ঢাকা, মঙ্গলবার ১৮ মার্চ ২০২৫
৩ চৈত্র ১৪৩১, ১৭ রমজান ১৪৪৬

ঢাকা, মঙ্গলবার ১৮ মার্চ ২০২৫
৩ চৈত্র ১৪৩১, ১৭ রমজান ১৪৪৬

শাকিব-শুভশ্রীর নতুন ছবি 'চালবাজ'

কালের কণ্ঠ অনলাইন
কালের কণ্ঠ অনলাইন
শেয়ার
শাকিব-শুভশ্রীর নতুন ছবি 'চালবাজ'

কলকাতার শুভশ্রীর সাথে জুটি বেঁধে নতুন একটি ছবিতে অভিনয় করতে যাচ্ছেন। ছবির নাম চালবাজ। দুই বাংলার যৌথ প্রযোজনার এই ছবিটি বাংলাদেশ থেকে কাট-অ্যাকশান এন্টারটেইনমেন্ট প্রডাকশন হাউজের ব্যানারে পরিচালনা করবেন তরুণ নির্মাতা অনন্য মামুন। কলকাতা থেকে এসকে মুভিজের ব্যানারে পরিচালনায় থাকছেন জয়দীপ মুখার্জি।

শুভশ্রী যখন কলকাতার নির্মাতা রাজ চক্রবর্তীর সাথে সম্পর্কের বিষয় নিয়ে জটিলতায় ভুগছেন আর শাকিব খান ঢাকাই চলচ্চিত্রে নানা জটিলতার মধ্য দিয়ে যাচ্ছিলেন তখনই এলো এই খবর। চালবাজ ছবিতে শাকিব-শুভশ্রী ছাড়াও দুই দেশের অনেক পরিচিত মুখকে দেখা যাবে।

শাকিব বলেন, দুই দেশেই শুভশ্রী ও আমার ভক্ত রয়েছে। অনেকের ভেতরেই এক্সাইটমেন্ট রয়েছে আমাদের জুটির।

আশাকরি ভক্তদের প্রত্যাশা পূরণ করত্রে পারবো।

ইংল্যান্ডে সামনের মাসের ২০ তারিখ থেকে  থেকে ছবিটির শুটিং শুরু হবে। চলতি বছরেই ছবিটি মুক্তি দেওয়া হবে বলে নির্মাতা সূত্রে জানা গেছে।

মন্তব্য

সম্পর্কিত খবর

১৬ বছরের কিশোরের অশালীন ইঙ্গিত, বেজায় চটলেন মালাইকা

বিনোদন ডেস্ক
বিনোদন ডেস্ক
শেয়ার
১৬ বছরের কিশোরের অশালীন ইঙ্গিত, বেজায় চটলেন মালাইকা
সংগৃহীত ছবি

হিপহপ ইন্ডিয়া ড্যান্স শোয়ের দ্বিতীয় সিজনে বিচারকের আসনে রয়েছেন মালাইকা আরোরা। এবার ১৬ বছর বয়সী এক প্রতিযোগীর ওপরে বেজায় চটেছেন তিনি।

অভিযোগ, নাচের সময় মালাইকাকে লক্ষ্য করে অশালীন ইঙ্গিত করেন ওই কিশোর। এরপরই ফুঁসে ওঠেন মালাইকা।

সরাসরি তার মায়ের ফোন নম্বর চান তিনি।

সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়া সেই ভিডিওতে দেখা গেছে, ওই কিশোরকে তিরস্কার করছেন মালাইকা আরোরা। তাকে বলতে শোনা যাচ্ছে, ‘আপকে মাম্মীকে ফোন নম্বর দো’ 

এরপরই বিস্মিত হয়ে ছেলেটি প্রশ্ন করে, ‘কিঁউ?’ মালাইকা তখন উপস্থিত সকলের উদ্দেশ্যে বলেন, ‘১৬ সালকা বাচ্চা হ্যায়, ডান্স কার রাহা হ্যায়, সিধা মুঝকো দেখকে। (১৬ বছরের ছেলে, আমায় দেখে দেখে নাচ করছে!)’ 

