kalerkantho


কোয়ালা কোলে পরিণীতি

কালের কণ্ঠ অনলাইন   

১২ সেপ্টেম্বর, ২০১৭ ২০:৪৭কোয়ালা কোলে পরিণীতি

সম্প্রতি অস্ট্রেলীয় ট্যুরিজমের ব্র্যান্ড অ্যাম্বাসাডর নির্বাচিত হয়ে ব্রিসবেনে গিয়েছিলেন পরিণীতি চোপড়া। আপাতত অস্ট্রেলিয়া সফরে রয়েছেন অভিনেত্রী। দ্বীপ দেশের বিভিন্ন জায়গায় ঘুরে বেড়ানোর ছবিও পোস্ট করে চলেছেন অভিনেত্রী। তাঁর ইনস্টা অ্যালবামে একটি ছোট্ট কোয়ালাকে কোলে নিয়ে ছবি পোস্ট করেছেন পরিণীতি। এবার সেই ছবি পোস্ট করে ট্রোলিং-এর শিকার বলি অভিনেত্রী।

হ্যাঁ, স্বাভাবিকভাবে এ প্রশ্ন মনে জাগতেই পারে যে, একটি ছোট্ট প্রাণীকে কোলে নিয়ে ছবি তুলেও সমালোচিত হতে হয়? পরিণীতি চোপড়ার ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে এই ছবির নিচের কমেন্টগুলো দেখলেই তার উত্তর মেলে।

 নায়িকার ‘লিপ পাউট’ করা ছবিতে, তাঁকে নাকি কোয়ালার মতোই দেখাচ্ছে বলে মন্তব্য এক ব্যক্তির। আবার কারো নজর পড়েছে, কোয়ালার পায়ের দিকে। সেটি পরিণীতির বুকের ওপর থাকায় একজনের মন্তব্য, ‘কী লাকি কোয়ালা।...’। একজন তো সরাসরি পরিণীতিকে লিখেছেন, ‘আপনি আগে অনেক সুন্দর ছিলেন।’

গত বছরও নিজের ফিটনেস প্রোগ্রামের কথা জানিয়ে ছবি পোস্ট করে ‘বডি শেমিং’-এর শিকার হন পরিণীতি। তবে সে বার সমালোচকদের উপযুক্ত জবাব দিতেও ছাড়েননি। যদিও কোয়ালা কোলে ছবির সমালোচনা নিয়ে এখনো মুখ খোলেননি বলিউড তারকা। আনন্দবাজার।


মন্তব্য