প্রেক্ষিতে মামলা দায়ের করে মাহাদি হাসানকে গ্রেপ্তার করা হয়েছে।

মন্তব্য

পাবনায় অবৈধ ইটভাটা গুঁড়িয়ে দিল প্রশাসন

পাবনা প্রতিনিধি
পাবনা প্রতিনিধি
শেয়ার
পাবনায় অবৈধ ইটভাটা গুঁড়িয়ে দিল প্রশাসন
ছবি : কালের কণ্ঠ

পাবনায় পরিবেশ অধিদপ্তর ও জেলা প্রশাসন অভিযান চালিয়ে অনুমোদন না থাকায় একটি অবৈধ ইটভাটা গুঁড়িয়ে দিয়েছে। সোমবার (১৭ মার্চ) দুপুরে পাবনা সদর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) মুরাদ হোসেনের নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালত পাবনা সদর উপজেলার চর বলরামপুর এলাকায় এসআরবি ব্রিকস নামের ইটভাটায় অভিযান চালান।

ইট ভাটাটির অনুমোদন না থাকায় সেটি ভ্রাম্যমাণ আদালতের বিচারক পাবনা সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি)  মুরাদ হোসেনের নির্দেশে গুঁড়িয়ে দেওয়া হয়।

আরো পড়ুন
ভুল চিকিৎসায় তরুণের মৃত্যু : ৪ লাখ টাকায় রফাদফা, চুক্তিপত্র ভাইরাল

ভুল চিকিৎসায় তরুণের মৃত্যু : ৪ লাখ টাকায় রফাদফা, চুক্তিপত্র ভাইরাল

 

অভিযানের শুরুতে এলাকাবাসীর তোপের মুখে অভিযান পরিচালনা করতে বেগ পেতে হয়।

পরে অতিরিক্ত পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।  

অভিযানে পরিবেশ অধিদপ্তর পাবনার সহকারী পরিচালক আব্দুল গফুর, পুলিশ,র‌্যাব ও ফায়ার সার্ভিসের সদস্যরা উপস্থিত ছিলেন।

পরিবেশ অধিদপ্তর পাবনার সহকারী পরিচালক আব্দুল গফুর বলেন, ‘সারা দেশে ইটভাটার  বিরুদ্ধে অভিযান চলমান রয়েছে। তার পরিপ্রেক্ষিতে আমরা নিয়মিতই ইটভাটার বিরুদ্ধে অভিযান পরিচালনা করে আসছি।

আমাদের এই অভিযান চলমান থাকবে।’

মন্তব্য
খুলনা-সাতক্ষীরা

২০৫ কেজি হরিণের মাংস উদ্ধার

সাতক্ষীরা প্রতিনিধি
সাতক্ষীরা প্রতিনিধি
শেয়ার
২০৫ কেজি হরিণের মাংস উদ্ধার
সংগৃহীত ছবি

সাতক্ষীরার শ্যামনগর, কয়রাসহ পৃথক তিন স্থান থেকে ২০৫ কেজি হরিণের মাংস জব্দ করা হয়েছে।

রবিবার (১৬ মার্চ) রাতে অভিযান চালিয়ে মাংসের পাশাপাশি হরিণের দুটি মাথা ও চামড়া এবং ৮টি পা জব্দ করেছে কোস্ট গার্ড।

এ ছাড়া সুন্দরবন থেকে এই হরিণ শিকার করে মাংস বিক্রির অভিযোগে শ্যামনগরের সুন্দরবন বাজার এলাকা থেকে বাবু আলম (২৭) নামে এক ব্যক্তিকে আটক করেছেন কোস্ট গার্ড সদস্যরা। তিনি শ্যামনগর উপজেলার হরিনগর এলাকার বাসিন্দা।

কোস্ট গার্ড পশ্চিম জোনের অপারেশন কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার তারেক আহমেদ জানান, খুলনার কয়রার শেকবাড়িয়া নদীসংলগ্ন এলাকা, সাতক্ষীরা জেলার শ্যামনগরের সুন্দরবন বাজার ও মোংলার জয়মনিরগোল এলাকায় পৃথক ৩টি অভিযান পরিচালনা করে কোস্ট গার্ড।

জব্দকৃত মাংস ও আটককৃত ব্যক্তিকে আইনানুগ ব্যবস্থা নেওয়ার জন্য শ্যামনগর থানায় সোপর্দ করা হয়েছে বলে জানান অপারেশন কর্মকর্তা।

মন্তব্য

ভুল চিকিৎসায় তরুণের মৃত্যু : ৪ লাখ টাকায় রফাদফা, চুক্তিপত্র ভাইরাল

কুমিল্লা প্রতিনিধি
কুমিল্লা প্রতিনিধি
শেয়ার
ভুল চিকিৎসায় তরুণের মৃত্যু : ৪ লাখ টাকায় রফাদফা, চুক্তিপত্র ভাইরাল
সংগৃহীত ছবি

কুমিল্লা নগরীতে একটি বেসরকারি হাসপাতালে ভুল চিকিৎসায় ইমরান হোসেন (২১) নামের এক তরুণের মৃত্যুর অভিযোগ উঠেছে। বিষয়টি ধামাচাপা দেওয়ার জন্য রোগীর স্বজনদের চার লাখ টাকা দিয়ে রফাদফা করা হয়। এই রফাদফার চুক্তিপত্রের একটি কপি সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছে।

