ঢাকা, রবিবার ০৬ এপ্রিল ২০২৫
২৩ চৈত্র ১৪৩১, ০৬ শাওয়াল ১৪৪৬

ঢাকা, রবিবার ০৬ এপ্রিল ২০২৫
২৩ চৈত্র ১৪৩১, ০৬ শাওয়াল ১৪৪৬

এফ আর টাওয়ারে নিহতের সংখ্যা বেড়ে ২৫

কালের কণ্ঠ অনলাইন
কালের কণ্ঠ অনলাইন
শেয়ার
এফ আর টাওয়ারে নিহতের সংখ্যা বেড়ে ২৫
ফাইল ফটো

বনানীর এফ আর টাওয়ারে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায় এ পর্যন্ত ২৫ জনের মৃত্যু হয়েছে বলে জানিয়েছেন ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) গুলশান বিভাগের উপ-কমিশনার (ডিসি) মোস্তাক আহমেদ। ফায়ার সার্ভিস এখনও ভবনটিতে উদ্ধারকাজ করছে।

আজ শুক্রবার সকালে ক্ষতিগ্রস্ত ভবনটির সামনে সাংবাদিকদের তিনি এ তথ্য জানান।

ডিসি মোস্তাক আহমেদ বলেন, ‘এখন পর্যন্ত এ ঘটনায় ২৫ জনের লাশ উদ্ধার করা হয়েছে।

সবার লাশ শনাক্ত করা হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে ২৪ জনের লাশ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে। বাকি একজনের লাশ ঢাকা মেডিকেলে আছে।’

উদ্ধারকৃতদের মধ্যে ২৪ জনের লাশ ইতোমধ্যে তাদের আত্মীয়-স্বজনের কাছে হস্তান্তর করা হয়েছে।

জটিলতার কারণে একটি লাশ এখনও হস্তান্তর করা হয়নি।

এ বিষয়ে ডিসি মোস্তাক বলেন, ফায়ার সার্ভিস এখনও উদ্ধারকাজ করছে। ভবনের বিভিন্ন ফ্লোরে গুরুত্বপূর্ণ জিনিস থাকায় সময় লাগছে। ঘণ্টাখানেক পর তারা পুলিশের কাছে ভবনটি হস্তান্তর করবে।

উদ্ধারের সব প্রক্রিয়া শেষে ভবনটিতে অগ্নিকাণ্ডে অভিযুক্তদের শনাক্ত করে তাদের বিরুদ্ধে আইনি প্রক্রিয়ায় প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে বলেও জানান ডিসি।

মন্তব্য

সম্পর্কিত খবর

শাহবাগের আগুন নিয়ন্ত্রণে, দগ্ধ ও আহত ৫ জন ঢামেকের বার্ন ইউনিটে

অনলাইন ডেস্ক
অনলাইন ডেস্ক
শেয়ার
শাহবাগের আগুন নিয়ন্ত্রণে, দগ্ধ ও আহত ৫ জন ঢামেকের বার্ন ইউনিটে
ছবি: কালের কণ্ঠ

রাজধানীর শাহবাগে ফুলের দোকানে লাগা আগুনে গ্যাসের বেলুন বিস্ফোরণে তিনজন দগ্ধ ও দুজন আহত হয়েছেন। তাদের ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালের বার্ন ইউনিটে চিকিৎসা দেওয়া হচ্ছে।

দগ্ধরা হলেন- মো. রিয়াজুল (৫৫), শাওন (২৫) ও মো. ফয়েজ (৩০)। আহত দুজন হলেন- মো. শামীম (৪৫) ও মো. কালু (৩৫)।

এর আগে শনিবার (৫ এপ্রিল) রাত পৌনে ১০টার দিকে শাহবাগে ফুলের দোকানে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। পরে দগ্ধ ও আহতদের উদ্ধার করে রাত সাড়ে ১১টার দিকে ঢামেক হাসপাতালে নেওয়া হয়।

ফায়ার সার্ভিস জানায়, রাত ৯টা ৫৩ মিনিটের দিকে শাহবাগে ফুলের দোকানে অগ্নিকাণ্ডের খবর পায় ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স। খবর পেয়ে সঙ্গে সঙ্গে পলাশী ও সিদ্দিক বাজার ফায়ার স্টেশন থেকে ৫টি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে।

