kalerkantho


এবার আসছে মুন্নাভাই-৩

কালের কণ্ঠ অনলাইন   

১২ আগস্ট, ২০১৭ ২৩:০০এবার আসছে মুন্নাভাই-৩

ছবি : ইন্টারনেট থেকে

আপনি যদি সঞ্জয় দত্তের ‘মুন্নাভাই’-এর অনুরাগী হন, তাহলে আপনার জন্য সুখবর রয়েছে। কারণ আসতে চলেছে ‘মুন্নাভাই ৩’। সম্প্রতি মুক্তি পেয়েছে সঞ্জয় দত্তের ছবি ‘ভূমি’র ট্রেলার। সেই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ‘মুন্নাভাই’কে গড়ে তোলার নেপথ্য কারিগর বিধু বিনোদ চোপড়া। তিনি সাংবাদিকদের বলেন, তিন বছর ধরে মুন্নাভাই-৩ লেখার কাজ চলছে। অভিজাত জোশী লিখছেন। স্ক্রিপ্ট তৈরি হলেই আমরা শুটিং শুরু করব।

২০০৩ সালে মুক্তি পেয়েছিল ‘মুন্নাভাই এমবিবিএস’। ২০০৬ সালে মুক্তি পায় তারই সিক্যুয়েল ‘লাগে রহো মুন্না ভাই’। দু’টি ছবিই তুমুল বক্স অফিস সাফল্য পায়। পাশাপাশি ‘মুন্নাভাই’-এর চরিত্রে দর্শকদের মন জয় করেছিলেন সঞ্জয় দত্ত। ফলে আবার ‘মুন্নাভাই’কে বড় পর্দায় দেখার অপেক্ষায় রয়েছেন সিনে দর্শক। 


মন্তব্য