রবিবার (১৬ মার্চ) রাতে কুমিল্লা নগরীর নজরুল এভিনিউ এলাকায় ট্রমা সেন্টার হাসপাতালে এ ঘটনা ঘটে।

তবে হাসপাতাল কর্তৃপক্ষের দাবি, রোগীর চিকিৎসায় তাদের কোনো অবহেলা বা ভুল ছিল না।

ইমরান কুমিল্লা নগরীর দ্বিতীয় মুরাদপুর দক্ষিণপাড়া সর্দার বাড়ির প্রবাসী হুমায়ুন কবিরের ছেলে। তিনি পেশায় দরজির কাজ করতেন।

নিহতের স্বজন ও প্রত্যক্ষদর্শীদের সঙ্গে কথা বলে জানা গেছে, বুধবার চিকিৎসক ডা. মো. আতাউর রহমানের তত্ত্ববধানে ইমরানকে হাসপাতালের ভর্তি করা হয়।

এরপর পরীক্ষা-নিরীক্ষা শেষে শুক্রবার সকাল ১০টায় ইমরানের অস্ত্রোপচার শুরু হয়। চলে দুপুর পৌনে ২টা পর্যন্ত। ২৪ ঘণ্টা পর তার জ্ঞান ফিরলেও পরবর্তীতে তার শারীরিক অবস্থার অবনতি দেখা দেয়। পরে দ্রুত তাকে আইসিউতে নেওয়া হয়।
সেখানেই তার মৃত্যু হয়।

মৃত্যুর বিষয়টি রোগীর স্বজনদের অবগত করা হয়নি এমনকি বারবার চেষ্টা করেও রোগীর সঙ্গে দেখা করার সুযোগ দেয়নি হাসপাতাল কর্তৃপক্ষ। সর্বশেষ রবিবার বিকেলে জোরপূর্বক আইসিইউতে গিয়ে দেখা যায় রোগীর কোনো সাড়াশব্দ নেই। কর্মরত ব্যক্তিরা বলেন, রোগীকে লাইফ সাপোর্টে নিতে হবে। এরপর তারা লাইফ সাপোর্টে নিয়ে যান।

বিকেল পার হয়ে সন্ধ্যা হয়ে গেলেও হাসপাতাল কর্তৃপক্ষ রোগী মৃত্যুর বিষয়টি নিয়ে মুখ খুলেনি।

এদিকে মৃত্যুর খবরে হাসপাতালে জড় হতে থাকে বিক্ষুব্ধ এলাকাবাসী ও রোগীর স্বজনরা। ভাঙচুর করা হয় চেয়ারসহ অন্যান্য জিনিসপত্র। এক পর্যায়ে প্রতিষ্ঠানটির দুটি ভবনের বেশির ভাগ অংশের আলো নিভিয়ে দেওয়া হয়। হাসপাতাল থেকে সরে পড়েন ডা. মো. আতাউর রহমানসহ বেশির ভাগ চিকিৎসক ও দায়িত্বরত কর্মীরা। খবর পেয়ে প্রথমে পুলিশ এবং পরে সেনাবাহিনীর সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন।

বিচার চেয়ে ইমরানের চাচা জাকির হোসেন বলেন, 'ভাতিজার চিকিৎসার পেছনে তিন লাখ টাকার বেশি খরচ হয়েছে। আমাদের বলা হয়েছিল, অপারেশন খরচ ২৫ হাজার টাকা, কিন্তু শেষ পর্যন্ত নেওয়া হয়েছে ৮৫ হাজার টাকা। যখন ভর্তি করি তখন বলেছিল, ঢাকা থেকে বড় সার্জন এসে অপারেশন করবেন, কিন্তু তারা কুমিল্লার ডাক্তার দিয়ে অপারেশন করিয়েছে। তাদের ভুল চিকিৎসার কারণে আমার ভাতিজার মৃত্যু হয়েছে।'

বিচার চেয়ে ইমরানের মা নাজমা আক্তার বলেন, ‘আমার ভাল ছেলে হাসপাতালে গিয়েছে। ডাক্তার বলছেন, ছোট অপারেশন। আজ আমার ছেলেকে বাড়িতে মৃত আনা হয়েছে। ডাক্তার আমার ছেলেকে মেরে ফেলেছে।’

অভিযোগের বিষয়ে হাসপাতালের পরিচালক মোহাম্মদ ছফিউল্লাহ বলেন, ভুল চিকিৎসায় মৃত্যু, বিষয়টি সঠিক নয়। এই অভিযোগ সম্পূর্ণ ভিত্তিহীন। রোগীর বড় ধরনের সমস্যা ছিল। 

ভুল চিকিৎসায় মৃত্যু না হলে রোগীর স্বজনদের কেনো চার লাখ টাকা দেওয়া হয়েছে এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘মানবিক বিবেচনায় সবার উপস্থিতিতে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এর বেশি মন্তব্য করতে পারব না।’

কুমিল্লা ডেপুটি সিভিল সার্জন ডা. রেজা সরোয়ার বলেন, বিষয়টি নিয়ে পর্যবেক্ষণ চলছে। দ্রুত সময়ের মধ্যে এ ঘটনায় তিন সদস্য বিশিষ্ট তদন্ত কমিটি গঠন করা হবে।  

কুমিল্লা কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মহিনুল ইসলাম বলেন, পুলিশ ও সেনাবাহিনী ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এ ঘটনায় কোনো পক্ষই থানায় অভিযোগ দেননি। অভিযোগ পেলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

মন্তব্য

সর্বশেষ সংবাদ