kalerkantho


নিলয়-সারিকা ইন্দোনেশিয়ায়

কালের কণ্ঠ অনলাইন   

১৩ সেপ্টেম্বর, ২০১৭ ২১:৫০নিলয়-সারিকা ইন্দোনেশিয়ায়

নিলয় ও সারিকা জুটি এখন ইন্দোনেশিয়ায় ‘আকাশ গঙ্গা’ নামে একটি নাটকের শুটিং করছেন। সাখাওয়াৎ মানিক পরিচালিত এ নাটকে আরো অভিনয় করছেন জুই।

৯ সেপ্টেম্বর শুটিংয়ের উদ্দেশ্যে ঢাকা ছাড়ে শুটিং ইউনিট। শুটিং শেষ করে আগামী সপ্তাহে ঢাকায় ফিরবেন বলে  জানান সিনেমাটির নির্মাতা সাখাওয়াৎ মানিক।

নিলয় বলেন, ইন্দোনেশিয়া এসে ভালোই লাগছে। নাটকের গল্পের সঙ্গে এখানকার পরিবেশ মিলে যাচ্ছে। আশা করছি, কাজটি ভালো হবে।

সারিকা বলেন, ইন্দোনেশিয়ায় এখন ‘আকাশ গঙ্গা‘ নাটকের শুটিং করছি। এছাড়া সাখাওয়াৎ মানিক ভাই পরিচালিত আরো কয়েকটি নাটকের শুটিং এখানে করা হবে। আশা করছি, সবগুলো কাজই ভালো হবে।

দয়াল সাহার রচনায় এ নাটকটি একটি বেসরকারি টেলিভিশনে প্রচারিত হবে বলে জানিয়েছেন নির্মাতা।মন্তব্য