মাত্র ২১ বছর বয়সে ১৯৯৩ সালে 'কেয়ামত থেকে কেয়ামত' ছবির গানের মধ্য দিয়ে কণ্ঠশিল্পী আগুন নিজেকে মেলে ধরেন। এ ছবির মধ্য দিয়েই সঙ্গীতশিল্পী হিসেবে তিনি পরিচিতি লাভ করেছেন। কেয়াময়ত থেকে কেয়ামত ছবির মাধ্যমে বাংলাদেশের চলচ্চিত্রে যে ৩ নক্ষত্রের সন্ধান মেলে তাঁরা হলে আগুন, সালমান শাহ ও মৌসুমী। সালমান শাহ ও মৌসুমী এই অভিষেক ছবির মধ্য দিয়েই এদেশের দর্শক হৃদয়ে দারুণ প্রভাব বিস্তার করেন।
কেয়ামত থেকে কেয়ামত ও তিন নক্ষত্রের সন্ধান
কালের কণ্ঠ অনলাইন

তৎকালীন সময়ে ছেলে-বুড়ো সবার মুখে মুখেই 'কেয়ামত থেকে কেয়ামত' ছবির গানগুলো শোনা যেত। শুধু তাই নয়, এই গানগুলো সেই সময়ের অনেক জনপ্রিয় কণ্ঠশিল্পীরাও বিভিন্ন গানের আসরে গেয়েছেন। ই ছবিতে তার সঙ্গে আরো দ্বৈত কণ্ঠ দিয়েছেন উপমহাদেশের জীবন্ত কিংবন্তি কণ্ঠশিল্পী রুনা লায়লা।
আগুন বলেন, 'রুনা আন্টি (রুনা লায়লা) আমাকে দেখে আলম চাচাকে (সুরকার আলম খান) বললেন, ও তো আমাদের আতা ভাইয়ের (খান আতাউর রহমান) ছেলে।
সালমানের মৃত্যুর ২০ বছর হয়ে গেল। মৌসুমী এখনো নিজেকে ছাড়িয়ে যাচ্ছেন। আর আগুন ধীরে ধীরে হাঁটছেন।
সম্পর্কিত খবর

১৫ নাটকে জমকালো ঈদ উৎসব
বিনোদন প্রতিবেদক

উৎসব মানেই যেন সিএমভির তারকাখচিত আয়োজন। ঈদ হলে তো সেই আয়োজনে যোগ হয় বাড়তি মাত্রা। বরাবরের মতো এবারের ঈদেও জমকালো আয়োজন রয়েছে এই ব্যানারে।
এবার মোট ১৩টি বিশেষ নাটকে অভিনয় করেছেন দেশের জনপ্রিয় সব টিভি তারকা।
এর মধ্যে উৎসবের শুরুটা হবে চাঁদরাতে সজীব খান নির্মিত ‘প্রেম ভাই’ নাটকের মাধ্যমে। এতে অভিনয় করেছেন তৌসিফ মাহবুব, তটিনী ও ফারুক আহমেদ। ঈদের দিন মুক্তি পাবে আলোচিত নাটক ‘বাজি’।
সিএমভির কর্ণধার এস কে সাহেদ আলী পাপ্পু জানান, চাঁদরাত থেকে টানা ১৫ দিন নাটকগুলো উন্মুক্ত হবে প্রতিদিন সন্ধ্যা ৭টায় প্রতিষ্ঠানটির ইউটিউব চ্যানেলে।
এই তালিকায় আরো থাকছে মহিদুল মহিমের ‘ফিরে দেখা’, অভিনয়ে জোভান ও তটিনী। হাসিব হাসান রাখির ‘মন দিওয়ানা’, অভিনয়ে তৌসিফ মাহবুব ও তটিনী।
থাকছে মাহমুদ মাহিনের ‘শেষটা তুমি’, অভিনয়ে ফারহান ও স্পর্শিয়া। প্রবীর রায় চৌধুরীর ‘বান্টির বিয়ে’, অভিনয়ে জোভান ও কেয়া পায়েল।
আরো থাকছে মাসরিকুল আলমের ‘মেঘের বৃষ্টি’, অভিনয়ে জোভান ও নিহা। এ কে পরাগের ‘হাউ কাউ’, অভিনয়ে ফারহান ও সাফা কবির।
এবারের ঈদ আয়োজন প্রসঙ্গে প্রযোজক এসকে সাহেদ আলী পাপ্পু বলেন, ‘বলতে পারেন গোটা বছর ধরেই আমরা ঈদের গল্পগুলো সাজাতে থাকি। যেন ঈদ উৎসবে দর্শকদের দারুণ সব নাটক উপহার দিতে পারি। সেই ধারাবাহিকতা এবারও থাকছে। মোট ১৫টি প্রজেক্ট এবার আমরা তৈরি করেছি। যেখানে দেশের প্রায় সব তারকা শিল্পী, নির্মাতা ও চিত্রনাট্যকারের মেলবন্ধন ঘটেছে। আশা করছি, আমাদের এই কাজগুলো দর্শকদের ঈদের আনন্দ বাড়িয়ে দেবে।’

