ঢাকা, সোমবার ১৪ এপ্রিল ২০২৫
১ বৈশাখ ১৪৩২, ১৪ শাওয়াল ১৪৪৬

ঢাকা, সোমবার ১৪ এপ্রিল ২০২৫
১ বৈশাখ ১৪৩২, ১৪ শাওয়াল ১৪৪৬

ডেভিট ও ক্রেডিট কার্ডে পরিশোধ করা যাবে ট্রাফিক জরিমানা

কালের কণ্ঠ অনলাইন
কালের কণ্ঠ অনলাইন
শেয়ার
ডেভিট ও ক্রেডিট কার্ডে পরিশোধ করা যাবে ট্রাফিক জরিমানা

ট্রাফিক ই-প্রসিকিউশন এর জরিমানা পরিশোধ করতে যাওয়া লাগবে না ট্রাফিক অফিসে। প্রসিকিউশনের সময় ঘটনাস্থলেই ডেভিট ও ক্রেডিট কার্ডে নিরাপদ নেটওয়ার্কিংয়ে পরিশোধ করা যাবে জরিমানার টাকা। ভবিষ্যতে এমন সুবিধা দিতে গ্রামীণফোনের ভিপিএন (ভার্চুয়াল প্রাইভেট নেটওয়ার্ক) পদ্ধতির সাথে ডিএমপি’র ট্রাফিক বিভাগের ই-প্রসিকিউশন সিস্টেমকে সংযুক্ত করা হয়েছে।

এ সংক্রান্তে আজ ২৪ মার্চ সকাল ১০টায় ডিএমপি হেডকোয়ার্টার্সে ডিএমপি ও গ্রামীণফোনের মধ্যে ভিপিএন কানেকটিং এমওইউ (MOU) স্বাক্ষর হয়েছে।

ডিএমপি কমিশনার মোঃ আছাদুজ্জামান মিয়া বিপিএম (বার), পিপিএম এর উপস্থিতিতে উক্ত এমওইউতে স্বাক্ষর করেন ডিএমপি’র পক্ষ থেকে উপ-পুলিশ কমিশনার (সদর দপ্তর ও প্রশাসন) সুদীপ কুমার চক্রবর্তী বিপিএম ও গ্রামীণফোনের পক্ষ থেকে স্বাক্ষর করেন প্রতিষ্ঠানটির ডেপুটি ডিরেক্টর, হেড অব কর্পোরেট বিজনেজ মোঃ নাছার ইউসুফ।

নাগরিক সেবায় ডিজিটালাইজেশনের বিকল্প নেই উল্লেখ করে কমিশনার বলেন, দুর্নীতি ও অনিয়ম রোধ করে ভালো নাগরিক সেবা দেয়ার উদাহরণ ঢাকা মেট্রোপলিটন পুলিশে তৈরি হয়েছে। এটাকে অনুকরণ করে পুলিশের অন্যান্য ইউনিট নিজেদের ক্ষেত্রে প্রয়োগ করছে। যা একটি ভালো দিক।

ট্রাফিক POS মেশিনের মাধ্যমে প্রসিকিউশন যেমন সহজ ও স্বচ্ছ হচ্ছে, ঠিক সেই সাথে দুর্নীতিও কমেছে। সরকারের প্রতিটি বিভাগই ডিজিটালাইজ হয়েছে। সেক্ষেত্রে ডিএমপি অনেক এগিয়ে রয়েছে। ই-ট্রাফিক প্রসিকিউশনের পর জরিমানা পরিশোধ করে ট্রাফিক অফিস বা কুরিয়ার সার্ভিসের মাধ্যমে কাগজ পেতে জনসাধারণের বিড়ম্বনা পেতে হতো।
ভালো সেবা দিয়ে বিড়ম্বনা কমানোই আমাদের লক্ষ্য। এই বিড়ম্বনা রোধ করতে ডিএমপি’র ট্রাফিক বিভাগের POS মেশিনগুলো ভিপিএন এর নিরাপদ নেটওয়ার্কের আওতায় আনায় ভবিষ্যতে ডেভিট/ক্রেডিট কার্ড সুইফ করে জরিমানা পরিশোধ করা যাবে।