রাত ১০টা ৫৫ মিনিটের দিকে আগুন নিয়ন্ত্রণে আসে।

প্রত্যক্ষদর্শীরা জানান, শাহবাগ ফুলের দোকানগুলোর পাশে একটি টিনশেড ঘরে সিলিন্ডার থেকে গ্যাস ভরে বেলুন বিক্রি করা হয়। রাতে ওই পাঁচজন সিলিন্ডার থেকে বেলুনে গ্যাস ভরছিলেন। তখন হঠাৎ আগুন ধরে গেলে তারা দগ্ধ ও আহত হন।

আহত শামীম বলেন, শাহবাগে ফজর আলী বেলুন হাউজে গ্যাস বেলুন বিস্ফোরণ হয়ে তিনজন দগ্ধ হয়। আমরা দুজন হালকা আহত হই। পরে নিজেরাই রিকশা নিয়ে হাসপাতালে চলে আসি।

ঢামেক হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. ফারুক বিষয়টি নিশ্চিত করে জানান, শাহবাগ থেকে গ্যাসের বেলুন বিস্ফোরিত হয়ে আহত পাঁচজন ঢাকা মেডিক্যালের বার্নে এসেছেন। তাদের মধ্যে রিয়াজুল ১০ শতাংশ, শাওন ১৬ শতাংশ ও ফয়েজের শরীরের ১৪ শতাংশ দগ্ধ হয়েছে।

শামীম ও কালু সামান্য আহত হয়েছেন। কর্তব্যরত চিকিৎসক জানিয়েছেন, দগ্ধদের মধ্যে দুজনকে ভর্তি নেওয়া হবে। অন্যদের পর্যবেক্ষণে রাখা হয়েছে।

মন্তব্য

শাহবাগে ফুলের দোকানের আগুন নিয়ন্ত্রণে

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
শেয়ার
শাহবাগে ফুলের দোকানের আগুন নিয়ন্ত্রণে
ছবি: কালের কণ্ঠ

রাজধানীর শাহবাগে টিনশেড ফুলের দোকানে আগুন নিয়ন্ত্রণে এসেছে। প্রায় দেড় ঘণ্টা পর ফায়ার সার্ভিসের ৫টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে আনে।

শনিবার (৫ এপ্রিল) রাত ৯টা ৫৩ মিনিটে আগুনের সংবাদ পায় ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তর। পরে ফায়ার সার্ভিসের সদস্যরা ১১টা ২০ মিনিটে আগুন নির্বাপনে সক্ষম হন।

অধিদপ্তরের মিডিয়া শাখার স্টেশন অফিসার তালহা বিন জসিম কালের কণ্ঠকে জানান, আগুন লাগার সংবাদ পেয়ে দ্রুত সেখানে ৫টি ইউনিট পাঠানো হয়েছে। পলাশী ও সিদ্দিক বাজার ফায়ার স্টেশনের ৫টি ইউনিট সেখানে আগুন নিয়ন্ত্রণে কাজ করে। ওই ইউনিট সদস্যদের প্রচেষ্টায় রাত ১০টা ৫৫ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আসে। পরে ১১টা ২০ মিনিটে পুরোপুরি আগুন নির্বাপনে সক্ষম হন তারা।

তিনি জানান, প্রাথমিকভাবে আগুন লাগার কারণ ও হতাহতের সংবাদ পাওয়া যায়নি। আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে আসার পর ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যাবে।

মন্তব্য

শাহবাগে ফুলের দোকানে আগুন, নিয়ন্ত্রণে ৫ ইউনিট

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
শেয়ার
শাহবাগে ফুলের দোকানে আগুন, নিয়ন্ত্রণে ৫ ইউনিট
ছবি: কালের কণ্ঠ

রাজধানীর শাহবাগে টিনশেড ফুলের দোকানে আগুন লেগেছে। আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের ৫টি ইউনিট।