জোভানের সঙ্গী এবার কলকাতার অভিনেত্রী, আসছে ‘বেস্ট ফ্রেন্ড ৩.০’
বিনোদন প্রতিবেদক

সাত বছর আগে নির্মিত হওয়া ‘বেস্ট ফ্রেন্ড’ ফ্র্যাঞ্চাইজির বেশ কয়েকটি কিস্তি এসেছে পর্যায়ক্রমে। সর্বশেষ কিস্তি ‘বেস্ট ফ্রেন্ড ৩’ মুক্তি পেয়েছিল ২০২১ সালে। এরপর দর্শক চাহিদায় এবারের ঈদে নতুন রূপে আসছে ফ্র্যাঞ্চাইজিটির নতুন নাটক ‘বেস্ট ফ্রেন্ড ২.০’। ইতিমধ্যে নাটকটির ট্রেলার উন্মুক্ত হয়েছে।
এর মধ্যে নাটকটির কেন্দ্রীয় চরিত্র ফারহান আহমেদ জোভান ও মেহজাবীন চৌধুরীর পাশাপাশি এতে দেখা গেছে কলকাতার ‘ফুলকি’ ধারাবাহিকের অভিনেত্রী দিব্যাণী মণ্ডলকে।
‘বেস্ট ফ্রেন্ড ২.০’ নাটকটি মুক্তির আগেই জানা গেছে এটিরও পরবর্তী কিস্তি আসতে যাচ্ছে। নির্মিত হবে ‘বেস্ট ফ্রেন্ড ৩.০’, যেটিতে দিব্যাণী মণ্ডলকে দেখা যাবে বেশ বড় ভূমিকায়। এমনটা কালের কণ্ঠকে নিশ্চিত করেছেন এর নির্মাতা প্রবীর রায় চৌধুরী।
তিনি বলেন, ‘বেস্ট ফ্রেন্ড ২.০’-এর গল্পে কোনো একটি বিষয় ঘিরে দিব্যাণীর আগমন। তবে তার মূল ভূমিকা দেখা যাবে পরবর্তী কিস্তি ‘বেস্ট ফ্রেন্ড ৩.০’-তে।
ঈদুল ফিতরে মুক্তিপ্রাপ্ত ‘বেস্ট ফ্রেন্ড ২.০’ নাটকে জোভান-মেহজাবীন ছাড়া আরো অভিনয় করেছেন শহিদুজ্জামান সেলিম, কিংকর আহসান, সহিদ উন নবী, মেধা, স্বর্ণা প্রমুখ।

