kalerkantho


লন্ডন শহরের প্রেমে হাবুডুবু খাচ্ছেন শুভশ্রী

কালের কণ্ঠ অনলাইন   

১২ সেপ্টেম্বর, ২০১৭ ১৭:৪৮লন্ডন শহরের প্রেমে হাবুডুবু খাচ্ছেন শুভশ্রী

ব্যক্তিগত সম্পর্ক থেকে শুরু করে নতুন ছবি- বারবারই খবরের শিরোনামে উঠে আসেন অভিনেত্রী শুভশ্রী। কিছুদিন আগেই পরিচালক রাজ চক্রবর্তীর সঙ্গে তাঁর বিচ্ছেদের ঘটনায় রীতিমতো চাঞ্চল্য পড়ে যায় টলিউডে। এই খবরের সত্যতা নিয়েও শুরু হয় তোলপাড়। অবশেষে সকলের সামনে আসে তাঁদের বিচ্ছেদের খবর। বিচ্ছেদের পর এই অভিনেত্রী কিছুটা ভেঙে পড়েছিলেন। কিন্তু হাল ছাড়ার পাত্রী তিনি নন। আবারও ফিরেছেন শুটিং সেটে।

কিছুদিন আগেই মুক্তি পেয়েছিল তাঁর ছবি ‘দেখ কেমন লাগে’। সোহমের সঙ্গে এই ছবি সেভাবে ব্যবসা করতে পারেনি বক্স অফিসে। আপাতত তিনি ব্যস্ত তাঁর পরবর্তী ছবি ‘চালবাজ’-এর শুটিংয়ে। শুটিং শুরু হওয়ার আগে থেকেই এই ছবি খবরের শিরোনামে। কারণ এই ছবির শুটিং ঘিরেই সংঘাত বাঁধে প্রযোজনা সংস্থা এসকে মুভিজ ও সিনে ফেডারেশনের। একবার লন্ডনে পৌঁছেও শুটিং করতে না পারায় ফিরে আসেন তাঁরা। এবার আবারও লন্ডন পাড়ি দিয়েছে পরিচালক জয়দীপ মুখোপাধ্যায়, শুভশ্রী, শাকিব খান সহ ‘চালবাজ’ ছবির গোটা টিম। লন্ডনে পৌঁছেই শুভশ্রী জানালেন অন্য এক গল্প। সোশ্যাল সাইটে নিজের একটি ছবি দিয়ে তাঁর ভক্তদের তিনি জানান, এতবার লন্ডন আসতে আসতে এখন তাঁর পছন্দের শহর লন্ডন। তাঁর এই ছবির প্রত্যুত্তরে প্রযোজক হিমাংশু ধানুকা অভিনেত্রীকে মজার ছলে লন্ডনের রানি বলেও সম্বোধন করেন।

 লন্ডন যে তাঁর পছন্দের শহর তা সোশ্যাল সাইটে তাঁর আপডেট দেখেই বোঝা যাচ্ছে। শহরের অলিগলি থেকে আবহাওয়া সব কিছুতেই মুগ্ধ তিনি। শুটিং সেট থেকে নানা ধরনের ছবি আপলোড করছেন অভিনেত্রী। বোঝাই যাচ্ছে আবারও প্রেমে পড়েছেন শুভশ্রী। তবে কোনো সুপারস্টার অভিনেতা বা পরিচালকের নয়, লন্ডন শহরের প্রেমে হাবুডুবু খাচ্ছেন তিনি।


মন্তব্য