kalerkantho


সাইনা'র কাছে ব্যাডমিন্টন শিখছেন শ্রদ্ধা

কালের কণ্ঠ অনলাইন   

১২ সেপ্টেম্বর, ২০১৭ ১৮:০৯সাইনা'র কাছে ব্যাডমিন্টন শিখছেন শ্রদ্ধা

এই মুহূর্তে বলিউড অভিনেত্রী শ্রদ্ধা কাপুর ব্যস্ত ব্যাডমিন্টন শেখা নিয়ে। অভিনয় ছেড়ে হঠাৎ ব্যাডমিন্টন কেন? এই প্রশ্ন স্বভাবতই সবার মাথায় আসতে বাধ্য। আসলে শ্রদ্ধার এই ব্যাডমিন্টন শিক্ষা তাঁর অভিনয় জীবনেরই অংশ। কেন হঠাৎ সাইনার কাছে ব্যাডমিন্টন প্রশিক্ষণ নিচ্ছেন শ্রদ্ধা, জেনে নিন-

ভারতের ব্যাডমিন্টন তারকা সাইনা নেহাওয়ালের বায়োপিকে কাজ করতে যাচ্ছেন শ্রদ্ধা কাপুর। ছবির শ্যুটিং এর আগে তাই স্বয়ং সাইনার থেকেই প্রশিক্ষণ নিলেন শ্রদ্ধা। কয়েকদিনের মধ্যেই শ্রদ্ধা অভিনীত 'হাসিনা' ছবি মুক্তি পেতে চলেছে। উল্লেখ্য, সেই ছবিও দাউদের বোন হাসিনা পার্কারের বায়োপিক। তারপর ফের সাইনার বায়োপিকে দেখা যাবে শ্রদ্ধাকে।

এদিকে, শ্রদ্ধার সঙ্গে ব্যাডমিন্টনের এই সেশনের ছবি সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছেন সাইনা। যা এই মুহূর্তে ভাইরাল হয়ে পড়েছে ইন্টারনেট দুনিয়ায়।


মন্তব্য