মোবাইলে গৃহবধূর ছবি তুলে ব্ল্যাকমেইলের চেষ্টা, ডিজিটাল আইনে গ্রেপ্তার

শিবালয় (মানিকগঞ্জ) প্রতিনিধি
শিবালয় (মানিকগঞ্জ) প্রতিনিধি
শেয়ার
মোবাইলে গৃহবধূর ছবি তুলে ব্ল্যাকমেইলের চেষ্টা, ডিজিটাল আইনে গ্রেপ্তার

মানিগঞ্জের দৌলতপুর উপজেলায় প্রবাসীর স্ত্রীর আপত্তিকর ছবি মোবাইল ফোনে তুলে ব্ল্যাকমেইলের অভিযোগে বিপ্লব খান (৩৭) নামের এক ব্যক্তিকে আটক করেছে পুলিশ। আজ বুধবার তাকে ডিজিটাল নিরাপত্তা আইনে গ্রেপ্তার করে কোর্টে প্রেরণ করেছে দৌলতপুর থানা পুলিশ। বিপ্লব স্থানীয় বাজারের বৈশাখী বিউটি পার্লারের মালিক ও  উপজেলার দৌলতপুর সদর এলাকার মৃত জিল্লুর রহমানের ছেলে।

পুলিশ ও মামলা সূত্রে জানা গেছে, গৃহবধূর স্বামী সৌদি আরবে থাকায় তিনি দুই কন্যা সন্তানকে নিয়ে বাড়িতে বসবাস করে।

মেয়েকে নিজ বাড়িতে  প্রাইভেট মাস্টারে কাছে পড়াত। একই এলাকার বিপ্লবও তার মেয়েকে নিয়ে ওই বাড়িতে মাস্টারের কাছে পড়াতে নিয়ে যেত। এ সুবাধে প্রবাসীর স্ত্রীর সাথে প্রেমের সম্পর্কে জড়িয়ে বিভিন্ন সময়ে ফেসবুকের মেসেঞ্জারে বিভিন্ন ধরনের মেসেজ ও ছবি আদান করে। এর মধ্যে ওই গৃহবধূর স্বামী সাম্প্রতিক সময়ে দেশে আসার কথা শুনে বিপ্লবকে ছবিসহ মেসেজ ডিলিট করতে বলে।
কিন্তু বিপ্লব তার সাথে পরকীয়া সর্ম্পক না করলে ছবি স্বামীকে দেখাবে বলে হুমকি প্রদান করে। এমতাবস্থায় মঙ্গলবার বিকালে প্রবাসীর স্ত্রী দৌলতপুর থানায় ডিজিটাল নিরাপত্তা আইনে তার বিরুদ্ধে একটি মামলা করলে রাতেই থানা পুলিশ তাকে আটক করে। 

দৌলতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুনীল কুমার কর্মকার, মামলার সত্যতা নিশ্চিত করে কালের কণ্ঠকে বলেন, মোবইল ফোনে ছবি তুলে ওই গৃহবধূকে পরকীয়া সর্ম্পকে জড়ানোর চেষ্টার অভিয়োগে ভুক্তভোগী ওই নারী  থানায় ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা করলে বিপ্লবকে আটক করে কোর্টে প্রেরণ করা হয়েছে।

মন্তব্য

যুবদল ও বিএনপি নেতার মধ্যে কথা-কাটাকাটি, মারধর

কালিয়াকৈর (গাজীপুর) প্রতিনিধি
কালিয়াকৈর (গাজীপুর) প্রতিনিধি
শেয়ার
যুবদল ও বিএনপি নেতার মধ্যে কথা-কাটাকাটি, মারধর
সংগৃহীত ছবি

গাজীপুরের কালিয়াকৈরে কথা-কাটাকাটির জেরে কালিয়াকৈর পৌরসভার চার নম্বর ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল মামুন এবং পৌর যুবদলের যুগ্ম-আহ্বায়ক শাহাদাত হোসেন খানের মধ্যে মারধরের অভিযোগ পাওয়া গেছে। সোমবার (১৭ মার্চ) কালিয়াকৈর পৌরসভা কার্যালয়ের নিচে এ ঘটনা ঘটে। এ ঘটনার সিসি ক্যামেরার ভিডিও ফুটেজে ফেসবুকে ভাইরাল হয়েছে। 

পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, সোমবার কালিয়াকৈর পৌরসভা কার্যালয়ে কালিয়াকৈর হাটবাজার, মাছের আড়ৎ এবং টার্মিনাল ইজার দরপত্র জমা দেওয়ার কাজ চলছিল।

পৌরসভার কার্যালয়ের নিচে মামুন এবং শাহাদতের সাথে হাতাহাতি শুরু হয়। একপর্যায়ে মামুন শাহাদতের শার্টের কলার ধরে টানাটানি শুরু করে। এসময় উপস্থিত পুলিশ এগিয়ে গিয়ে দুইজনকে থামিয়ে পরিস্থিতি শান্ত করে। এ সংক্রান্ত একটি ভিডিও ফেসবুকে ছড়িয়ে পড়ে।

এ ব্যাপারে শাহাদাত হোসেন অভিযোগ করে বলেন, ‘আমি আমার একটি ট্রেড লাইসেন্সের ফি জমা দেওয়ার ব্যাপারে পৌরসভায় গেলে সেখানে দরপত্র জমা দেওয়ার কাজে ৪ নম্বর ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক মামুনের সাথে কথা-কাটাকাটি হয়। পরে মামুন ক্ষিপ্ত হয়ে আমার শার্টের কলার ধরে টেনে কিল-ঘুষি মারেন।

মামুন তার বিরুদ্ধে ওঠা অভিযোগ অস্বীকার করে বলেন, আমি কোনো টেন্ডার জমা দিতে যাইনি, বরং এলাকার ট্যাক্স সংক্রান্ত কাজে পৌরসভায় গিয়েছিলাম। শাহাদাত আমার নেতা হুমায়ুন কবির খান সম্পর্কে আপত্তিকর মন্তব্য করছিলেন।

আমি শুধু তাকে বলেছি, সত্য-মিথ্যা যাচাই করতে চাইলে চলেন নেতার কাছে নিয়ে যাই। এ কথা বলার পর তার সাথে কিছু কথা-কাটাকাটি ও ধাকাধাক্কি হয়। এটা আমার ব্যক্তিগত ঘটনার কারণে বাকবিতণ্ডা হয়েছে। এখানে দলীয় কোন বিষয় নেই। 

কালিয়াকৈর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রিয়াদ মাহমুদ বলেন, আমরা আগেই পৌরসভায় উপস্থিত ছিলাম।

সেখানে দুই পক্ষের মধ্যে তর্কাবিতর্ক হচ্ছিল। আমরা দ্রুত হস্তক্ষেপ করে তাদের আলাদা করে পরিস্থিতি নিয়ন্ত্রণে এনেছি। এখানে কোনো বড় ধরনের সংঘর্ষ বা টেন্ডার নিয়ে বিশৃঙ্খলার ঘটনা ঘটেনি। 

এ বিষয়ে কালিয়াকৈর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) কাউসার আহমেদ বলেন, আমি টেন্ডার ড্রপিং কার্যক্রমের সময় ঘটনাস্থলে ছিলাম। তবে সরাসরি কোনো ধস্তাধস্তি দেখিনি। পরে একটি ভিডিও দেখে জানতে পারি, সেখানে দুই পক্ষের মধ্যে উত্তেজনা তৈরি হয়েছিল। তবে টেন্ডার জমার প্রক্রিয়া স্বাভাবিকভাবেই সম্পন্ন হয়েছে। ঘটনাটি তদন্ত করে প্রকৃত সত্য বের করা হবে। 

মন্তব্য

অন্যায়কারীর জন্য বিএনপি কোনোভাবেই দায় নিবে না : ওয়াদুদ ভূইয়া

দীঘিনালা (খাগড়াছড়ি) প্রতিনিধি
দীঘিনালা (খাগড়াছড়ি) প্রতিনিধি
শেয়ার
অন্যায়কারীর জন্য বিএনপি কোনোভাবেই দায় নিবে না : ওয়াদুদ ভূইয়া
ছবি: কালের কণ্ঠ

বিএনপির কেন্দ্রীয় সহ-কর্মসংস্থান বিষয়ক সম্পাদক ও খাগড়াছড়ি জেলা বিএনপির সভাপতি ওয়াদুদ ভূইয়া বলেছেন, আমাদের নেতাকর্মীদের বিরুদ্ধে সুনির্দিষ্ট অভিযোগ পেলে আমরা ব্যবস্থা নেব। কোনো অন্যায়কারীর জন্য বিএনপি কোনোভাবেই দায় নিবে না। 