ছেলেটি তখন মুচকি হেসে মাথা ঝোঁকান।

মালাইকা বলতে থাকেন, ‘চোখ মারছে। চুমু ছুড়ছে…।’

এদিকে এই ঘটনায় মালাইকা আরোরাকে সমর্থন করেছেন অন্যান্য প্রতিযোগীরা। তাদের একজন বলেন, ‘১৬ বছর বয়স, ওর উচিত এটা মাথায় রাখা, কার সামনে ও কী করছে!’ আরও একজন বলেন, ‘একেবারেই ঠিক ছিল ওকে বকাবকি করা।

ওর বয়স কত, যে এসব করবে!’

সোশ্যাল মিডিয়ায় একজন মন্তব্য করেন, ‘ওর মা কি শো দেখছেন না! পুরোটাই প্রচারের স্বার্থে ইচ্ছে করে বানানো।’ এমন অনেকেই বলেছেন, সব কিছুই হয়েছে প্রচারের স্বার্থে। আবার কেউ কেউ লিখেছেন, ‘ছেলেটি এই বয়সে বড়ই পাকা! এটা এক্কেবারেই ঠিক হয় নি।’ কেউ লিখেছেন, ‘মালাইকা পদক্ষেপ নিয়ে এক্কেবারেই ঠিক করেছেন।’

প্রসঙ্গত, এর আগে বহু শোয়ের বিচারকের আসনে দেখা গেছে মালাইকা আরোরাকে।

২০১০ সালে ‘ঝলক দিখলা জা’ শোয়ের বিচারক ছিলেন তিনি। এছাড়াও ‘ইন্ডিয়া’স গট ট্যালেন্ট’ শোতে বিচারক প্যানেলে রয়েছেন তিনি। আবার তিনি ২০১৯ সালে এমটিভি ‘সুপারমডেল অব দ্য ইয়ার’-এর বিচারক এবং উপস্থাপকও ছিলেন। আবার ২০২০ সালে ‘ইন্ডিয়া’স বেস্ট ড্যান্সার’ শোয়ের বিচারক ছিলেন তিনি।

মন্তব্য

চিত্রনাট্য জমা দিয়ে ১০ লাখ টাকা জেতার সুযোগ

বিনোদন প্রতিবেদক
বিনোদন প্রতিবেদক
শেয়ার
চিত্রনাট্য জমা দিয়ে ১০ লাখ টাকা জেতার সুযোগ
সংগৃহীত ছবি

নির্মাণের লক্ষ্যে সিনেমার পরিকল্পনা আহ্বান করছে ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব। সিনেমার চিত্রনাট্য ও প্রস্তাব জমা দিয়ে তরুণ নির্মাতারা পাবেন ১০ লাখ টাকা জেতার সুযোগ।

উৎসব পরিচালক আহমেদ মুজতবা জামাল জানান, প্রথমবারের মতো ওয়েস্ট মিটস ইস্ট স্ক্রিনপ্লে ল্যাবে এশিয়ার সব দেশের তরুণরা প্রজেক্ট জমা দিতে পারবেন। 

তিনি বলেন, ‘ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের অংশ হিসেবে এ  আয়োজন শুরু থেকে আমরা ভালো সাড়া পাচ্ছি।

ইন্ডাস্ট্রির তরুণ নির্মাতাদের তুলে ধরতে এ আয়োজন করা হয়। এখানে যে কেউ চিত্রনাট্য জমা দিয়ে অংশ নিতে পারেন।’

ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব চলাকালে আগামী বছরের ১১ থেকে ১৪ জানুয়ারি বসবে এই ফিল্ম হাট। এ জন্য বর্তমানে চিত্রনাট্য জমা নেওয়ার প্রক্রিয়ায় রয়েছে আয়োজক কর্তৃপক্ষ।

 