ট্রাফিকের জরিমানা আদায়ের বিষয়ে তিনি বলেন, বর্তমানে ট্রাফিক প্রসিকিউশনে জরিমানা অন দ্যা স্পট ইউক্যাশ সার্ভিসের মাধ্যমে পরিশোধ করা যাচ্ছে। বর্তমানে প্রায় সকলের বিকাশ একাউন্ট রয়েছে। ট্রাফিক জরিমানা অন দ্যা স্পট বিকাশের মাধ্যমে পরিশোধের জন্য বিকাশ কর্তৃপক্ষকে এর আওতায় আনা হবে।

ভবিষ্যতে ডেভিট/ক্রেডিট কার্ড সুইফ করে জরিমানা পরিশোধ করলে প্রায় ৭০ শতাংশ মানুষের জরিমানা প্রদান সহজ হবে। প্রয়োজন হবে না কোন কাগজ আটকে রাখার।

নাগরিক সেবা সহজতর করতে ভালো আইডিয়া ও সার্ভিস দিয়ে ঢাকা মেট্রোপলিটন পুলিশকে সহযোগিতা করার আহবান জানান ডিএমপি কমিশনার।

গ্রামীণফোনের ডিডি নাছার ইউসুফ বলেন, এই ভিপিএন পদ্ধতির ফলে জনভোগান্তি অনেক হ্রাস পাবে। ২০১৬ সাল থেকে ডিএমপি’র ট্রাফিক বিভাগের সাথে গ্রামীণফোন কাজ করছে। ইন্টারনেটের পরিবর্তে ইন্ট্রানেট সিস্টেমই এই ভিপিএন। সিকিউর কানেকশনের জন্য ভিপিএন জরুরি। ট্রাফিক প্রসিকিউশনে অনেকে অন দ্যা স্পট জরিমানা পরিশোধ করতে ইচ্ছুক থাকেন। সেক্ষেত্রে কার্ড সুইফ করে ভিপিএন এর মাধ্যমে নিরাপদে জরিমানা পরিশোধ করা যাবে। ডিএমপি’র ট্রাফিক বিভাগের ই-ট্রাফিক প্রসিকিউশনের ৩০০টি সিম ভিপিএন এর আওতায় আনা হয়েছে। ভবিষ্যতে জনকল্যাণে এরকম সিকিউরিটি সিস্টেমে গ্রামীণফোন কাজ করতে আগ্রহী বলে জানান তিনি।

এসময় ডিএমপি’র ও গ্রামীনফোনের ঊর্ধ্বতন কর্মরর্তাবৃন্দ উপস্থিত ছিলেন। - ডিএমপি নিউজ

মন্তব্য

ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে বাংলা নববর্ষ উদযাপন

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
শেয়ার
ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে বাংলা নববর্ষ উদযাপন
সংগৃহীত ছবি

ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে (ডিআরইউ) বর্ণিল আয়োজনে ও উৎসবমুখর পরিবেশে বাংলা নববর্ষ উদযাপিত হয়েছে। এ উপলক্ষে ডিআরইউ প্রাঙ্গণ ব্যানার-ফেস্টুন দিয়ে সুসজ্জিত করা হয়।

আজ সোমবার (১৪ এপ্রিল) পহেলা বৈশাখ উপলক্ষে সকাল ৯টা থেকে ডিআরইউ প্রাঙ্গণে সদস্যদের মাঝে মুড়ি-মোয়া, নকুলদানা, মুড়কি, মুড়ালি, কদমা ও বাতাসা পরিবেশন করা হয়। সকাল ১০টা থেকে বিকেল ৪টা পর্যন্ত সংগীত পরিবেশন করেন ডিআরইউ সদস্য, সন্তান ও অতিথি সংগীতশিল্পীরা।

দুপুরে ডিআরইউ ক্যান্টিনে সাদা ভাত, ডিম, মুরগি/মাছ, বেগুন ভাজি, শুঁটকি ভর্তা, সবজি ও আম-ডাল পরিবেশন করা হয়।

