kalerkantho


হলিউড ঘুরে এলেন অমিত হাসান

কালের কণ্ঠ অনলাইন   

১২ সেপ্টেম্বর, ২০১৭ ১৮:৪৬হলিউড ঘুরে এলেন অমিত হাসান

ঢাকাই সিনেমার নায়ক অমিত হাসান। সিনেমায় অভিনয়ের কারণে হলিউড ও বলিউডের প্রতিও সমান আগ্রহ তাঁর। হলিউডের ছবি দেখার সময় থেকেই ভাবনায় পেয়ে বসে হলিউডপাড়া ঘুরে দেখার। সেই স্বপ্ন পূরণ হয়েছে ‘রঙিন উজান ভাটি’ নায়কের।

গত মাসে সপরিবারে বেরিয়ে পড়েন আমেরিকার উদ্দেশে। সেখানে ঘুরে বেড়িয়েছেন গুগলের হেড অফিসসহ বেশ কয়েকটি জাদুঘর। গিয়েছিলেন হলিউডের ইউনিভার্সাল স্টুডিওতেও। সেখানকার বেশ কিছু ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করেছেন।

তিনি বলেন, ‘হলিউড নিয়ে বেশ কৌতূহল ছিল। এখানকার শুটিংয়ের নানা রকম সুবিধা দেখে অভিভূত হয়ে গেছি। ভূমি থেকে শুরু করে কৃত্রিম বন্যা তৈরি করতে যা লাগে তার সবই আছে এখানে।’

চলতি মাসের শেষ দিকে দেশে ফিরবেন বলে জানান অমিত হাসান।


মন্তব্য