সোমবার (১৭ মার্চ) উপজেলা সদরের মেরুং ইউনিয়নের বেলছড়ি জামে মসজিদ মাঠে দীঘিনালা উপজেলা বিএনপি, অঙ্গ ও সহযোগী সংগঠনের আয়োজিত ইফতার মাহফিল অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

অনিয়ম, দুর্নীতি ও সাংগঠনিক শৃঙ্খলা ভঙ্গকারী নেতাকর্মীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার জন্য আইনশৃঙ্খলা বাহিনীর প্রতি আহ্বান জানান ওয়াদুদ ভূইয়া।

আরো পড়ুন
আত্মীয়-স্বজনের সঙ্গে ইফতার করলেন ব্যারিস্টার নজরুল ইসলাম

আত্মীয়-স্বজনের সঙ্গে ইফতার করলেন ব্যারিস্টার নজরুল ইসলাম

 

এ সময় তিনি বলেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে প্রত্যন্ত গ্রামে সাধারণ মানুষের সঙ্গে ইফতার করার জন্য আজকের আয়োজন। বিএনপি মানুষের জন্য কাজ করে, আগামী নির্বাচনে বিএনপিকে ভোট দিয়ে নির্বাচিত করলে মানুষের উন্নয়নে কাজ করা হবে। 

ইফতার মাহফিলে বক্তারা বিগত আওয়ামী লীগ সরকারের জুলুম নির্যাতনের কথা তুলে ধরেন। আগামী নির্বাচনে বিএনপিকে জয়ী করতে সকলকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করার আহ্বান জানান তারা।

 

দোয়া ও ইফতার মাহফিলে বেগম খালেদা জিয়ার রোগ মুক্তি ও তারেক রহমানের সুস্বাস্থ্য কামনা করা হয়।
এতে উপজেলা বিএনপির সভাপতি মো. সফিকুল ইসলাম। 

এতে আরো বক্তব্য রাখেন, জেলা বিএনপির সাধারণ সম্পাদক এমএন আফছার, যুগ্ম সম্পাদক মো. মোশাররফ হোসেন, অনিমেষ চাকমা রিংকু, সাংগঠনিক সম্পাদক আব্দুর বর রাজা ও উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মো. জয়নাল আবেদীন প্রমুখ। 
 

মন্তব্য

ধানক্ষেতে ইঁদুর মারার ফাঁদে বিদ্যুতায়িত হয়ে কৃষকের মৃত্যু

ঝালকাঠি প্রতিনিধি
ঝালকাঠি প্রতিনিধি
শেয়ার
ধানক্ষেতে ইঁদুর মারার ফাঁদে বিদ্যুতায়িত হয়ে কৃষকের মৃত্যু

ঝালকাঠির নলছিটিতে ধানক্ষেতে ইঁদুর মারার ফাঁদে বিদ্যুতায়িত হয়ে মো. জয়নাল হাওলাদার (৬০) নামের এক কৃষকের মৃত্যু হয়েছে। সোমবার (১৭ মার্চ) দুপুরে উপজেলার সুবিদপুর ইউনিয়নের পূর্ব গোদন্ডা গ্রামে এ দুর্ঘটনা ঘটে।

নিহত জয়নাল হাওলাদার ওই গ্রামের মৃত মেনাজ উদ্দিন হাওলাদারের ছেলে।

স্থানীয়রা জানায়, ইঁদুর মারার জন্য বাড়ির পেছনের ধানক্ষেতে বিদ্যুৎ সংযোগ দেন কৃষক জয়নাল হাওলাদার।

সোমবার সকালে সংযোগের সুইচ বন্ধ করতে ভুলে যান তিনি। পরে দুপুরে ধানক্ষেতে কাজ করতে গিয়ে অসাবধানতাবশত তিনি নিজেই বিদ্যুতায়িত হয়ে ঘটনাস্থলেই মৃত্যুবরণ করেন। 

নলছিটি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুস সালাম বলেন, ‘খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায়। তবে এ বিষয়ে কারো কোনো অভিযোগ না থাকায় মৃতদেহ দাফনের জন্য পরিবারের কাছে হস্তান্তর করা হয়।