আরো পড়ুন
নববর্ষে কুমিল্লায় শতবর্ষী মাছের মেলায় ক্রেতাদের উপচে পড়া ভিড়

নববর্ষে কুমিল্লায় শতবর্ষী মাছের মেলায় ক্রেতাদের উপচে পড়া ভিড়

 

ডিআরইউ সভাপতি আবু সালেহ আকনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মাইনুল হাসান সোহেলের সঞ্চালনায় দিনভর অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ডিনারইউয়ের সাবেক সভাপতি সাখাওয়াত হোসেন বাদশা, ইলিয়াস হোসেন, রফিকুল ইসলাম আজাদ, সাবেক সাধারণ সম্পাদক মোতাহার হোসেন মাসুম, মনির হোসেন লিটন, রাজু আহমেদ, কবির আহমেদ খান, মশিউর রহমান খান, সহসভাপতি গাজী আনোয়ার, যুগ্ম সম্পাদক নাদিয়া শারমিন, অর্থ সম্পাদক সাখাওয়াত হোসেন সুমন, সাংগঠনিক সম্পাদক আবদুল হাই তুহিন, অর্থ সম্পাদক সাখাওয়াত হোসেন সুমন, দপ্তর সম্পাদক রফিক রাফি, নারীবিষয়ক সম্পাদক রোজিনা রোজী, প্রচার ও প্রকাশনা সম্পাদক মিজান চৌধুরী, তথ্য-প্রযুক্তি ও প্রশিক্ষণ সম্পাদক মো. বোরহান উদ্দীন, ক্রীড়া সম্পাদক মো. মজিবুর রহমান, আপ্যায়ন সম্পাদক মোহাম্মদ ছলিম উল্লাহ (মেজবাহ), কার্যনির্বাহী সদস্য মো. জুনায়েদ হোসাইন (জুনায়েদ শিশির), আকতারুজ্জমান, আমিনুল হক ভূঁইয়া, মো. ফারুক আলম, সুমন চৌধুরী ও মো. সলিম উল্ল্যা।

অনুষ্ঠানে গান পরিবেশন করেন বাউলশিল্পী লাভলী শেখ, ফারজানা ইভা, রেখা সুফিয়ানা, ডিআরইউ সদস্য রেজা করিম, ইসারফ হোসেন ইসা, বিপ্লব বিশ্বাস, সদস্য সন্তান নাবিদ রহমান তূর্য, নওশীন তাবাসসুম তৃণা, আরিশা আরিয়ানা, সানদিহা জাহান দিবা, মুয়ান্তিকা রহমান সানাইয়া, মায়াবী রায়, অনুদীপ রায়, শ্রদ্ধা রায় প্রমুখ।

প্রাসঙ্গিক
মন্তব্য

আকাশে আবু সাঈদ-মুগ্ধকে দেখে স্তব্ধ লক্ষাধিক মানুষ

অনলাইন ডেস্ক
অনলাইন ডেস্ক
শেয়ার
আকাশে আবু সাঈদ-মুগ্ধকে দেখে স্তব্ধ লক্ষাধিক মানুষ
সংগৃহীত ছবি

‘নতুন বছর, নতুন বাংলাদেশ’ থিমে এবারের বাংলা নববর্ষ উদযাপনে রাজধানীর মানিক মিয়া এভিনিউতে হয়ে গেল বর্ণাঢ্য ‘ড্রোন শো’।

সোমবার (১৪ এপ্রিল) সন্ধ্যায় ঢাকায় চীনা দূতাবাসের কারিগরি সহায়তায় ও বাংলাদেশ সরকারের সহযোগিতায় এই ড্রোন শোর আয়োজন করা হয়।

সন্ধ্যা ৭টায় শুরু হয় এ ড্রোন শোতে ১৯৭১ থেকে ২০২৪ সাল পর্যন্ত সময়কালকে তুলে ধরা হয় বিভিন্ন প্রতিকৃতির মাধ্যমে। দেখানো হয় ‘২৪-এর বীর’, পায়রার খাঁচা ভাঙা থিম, ফিলিস্তিনের জন্য প্রার্থনা এবং বাংলাদেশ-চীন বন্ধুত্বের শুভেচ্ছা বার্তা।

