kalerkantho


'সাইরাত' দিয়ে অভিষিক্ত হচ্ছেন জাহ্নবি?

কালের কণ্ঠ অনলাইন   

১২ সেপ্টেম্বর, ২০১৭ ১৬:২৭'সাইরাত' দিয়ে অভিষিক্ত হচ্ছেন জাহ্নবি?

অনেকদিন ধরেই বাতাসে ভাসছে জাহ্নবীও বলিউডে অভিষেক করতে যাচ্ছেন। এবার শেষ পর্যন্ত খবরটা পাওয়া গেল। ডিএনএ সূত্রে জানা যায়, জনপ্রিয় মারাঠি সিনেমার নাগরাজ মঞ্জুলের '‍সাইরাত'‍-এর হিন্দি রিমেকে অভিনয় করতে যাচ্ছেন জাহ্নবী কাপুর।  

ইতিমধ্যেই জাহ্নবী নিজেকে গ্রুম করা শুরু করে দিয়েছেন। নিয়মিত নাচ ও অভিনয় ক্লাসে ‌যাচ্ছেন। নভেম্বরের শেষের দিকে শুরু হবে এই ফিল্মের শ্যুটিং। এই সিনেমায় জাহ্নবীর বিপরীতে অভিনয় করবেন শহিদ কাপুরের ভাই ইশান খট্টর। ‌যদিও এটা ইশানের ডেবিউ ফিল্ম নয়, ইশান ইতিমধ্যেই '‍মজিদ মজিদ'‍ ফিল্মের শ্যুটিং শেষ করে ফেলেছেন।
 
মারাঠি ফিল্ম '‍সাইরাত'‍ ‌যেভাবে জনপ্রিয়তা পেয়েছিল সেকথা ভেবেই এর হিন্দি রিমেক করার কথা ভাবা হয়েছে। এই সিনেমার পরিচালনা করবেন শশাঙ্ক খৈতান। করণ জোহরের ধর্মা প্রোডাকশনের ব্যানারেই তৈরি হবে এই ছবি।  '‍সাইরাত' মূলত একটা প্রেমের গল্প, প্রেমকে ঘিরে পারিবারিক সম্মান রক্ষার্থে খুনের ঘটনার উপরই তৈরি হয়েছিল সাইরাত।


মন্তব্য