kalerkantho


শহীদ মিনারে দ্বিজেন শর্মার মরদেহ, সর্বস্তরের শ্রদ্ধা নিবেদন

কালের কণ্ঠ অনলাইন   

১৭ সেপ্টেম্বর, ২০১৭ ১২:২৬শহীদ মিনারে দ্বিজেন শর্মার মরদেহ, সর্বস্তরের শ্রদ্ধা নিবেদন

রাজধানীর কেন্দ্রীয় শহীদ মিনারে নিসর্গবিদ দ্বিজেন শর্মার প্রতি শ্রদ্ধা জানাচ্ছেন সর্বস্তরের মানুষ। 

আজ রবিবার দুপুরে পৌনে ১২টার দিকে কেন্দ্রীয় শহীদ মিনারে দ্বিজেন শর্মার মরদেহ নেওয়া হয়। সেখানে আওয়ামী লীগের পক্ষ থেকে শ্রদ্ধা জানান বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ। এ ছাড়াও সম্মিলিত সাংস্কৃতিক জোটের ব্যবস্থাপনায় কেন্দ্রীয় শহীদ মিনারে দ্বিজেন শর্মার নাগরিক শ্রদ্ধানুষ্ঠান অনুষ্ঠিত হচ্ছে। এর আগে বেলা সোয়া ১১টার দিকে তার মরদেহ রাজধানীর স্কয়ার হাসপাতালের হিমঘর থেকে বাংলা একাডেমি প্রাঙ্গণে নেওয়া হয়।

পারিবারিক সূত্রে জানা গেছে, নিউমোনিয়ায় আক্রান্ত হওয়ায় গত ২৩ আগস্ট দ্বিজেন শর্মাকে বারডেমের আইসিইউতে ভর্তি করা হয়। পরে শারীরিক অবস্থার অবনতি হলে বুধবার রাতে সেখান থেকে তাকে রাজধানীর স্কয়ার হাসপাতালের আইসিইউতে নেওয়া হয়। শুক্রবার ভোরে সেখানে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিশ্বাস ত্যাগ করেন তিনি।মন্তব্য