উপস্থিত লক্ষাধিক জনতা মুগ্ধ হয়ে দেখেছেন বুক চিতিয়ে দাঁড়ানো আবু সাঈদ, পানির বোতল হাতে শহীদ মুগ্ধকে। এ ছাড়া আন্দোলনকারী শিক্ষার্থীদের উদ্দেশে রিকশায় দাঁড়িয়ে সালাম, জুলাই আন্দোলনের প্রসঙ্গ ও গণ-অভ্যুত্থান থেকে শুরু করে শেখ হাসিনার পতনের দাবিতে সাম্প্রতিক ছাত্র-জনতার প্রতিবাদও শোতে স্থান পেয়েছে প্রতীকীভাবে।

এর আগে এদিন বিকেল ৩টা থেকে শুরু হয় বাংলাদেশ শিল্পকলা একাডেমির আয়োজনে বর্ণাঢ্য কনসার্ট। কনসার্টকে কেন্দ্র করে মানিক মিয়া এভিনিউতে তরুণ-তরুণীসহ নানা বয়সের মানুষের উপচে পড়া ভিড় লক্ষ করা গেছে।

তারা গানের সঙ্গে তাল মিলিয়ে নেচে-গেয়ে আনন্দ উদযাপন করছে।

কনসার্ট ঘিরে মানিক মিয়া এভিনিউ পরিণত হয় মানুষের মিলনমেলায়। তরুণ-তরুণীসহ নানা বয়সের মানুষ গানে-নাচে মেতে ওঠে বৈশাখী উৎসবে। বিকেল গড়াতেই উপচে পড়া ভিড়ে জমে ওঠে পুরো এলাকা।

মন্তব্য

পহেলা বৈশাখে বসুন্ধরা সিটিতে ফ্ল্যাশ মব

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
শেয়ার
পহেলা বৈশাখে বসুন্ধরা সিটিতে ফ্ল্যাশ মব
ছবি : কালের কণ্ঠ

বছর ঘুরে আবারও এলো বাঙালির প্রাণের উৎসব বাংলা নববর্ষ। এই উৎসব বাঙালি ঐতিহ্য, সংস্কৃতি ও সম্প্রীতির এক অপূর্ব মিলনমেলার প্রতিচ্ছবি। বাংলা নববর্ষকে বরণ করতে ঐতিহ্যবাহী ঢাক-ঢোলের সমন্বয়ে পহেলা বৈশাখে সোমবার (১৪ এপ্রিল) বিকেল সাড়ে ৫টায় ফ্ল্যাশ মব আয়োজন করা হয় ঢাকার বসুন্ধরা সিটি শপিং মলে। 

গত রবিবার শুরু হওয়া সপ্তাহব্যাপী বৈশাখী মেলার দ্বিতীয় দিনে শিশু-কিশোরসহ সব বয়সের দর্শনার্থীদের আকর্ষণ করতেই এই ফ্ল্যাশমব, ঢাক-ঢোলের, বায়োস্কোপ, হাওয়াই মিঠাইয়ের আয়োজন।

মেলা চলবে ১৩ এপ্রিল থেকে ২১ এপ্রিল পর্যন্ত।

আরো পড়ুন
৩০ মাসে ২৫ বার সন্তান প্রসব কৃষ্ণার, ঘটনার নেপথ্যে কী!

৩০ মাসে ২৫ বার সন্তান প্রসব কৃষ্ণার, ঘটনার নেপথ্যে কী!

 

