রাজধানীর মহাখালী আইপিএস পুকুরপাড় থেকে এক মেয়ে নবজাতকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। ধারণা করা হচ্ছে, গতকাল রবিবার রাতে কেউ নবজাতকটির মরদেহ ওঐ স্থানে ফেলে রেখে গেছ। এখন পর্যন্ত মরদেহটির পরিচয় বের করতে পারেনি পুলিশ। আজ সোমবার সকাল ৮টার দিকে মরদেহটি উদ্ধার করা হয়। পরে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের মর্গে পাঠানো হয়।
বনানী থানার উপ-পরিদর্শক (এসআই) আব্দুল বাতেন বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, খবর পেয়ে সকালে মহাখালী আইপিএস পুকুর পাড় থেকে একটি মেয়ে নবজাতকের মরদেহ উদ্ধার করা হয়। নবজাতটির বয়স আনুমানিক দুইদিন। ধারণা করে হচ্ছে, মধ্যরাত থেকে সকালের মধ্যে কেউ নবজাতকটির মরদেহ ওই স্থানে ফেলে গেছে। বিস্তারিত তদন্ত করে দেখা হচ্ছে বলেও জানান তিনি।
মন্তব্য
আলোচিত সংবাদ
ব্যাখ্যা ছাড়া সর্বসাধারণের পক্ষে কোরআন বোঝা সম্ভব নয়
আমাদের জাহিদ গুগলের ম্যানেজার
বিশ্বের যেসব দেশ ভ্রমণে ভিসা লাগে না...
সিগারেট তৈরির একটি মূল উপাদান ইঁদুরের বিষ্ঠা!
সারাদিন বিছানায় শুয়ে অন্যের রক্ত যোগাড় করেই দিন কাটে মিমের
সীমান্তে সেনা, অস্ত্রের মহড়া মিয়ানমারের