জানা গেছে, আগামী ১ এপ্রিল থেকে উৎসবের অফিশিয়াল সাইটে গিয়ে যে কেউ অনলাইনে চিত্রনাট্য জমা দিতে পারবেন।

নির্মাতা ও প্রযোজকদের জমা দেওয়া চিত্রনাট্য থেকে প্রাথমিকভাবে ১০টি গল্প বাছাই করা হবে। সেগুলো নিয়ে নির্মাতা ও প্রযোজকেরা প্রজেক্টটিকে আন্তর্জাতিক বিচারকদের কাছে পিচ করার মাধ্যমে তুলে ধরবেন। এর মধ্য থেকে চূড়ান্ত পুরস্কার পাবে তিনটি চিত্রনাট্য।

প্রথম চিত্রনাট্য পাবে পাঁচ লাখ টাকা। দ্বিতীয় ও তৃতীয় স্থান অধিকারী চিত্রনাট্য পাবে তিন ও দুই লাখ টাকা।

সিনেমা নির্মাণের জন্য প্রাথমিকভাবে জমা দিতে হবে গল্পের লগ লাইন, গল্পসংক্ষেপ, পরিচালকের কথা, ট্রিটমেন্ট ও পরিচালকের প্রফাইল। পরে কোনো পরিকল্পনা পছন্দ হলে পুরো চিত্রনাট্য জমা দিতে হবে। প্রতিটি চিত্রনাট্য দিয়ে সর্বনিম্ন ৭০ মিনিট ব্যাপ্তির সিনেমা হতে হবে।

 

জানা গেছে, ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের ২৪তম আসর বসবে আগামী বছরের ১০ থেকে ১৮ জানুয়ারি।

মন্তব্য

এফডিসি এখন ভূতুড়ে বাড়ির মতো : নূতন

বিনোদন প্রতিবেদক
বিনোদন প্রতিবেদক
শেয়ার
এফডিসি এখন ভূতুড়ে বাড়ির মতো : নূতন
নূতন

চলচ্চিত্রের আঁতুড়ঘর বিএফডিসি (বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন করপোরেশন)। একসময় দিন-রাত শুটিংয়ে ব্যস্ত থাকলেও এখানে বিভিন্ন ফ্লোর তবে দীর্ঘদিন ধরে বেহাল অবস্থায় আছে এফডিসি। হারাতে বসেছে তার জৌলুস। অগের তুলনায় অনেক অংশেই কমে গেছে শুটিং।

বেতন না পেয়ে প্রায়ই আন্দোলন করতে দেখা যায় এফডিসির কর্মচারীদের। বলতে গেলে, একেবারেই দৈন্যদশা চলছে চলচ্চিত্রের একসময়ের এ ব্যস্ততম স্থানটির।

এফডিসির বর্তমান অবস্থা নিয়ে প্রায়ই হতাশা ব্যক্ত করতে দেখা যায় অভিনয়শিল্পীদের। এবার এফডিসি প্রসঙ্গে সম্পর্কে মন্তব্য করলেন দেশের বর্ষীয়ান অভিনেত্রী নূতন।

অভিনেত্রীর মতে, এফডিসিকে এখন ভূতুড়ে বাড়ি মনে হয়। 

আরো পড়ুন
আত্মহত্যা করতে চাইলেন সেই তরমুজ বিক্রেতা, যা বললেন শামীম

আত্মহত্যা করতে চাইলেন সেই তরমুজ বিক্রেতা, যা বললেন শামীম

 

সম্প্রতি বাংলাদেশ ফিল্ম ক্লাব লিমিটেডের আয়োজনে ইফতার পার্টিতে হাজির হন এ বর্ষীয়ান অভিনেত্রী। সেখানে এফডিসি প্রসঙ্গে কথা বলেন নূতন। অভিনেত্রী বলেন, ‘যে এফডিসি নিয়ে আমরা গর্ব করেছি, একসময় কাজ করেছি সেই এফডিসির জন্য আজ হা-হুতাশ করি।

এফডিসিতে গেলে মনে হয় এটাই তো আমাদের সেই জায়গা, আমাদের স্বপ্নপুরী। আর আজকে কী অবস্থা! কোনো লোকজন নেই, কোনো ছবির শুটিং হচ্ছে না। যার জন্য মন খারাপ লাগে।’

আরো পড়ুন
লাদেন ছিলেন অলকা ইয়াগনিকের বিরাট ভক্ত!

