kalerkantho


সালমান শাহ'র ফাঁসির দড়ি!

কালের কণ্ঠ অনলাইন   

১৩ আগস্ট, ২০১৭ ১৩:০৩সালমান শাহ'র ফাঁসির দড়ি!

সম্প্রতি রুবি সুলতানা নামের এক নারীর ফেসবুক ভিডিওতে এক বক্তব্যকে কেন্দ্র করে সালমান শাহ 'হত্যা'র বিষয়টি সামনে এসেছে। সালমান শাহ ভক্তরা একে হত্যাকাণ্ড হিসেবে অভিহিত করে হত্যাকারীদের বিচার দাবি করেছে। এই ঘটনার পর সালমান শাহ-কেন্দ্রিক অনেক বিষয়ই সামনে আসছে।

তেমনি সালমান শাহ 'হত্যাকাণ্ড'র পর তার ঘর থেকে উদ্ধারকৃত ঝুলন্ত দড়ি। বলা হয় এটাতে ঝুলেই আত্মহত্যা করেন সালমান। আবার সালমানের পরিবারের দাবি এই দড়িতেই সালমানকে মেরে ঝুলানো হয়। একই সাথে সালমানের কক্ষে পাওয়া জাসোকেইন (চেতনানাশক) এর ছবি, সিগারেটের প্যাকেট, সিগারেট শলাকার শেষাংশ ও অন্যান্য আলামতের ছবি সোশাল মিডিয়ায় ভাইরাল হয়ে গেছে।   মন্তব্য