মেলায় থাকছে

বায়োস্কোপ, হাওয়াই মিঠাই, চুড়ির মেলা, ফুল, দেশি-বিদেশি ফ্যাশন ব্র্যান্ড  বিটু, ইনফিনিটি মেগা মল, শিশু পরিবহন, লাইভ শপিং, ভোগ বাই প্রিন্স এবং স্প্লাশ। এ ছাড়া বৈশাখী ঐতিহ্যের সাথে সামঞ্জস্য রেখে এই প্রথমবার বিভিন্ন ধরনের দেশীয় খাবারের আয়োজন করা হয়েছে। লেভেল-৮-এর চড়ুই ভাতির আড্ডা, পিঠাপুলির আসর ও শরবতের হাঁড়ি ফুড স্টলে পাওয়া যাবে বাংলার ঐতিহ্যবাহী খাবার পান্তা-ইলিশ, ইলিশ-পোলাও, ইলিশ খিচুড়ি, রূপচাঁদা ফ্রাই, বগুড়ার দই, চার রকমের ভর্তা, ডাবের পুডিং, চার প্রকার পিঠা—পাটিসাপ্টা, নলডা, মালমোয়া, নিমকি, চিনি ও গুড়ের মুড়ালি, কদমা/তিলা, চিনির হাতি ঘোড়া, মুড়ির মোয়া, নাড়ু, জুস, কুষ্টিয়ার কুলফি, হাওয়াই মিঠাই, ঢোল ও ঢুলির।

শত বছরের ঐতিহ্যবাহী এই উৎসবকে সবার মাঝে তুলে ধরার প্রয়াসে বর্ণিল বৈশাখী মেলা ও উৎসব আয়োজন করেছে বসুন্ধরা সিটি শপিং মল।

কেনাকাটা, থিম পার্কে সময় কাটানো কিংবা মুভি দেখার পাশাপাশি চলবে বৈশাখী উৎসবের বর্ণিল আয়োজন। এর মাধ্যমে আধুনিকতার সঙ্গে বাঙালি ঐতিহ্যের অভূতপূর্ব মেলবন্ধ ঘটবে বলে আশা প্রকাশ করছেন আয়োজকরা।

মন্তব্য

মানিক মিয়ায় নববর্ষ কনসার্ট, আছে ‘ড্রোন শো’

অনলাইন ডেস্ক
অনলাইন ডেস্ক
শেয়ার
মানিক মিয়ায় নববর্ষ কনসার্ট, আছে ‘ড্রোন শো’
সংগৃহীত ছবি

বাংলা নববর্ষ ১৪৩২ উদযাপন উপলক্ষে রাজধানীর মানিক মিয়া এভিনিউতে চলছে বর্ণাঢ্য কনসার্ট। সোমবার পহেলা বৈশাখ বিকেল ৩টা থেকে শুরু হওয়া এ কনসার্টে রয়েছে সংগীত পরিবেশন, সাংস্কৃতিক অনুষ্ঠান ও ড্রোন শো।

কনসার্টকে কেন্দ্র করে মানিক মিয়া এভিনিউতে তরুণ-তরুণীসহ নানা বয়সের মানুষের উপচে পড়া ভিড় সৃষ্টি হয়েছে। তারা গানের সঙ্গে তাল মিলিয়ে নেচে-গেয়ে আনন্দ উৎযাপন করছে।

কনসার্ট ঘিরে মানিক মিয়া এভিনিউ পরিণত হয় মানুষের মিলনমেলায়। তরুণ-তরুণীসহ নানা বয়সের মানুষ গানে-নাচে মেতে ওঠে বৈশাখী উৎসবে।

সন্ধ্যায় কনসার্ট শেষে শুরু হয় ‘ড্রোন শো’। ঢাকায় চীনা দূতাবাসের কারিগরি সহায়তায় এবং বাংলাদেশ সরকারের সহযোগিতায় এই ড্রোন শো আয়োজন করা হয়েছে।

এটি চীন-বাংলাদেশ বন্ধুত্বের নিদর্শন হিসেবে বিবেচিত হবে।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত রয়েছেন সংস্কৃতিবিষয়ক উপদেষ্টা মোস্তফা সরয়ার ফারুকী, বিশেষ অতিথি হিসেবে বাংলাদেশে নিযুক্ত চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েন। এ ছাড়া উপস্থিত রয়েছেন বিভিন্ন দেশের রাষ্ট্রদূত ও কূটনৈতিক প্রতিনিধি, সংস্কৃতিসচিব মো. মফিদুর রহমান, শিল্পকলা একাডেমির সচিব ও মহাপরিচালক (দায়িত্বপ্রাপ্ত) মোহাম্মদ ওয়ারেছ হোসেনসহ সরকারি ও বেসরকারি দপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তারা।

মন্তব্য

সর্বশেষ সংবাদ