লাদেন ছিলেন অলকা ইয়াগনিকের বিরাট ভক্ত!

 

বর্তমানে ইন্ডাস্ট্রিতে কিছু সিনেমা হলেও এফডিসিতে নেই শুটিং তৎপরতা। এ কথা জানিয়ে নূতন বলেন, ‘ছবি হচ্ছে, এখন কিছু ছবি হচ্ছে।

তবে সেটা কিন্তু এফডিসিতে হচ্ছে না। সবাই বাইরে চলে যাচ্ছে। গ্রামেটামে গিয়ে ছবি বানাচ্ছে। কিন্তু এফডিসির ভেতরে হচ্ছে না। যার জন্য আমাদের এফডিসি একেবারেই বন্ধ বলতে কী এখন ভূতুড়ে বাড়ির মতো।’

আরো পড়ুন
চতুর্থ বিয়ের প্রস্তুতি নিচ্ছেন কিম কার্দাশিয়ান!

চতুর্থ বিয়ের প্রস্তুতি নিচ্ছেন কিম কার্দাশিয়ান!

 

বাংলা চলচ্চিত্রের একজন খ্যাতিমান অভিনেত্রী নূতন। মুক্তিযুদ্ধভিত্তিক প্রথম এবং কালজয়ী চলচ্চিত্র ‘ওরা ১১ জন’-এর নায়িকা তিনি। নায়িকা, ভাবি, মা- সব চরিত্রেই তিনি সুনাম কুড়িয়েছেন। উপহার দিয়েছেন অসংখ্য দর্শকপ্রিয় সিনেমা। জিতেছেন জাতীয় চলচ্চিত্র পুরস্কারসহ একাধিক সম্মাননা। দীর্ঘ ক্যারিয়ারে তিন শতাধিক চলচ্চিত্রে অভিনয় করেছেন নূতন। তবে বর্তমানে পর্দা থেকে দূরেই রয়েছেন এ বর্ষীয়ান অভিনেত্রী।

মন্তব্য

চতুর্থ বিয়ের প্রস্তুতি নিচ্ছেন কিম কার্দাশিয়ান!

বিনোদন ডেস্ক
বিনোদন ডেস্ক
শেয়ার
চতুর্থ বিয়ের প্রস্তুতি নিচ্ছেন কিম কার্দাশিয়ান!
কিম কার্দাশিয়ান

আমেরিকান মিডিয়া ব্যক্তিত্ব, সোশ্যালাইট, মডেল ও ব্যবসায়ী কিম কার্দাশিয়ানের জন্মদিন আজ। জনপ্রিয় তারকা প্যারিস হিলটনের বন্ধু এবং স্টাইলিস্ট ফ্যাশন অনুরাগী হিসেবেই তিনি প্রথম মিডিয়ার সামনে আসেন। কিন্তু ২০০৭ সালে একটি ‘সেক্স টেপ’ প্রকাশিত হওয়ার পর তিনি আরো বেশি পরিচিতি পান এবং ধীরে ধীরে জনপ্রিয় হয়ে ওঠেন। একের পর এক বিতর্কিত অধ্যায় কিমকে তারকা খ্যাতির শীর্ষে পৌঁছে দেয়।

আরো পড়ুন
আত্মহত্যা করতে চাইলেন সেই তরমুজ বিক্রেতা, যা বললেন শামীম

আত্মহত্যা করতে চাইলেন সেই তরমুজ বিক্রেতা, যা বললেন শামীম

 

