<p>কলকাতার শুভশ্রীর সাথে জুটি বেঁধে নতুন একটি ছবিতে অভিনয় করতে যাচ্ছেন। ছবির নাম চালবাজ। দুই বাংলার যৌথ প্রযোজনার এই ছবিটি বাংলাদেশ থেকে কাট-অ্যাকশান এন্টারটেইনমেন্ট প্রডাকশন হাউজের ব্যানারে পরিচালনা করবেন তরুণ নির্মাতা অনন্য মামুন। কলকাতা থেকে এসকে মুভিজের ব্যানারে পরিচালনায় থাকছেন জয়দীপ মুখার্জি।</p> <p>শুভশ্রী যখন কলকাতার নির্মাতা রাজ চক্রবর্তীর সাথে সম্পর্কের বিষয় নিয়ে জটিলতায় ভুগছেন আর শাকিব খান ঢাকাই চলচ্চিত্রে নানা জটিলতার মধ্য দিয়ে যাচ্ছিলেন তখনই এলো এই খবর। চালবাজ ছবিতে শাকিব-শুভশ্রী ছাড়াও দুই দেশের অনেক পরিচিত মুখকে দেখা যাবে।</p> <p>শাকিব বলেন, দুই দেশেই শুভশ্রী ও আমার ভক্ত রয়েছে। অনেকের ভেতরেই এক্সাইটমেন্ট রয়েছে আমাদের জুটির। আশাকরি ভক্তদের প্রত্যাশা পূরণ করত্রে পারবো।</p> <p>ইংল্যান্ডে সামনের মাসের ২০ তারিখ থেকে  থেকে ছবিটির শুটিং শুরু হবে। চলতি বছরেই ছবিটি মুক্তি দেওয়া হবে বলে নির্মাতা সূত্রে জানা গেছে।</p>