শনিবার (৫ এপ্রিল) রাত ৯টা ৫৩ মিনিটে আগুনের সংবাদ পায় ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তর। অধিদপ্তরের মিডিয়া শাখার স্টেশন অফিসার তালহা বিন জসিম এ তথ্য নিশ্চিত করেন।

তালহা বিন জসিম কালের কণ্ঠকে বলেন, খবর পেয়ে সেখানে ফায়ার সার্ভিসের মোট ৫টি ইউনিট পাঠানো হয়েছে। পলাশী ও সিদ্দিক বাজার ফায়ার স্টেশনের ওই ৫টি ইউনিট সেখানে আগুন নিয়ন্ত্রণের কাজ করছে।

তিনি জানান, প্রাথমিকভাবে আগুন লাগার কারণ ও হতাহতের সংবাদ পাওয়া যায়নি। আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে আসার পর ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যাবে।

মন্তব্য

ঢাকার রাস্তায় ‘ট্র্যাপার’ বসাচ্ছে পুলিশ

অনলাইন ডেস্ক
অনলাইন ডেস্ক
শেয়ার
ঢাকার রাস্তায় ‘ট্র্যাপার’ বসাচ্ছে পুলিশ
সংগৃহীত ছবি

রাজধানীর সড়কগুলোতে রিকশা চলাচল নিয়ন্ত্রণে নতুন উদ্যোগ নিয়েছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)। এ লক্ষ্যে  নির্দিষ্ট সড়কের প্রবেশপথে বসানো হচ্ছে বিশেষ যন্ত্র ‘রিকশা ট্র্যাপার’। এই ট্র্যাপার এমনভাবে তৈরি যে রিকশা এর ওপর দিয়ে যেতে চাইলে চাকা লোহার খাঁজে আটকে যাবে, ফলে রিকশার আগানো সম্ভব হবে না।

পরীক্ষামূলকভাবে প্রথম এই ট্র্যাপার বসানো হয়েছে রাজধানীর রমনা থানার সামনে শহীদ ক্যাপ্টেন মনসুর আলী সরণি এলাকায়।

ডিএমপির ট্রাফিক বিভাগ জানিয়েছে, প্রাথমিক পর্যায়ে এটি সফল হলে পর্যায়ক্রমে ঢাকার অন্যান্য গুরুত্বপূর্ণ সড়কেও এ ব্যবস্থা চালু করা হবে।

আরো পড়ুন
শুল্ক ইস্যুতে যুক্তরাষ্ট্রের সঙ্গে সরাসরি যোগাযোগ করবেন প্রধান উপদেষ্টা : বাণিজ্য উপদেষ্টা

শুল্ক ইস্যুতে যুক্তরাষ্ট্রের সঙ্গে সরাসরি যোগাযোগ করবেন প্রধান উপদেষ্টা : বাণিজ্য উপদেষ্টা

 

এ বিষয়ে ডিএমপির (ট্রাফিক) রমনা বিভাগের উপকমিশনার মোস্তাফিজুর রহমান বলেন, ঢাকার সড়কে রিকশা চলাচল সীমিত করার অংশ হিসেবে রিকশা ট্র্যাপার বসানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আপাতত পরীক্ষামূলকভাবে স্থাপন করা হচ্ছে। এর কার্যকারিতা পর্যবেক্ষণ করে পরবর্তীতে সিদ্ধান্ত নেওয়া হবে।

আরো পড়ুন
পিরিয়ডের কারণে নবরাত্রি পালন করতে না পেরে নারীর আত্মহনন

পিরিয়ডের কারণে নবরাত্রি পালন করতে না পেরে নারীর আত্মহনন

 

বর্তমানে রমনা থানার সামনে সড়কের দুই পাশে পুলিশ সদস্যরা রিকশা ট্র্যাপার বসানোর কাজ করছেন। এর ফলে পুরাতন এলিফ্যান্ট রোড থেকে শহীদ ক্যাপ্টেন মনসুর আলী সরণিতে আর কোনো রিকশা প্রবেশ করতে পারবে না। একইভাবে, পরিবাগ থেকে ইস্কাটন গার্ডেন হয়ে ওই সড়ক দিয়ে রিকশার চলাচল পুরোপুরি বন্ধ হয়ে যাবে।

মন্তব্য

সর্বশেষ সংবাদ