পাবনার বেড়া উপজেলার রুপপুর ইউনিয়ন পরিষদের এক নারী সদস্যকে পাঁচ দিনের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। আজ সোমবার বেড়া উপজেলার পাইকন্দ সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্র এ ঘটনা ঘটে।
দণ্ডিত ওই নারী সদস্যের নাম সুলতানা রহমান। ভোটকেন্দ্রে ভোটারদের প্রভাবিত করার অভিযোগে তাঁকে এ সাজা প্রদান করা হয়।