kalerkantho


রিচা-আলি ফজলের প্রেম প্রকাশ্যে

কালের কণ্ঠ অনলাইন   

১২ সেপ্টেম্বর, ২০১৭ ১৮:১৫রিচা-আলি ফজলের প্রেম প্রকাশ্যে

দুজনেই বলিউডে অন্য স্বাদের ছবিতে অভিনয় করে নিজেদের প্রতিষ্ঠা করেছেন। 'গ্যাংগস অব ওয়াসিপুর'-এ রিচা চাড্ডার , 'ফুকরে" সহ নানা হলিউড ছবিতে আলি ফজলের অভিনয় মাত করে দিয়েছে। আর 'ফুকরে' ছবির সহ অভিনেত্রী রিচার সঙ্গেই এবার প্রেম করছেন আলি ফজল।

রিচা চাড্ডার সঙ্গে আলি ফজলের প্রেম বেশ ভালোই জমে গেছে। আর প্রেমের খবর ঘিরে আলি-রিচার সম্পর্ক নিয়ে কানাঘুষা অনেক দিন ধরেই চলছিল। তবে এবার তা নিশ্চিত করে নিজেই জানালেন আলি।

ফজল আলি জানিয়েছেন, 'আমাদের বন্ধুত্ব সময়ের সঙ্গে সঙ্গে বেড়ে উঠেছে। তিনি জানিয়েছেন এই সম্পর্ক এবার প্রেমের দিকে এগোচ্ছে। রিচা চাড্ডার সঙ্গে আলি ফজলের প্রেম কি জমে ক্ষীর, খবর ঘিরে জল্পনা হলিউড ছবি 'ভিক্টোরিয়া'তে রুডি ডেঞ্চের সঙ্গে আলির অভিনয় করার সুযোগ নিয়ে বেশ শোরগোল পড়ে গিয়েছিল বলিউডে।

এরপর নিজের যেকোনো খবরের বিষয়ে সংবাদমাধ্যমের কাছে সচেতন মনোভাব পোষণ করেন আলি। আপাতত নিজের সঙ্গে রিচার সম্পর্ক নিয়ে তিনি খুশি বলে জানিয়েছেন এই দক্ষ অভিনেতা।


মন্তব্য