প্রেম সম্পর্ককে ‘আইসক্রিমের’ সঙ্গে তুলনা বিজয়ের
বিনোদন ডেস্ক

চলতি বছরেই তামান্না ভাটিয়ার সঙ্গে বিয়ের পিঁড়িতে বসার কথা ছিল বিজয় বর্মার। তবে সেই সম্পর্কের সমীকরণ বদলে গেছে। তারকা যুগল এখন শুধুই ‘বন্ধু’। একে-অপরের প্রতি সম্মান বজায় রেখে দূরত্ব টেনেছেন।
বিজয়-তামান্নার সম্পর্ক ভাঙার গুঞ্জনে যখন তোলপাড় বলিউড থেকে দক্ষিণী সিনে ইন্ডাস্ট্রি, তখন সেই আবহেই প্রেমের সম্পর্ককে ‘আইসক্রিমের’ সঙ্গে তুলনা টেনে বিস্ফোরক মন্তব্য করে বসলেন বিজয়।
সম্প্রতি সংবাদসংস্থা আইএনএসের মুখোমুখি হয়ে অভিনেতা জানান, আপনারা সম্পর্কের কথা বলছেন, তাইতো! আমার মনে হয় কেউ যদি সম্পর্কটাকে আইসক্রিমের মতো উপভোগ করেন, তাহলে সে ভালো থাকবেন। তার অর্থ হলো, যে ফ্লেভারই আসুক না কেন, সেটাই মন ভরে উপভোগ করুন। দৌড়ে যান।
এদিকে বিজয় বার্মার এমন ইঙ্গিতপূর্ণ মন্তব্যে বিনোদন দুনিয়া সরগরম। একাংশের অনুমান, তিনি হয়তো নতুন প্রেমে পড়েছেন। আবার নেটপাড়ার একাংশের কটাক্ষ, তামান্না ভাটিয়ার মতো মেয়ের সঙ্গে সম্পর্কে ইতি টেনে বিজয় ভুল করেছেন!
বলিউড সংবাদমাধ্যম বলছে, মধ্য ত্রিশ বয়সী তামান্না চেয়েছিলেন তাড়াতাড়ি বিয়ে করে সংসার পাততে। আর তাতেই নাকি রাজি ছিলেন না বিজয়।
যদিও বিচ্ছেদের গুঞ্জন নিয়ে কোনো রকম প্রতিক্রিয়া দেননি তামান্না বা বিজয়ের কেউই! তবে সম্প্রতি রাভিনা ট্যান্ডনকন্যা রাশা থাডানির হলি পার্টিতে দুজনে যোগ দিলেও আগের মতো একে অপরের হাত ধরে বেরোননি।

এবার শুটিংয়ে আহত কার্তিক আরিয়ান
বিনোদন ডেস্ক

কিছুদিন আগে শুটিং করতে গিয়ে হাতে চোট পেয়েছিলেন অভিনেতা বরুণ ধাওয়ান। এবার সেই একই পথের পথিক কার্তিক আরিয়ান।
উত্তরবঙ্গে অনুরাগ বসুর সিনেমায় শুটিং করছেন কার্তিক এবং শ্রীলীলা। সেখানেই শুটিং করতে গিয়ে আঘাত পেয়েছেন অভিনেতা।
ডুয়ার্সে শুটিং করছেন কার্তিক-শ্রীলীলা। এই খবর ছড়ানোর পরেই শুটিংয়ের জায়গায় অনুরাগীদের ভিড়।
এমনই এক মুহূর্তে দেখা গেছে, বাইকে শ্রীলীলাকে বসিয়ে শট দিচ্ছেন নায়ক। বাঁ হাতজুড়ে ব্যান্ডেজ।
ছবি মু্ক্তির আগেই নায়িকার সঙ্গে নাম জড়িয়েছে নায়কের। কার্তিকের বাড়ি থেকেও নাকি পছন্দ শ্রীলীলাকে— এই খবর জানাজানি হতে গুঞ্জন বেড়েছে বৈ কমেনি।