মন্তব্য

গোয়েন্দা পরিচয়ে টাকা হাতিয়ে নিয়ে ইফতার করতে গিয়ে আটক

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম
নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম
শেয়ার
গোয়েন্দা পরিচয়ে টাকা হাতিয়ে নিয়ে ইফতার করতে গিয়ে আটক
প্রতীকী ছবি

চট্টগ্রামের পাঁচলাইশ থানা এলাকায় বিমানবাহিনীর গ্রুপ ক্যাপ্টেন ও একটি গোয়েন্দা সংস্থার কর্মকর্তা পরিচয় দিয়ে প্রতারণা করে টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগে চম্পক বড়ুয়া (৫৫) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল রবিবার (১৬ মার্চ) তাকে চট্টগ্রাম নগরীর একটি ডায়াগনস্টিক সেন্টার থেকে গ্রেপ্তার করা হয়েছে। এই ঘটনায় সোমবার (১৭ মার্চ) পপুলার ডায়াগনস্টিক লিমিটেডের ম্যানেজার ওয়ালী আশরাফ খান বাদী হয়ে মামলা করেছেন।

গ্রেপ্তার চম্পক বড়ুয়া রাঙ্গুনিয়া উপজেলার আলোকেন্দু বড়ুয়ার ছেলে।

তিনি বর্তমানে চান্দগাঁও থানার বহদ্দারহাট এলাকার ফরিদাপাড়া এলাকায় থাকেন।

মামলার এজাহার সূত্রে জানা গেছে, গত ১০ ফেব্রুয়ারি সন্ধ্যায় পপুলার ডায়াগনস্টিক সেন্টারের ম্যানেজার ও মামলার বাদী ওয়ালী আশরাফ খানের সঙ্গে চম্পক বড়ুয়ার পরিচয় হয়। সে সময় চম্পক নিজেকে বাংলাদেশ বিমানবাহিনীর গ্রুপ ক্যাপ্টেন বলে পরিচয় দেন এবং বর্তমানে প্রেষণে একটি গোয়েন্দা সংস্থায় কর্মরত আছে বলে জানান। পরিচয়ের সূত্রে চম্পকের সাথে বাদীর সুসম্পর্ক গড়ে ওঠে।

পরে ১৩ ফেব্রুয়ারি রাতে অপারেশনে যেতে জরুরি টাকা দরকার বলে বাদীর কাছ থেকে ১৮ হাজার টাকা নিয়ে যান চম্পক। পরে তা পরিশোধ করবে বলেও জানায়। একইভাবে আবারও অপারেশন, স্ত্রীর অসুস্থতাসহ নানা অজুহাতে গত ৬ মার্চ পর্যন্ত কয়েক দফায় আরো ৭২ হাজার টাকা নেন তিনি। গত ১২ মার্চ সন্ধ্যায় চম্পক বড়ুয়া কুশল বিনিময়ের জন্যে পপুলার ডায়াগনস্টিক সেন্টারের নিচতলায় যান।
এমন সময় এক ব্যক্তি চম্পককে দেখে আমাকে সতর্ক করে। এরপর মামলার বাদী চম্পকের বিষয়ে বিভিন্ন খোঁজখর নিয়ে দেখেন  চম্পক বড়ুয়া নামে গোয়েন্দা সংস্থায় কর্মরত কোনো কর্মকর্তা নেই। পরে রবিবার সন্ধ্যায় ডায়াগনস্টিক সেন্টারে অতিথি হিসেবে চম্পক বড়ুয়া ইফতারের দাওয়াত খেতে গেলে তাকে আটক করে পুলিশের নিকট সোপর্দ করা হয়। 

পাঁচলাইশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ সোলাইমান কালের কণ্ঠকে বলেন, ‘পপুলার ডায়াগনস্টিক সেন্টারের ম্যানেজারের কাছে গোয়েন্দা সংস্থার কর্মকর্তা পরিচয়ে দিয়ে অভিযানের কথা বলাসহ নানা অজুহাতে টাকা হাতিয়ে নেন। চম্পক একজন পেশাদার প্রতারক বলে আমরা জানতে পরেছি।

তার বিরুদ্ধে থানায় মামলা হয়েছে।’

মন্তব্য

সর্বশেষ সংবাদ