kalerkantho


বিমানবন্দরে অগ্নিকাণ্ডের ঘটনায় ৩ সদস্যের তদন্ত কমিটি

কালের কণ্ঠ অনলাইন   

১১ আগস্ট, ২০১৭ ১৭:০৮বিমানবন্দরে অগ্নিকাণ্ডের ঘটনায় ৩ সদস্যের তদন্ত কমিটি

বিমানবন্দরের মূল ভবনের তৃতীয় তলায় অগ্নিকাণ্ডের ঘটনায় তিন সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে।

ফায়ার সার্ভিসের পরিচালক (অপারেশন) মেজর শাকিল নেওয়াজ জানান, আগুন বিকেল ৩টা ০৫ মিনিটে পুরোপুরি নিয়ন্ত্রণে এসেছে। এ ঘটনার তদন্তে তিন সদস্যের কমিটি গঠন করা হয়েছে। কমিটিকে আগামী ৭ কার্যদিবসের মধ্যে প্রতিবেদন দিতে হবে।

এ ঘটনায় কোনো হতাহতের ঘটনা ঘটে নি এবং এতে বিমানবন্দরে বড় ধরনের কোনো ক্ষয়ক্ষতি হয়নি।মন্তব্য