পেশাগত কাজের চেয়ে ব্যক্তিজীবন নিয়েই বেশি আলোচনায় থাকেন কিম কার্দাশিয়ান। তিনটি বিয়ের গণ্ডি তিনি পেরিয়ে গেছেন বেশ আগেই। প্রথম বিয়ে করেন সংগীত প্রযোজক ড্যামন থমাসকে। এরপর ক্রিস হামফ্রিসের সঙ্গে তার বিয়ে মাত্র ৭২ দিন টিকেছিল।

সর্বশেষ কেনি ওয়েস্টের সঙ্গেও তার বিচ্ছেদ ঘটে। সম্প্রতি শোনা যাচ্ছে চতুর্থ বিয়ের প্রস্তুতি নিচ্ছেন অভিনেত্রী। গোপনে প্রেমও চালিয়ে যাচ্ছেন, করছেন নিয়মিত ডেটিং! 

৪৪ বছর বয়সী এ অভিনেত্রী সোশ্যাল মিডিয়ায় সেরকম কিছু ইঙ্গিত দিয়ে ভক্তদের মনে তুমুল আগ্রহের সৃষ্টি করেছেন। কাকে বিয়ে করছেন কিম? এমন প্রশ্নও জাগছে তাদের মনে।

তবে সেটা কিন্তু মোটেও জানাননি অভিনেত্রী।

আরো পড়ুন
আমি কারো সংসারে আগুন লাগাতে চাই না : সুবাহ

আমি কারো সংসারে আগুন লাগাতে চাই না : সুবাহ

 

মূলত তার এ সম্পর্কের বিষয়টি নিয়ে গুঞ্জন তৈরি হয় গত বছর ভারতীয় ব্যবসায়ী মুকেশ আম্বানির ছেলে অনন্ত আম্বানির বিয়ের সময়। অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথি হিসাবে উপস্থিত ছিলেন কিম কার্দাশিয়ান। সেখানে তিনি অনন্ত ও রাধিকার বিয়ের আংটি দেখে মন্তব্য করেছিলেন, ‘আমি ভাবছি আমার পরবর্তী আংটির (বাগদানের) আকৃতি কেমন হবে? আমার অপেক্ষার প্রহর যেন শেষ হচ্ছে না!’

আরো পড়ুন
এবার যুক্তরাষ্ট্রকে তুলাধোনা করলেন কঙ্গনা

এবার যুক্তরাষ্ট্রকে তুলাধোনা করলেন কঙ্গনা

 

তখন থেকেই কিমের পরবর্তী প্রেমিক কিংবা স্বামী কে, সেটার খোঁজ করছেন ভক্তরা। তবে প্রেমিকের সঙ্গে ডেটিং করলেও বিষয়টি তিনি তার ক্লাসিক ফ্যাশন কিংবা স্কিমস বডিস্যুটের চেয়েও শক্তভাবে লুকিয়ে রেখেছেন।

মূলত কেনি ওয়েস্টের সঙ্গে বিচ্ছেদের পর থেকে, কিম পিট ডেভিডসনের সঙ্গে সম্পর্কে জড়িয়েছিলেন। এরপর ওডেল বেকহ্যাম জুনিয়রের সঙ্গেও প্রেমের গুজব রটেছিল। কিন্তু সেগুলোর কোনো স্থায়িত্ব ছিল না। তবে কিমের ঘনিষ্ঠজনের দাবি, ‘তিনি (কিম) বলেছেন, পরবর্তীতে যার সঙ্গে ডেট করবে সে এমন একজন হবেন, যিনি বিখ্যাত নন।’

কিম কার্দাশিয়ান হলিউডের আলোচিত এক অভিনেত্রী। মডেল, অভিনেত্রী, টেলিভিশন ব্যক্তিত্বের পাশাপাশি তিনি সমাজকর্মী ও ব্যবসায়ী হিসেবেও পরিচিত। এই অভিনেত্রী ২০২১ সালে বিলিয়ন ডলারের ক্লাবে প্রবেশ করেন। তার আয়ের বেশির ভাগ ব্যবসা ও উপস্থাপনা থেকে।

মন্তব্য

সর্বশেষ সংবাদ