kalerkantho


শাহরুখ পুত্রের সঙ্গে 'ডেট' অমিতাভের নাতনির, সত্যিটা কী?

কালের কণ্ঠ অনলাইন   

১৩ অক্টোবর, ২০১৭ ১৮:৩১শাহরুখ পুত্রের সঙ্গে 'ডেট' অমিতাভের নাতনির, সত্যিটা কী?

ছবি: ইন্টারনেট থেকে

শাহরুখ পুত্র আরিয়ান খানের সঙ্গে নাকি অমিতাভ বচ্চনের নাতনি নভ্যা নভেলি নন্দার বেশ ভালো সম্পর্ক। লন্ডনের একই স্কুলে দু’জনে পড়াশোনাও করেছেন। মাঝে মধ্যেই তাঁদের একসঙ্গে পার্টি করতেও দেখা যায়। শুধু তাই নয়, আরিয়ানের সঙ্গেই নভ্যা ‘ডেট’ করছেন বলেও গুঞ্জন ছড়ায়। যদিও, বিষয়টি নিয়ে তাঁদের কেউই মুখ খোলেননি।

শাহরুখ কন্যা সুহানারই ভালো বন্ধু কে জানেন? বিদেশে থেকে পড়াশোনা করলেও, মুম্বাইতে ফিরলেই দু’জনের সঙ্গে দেখা যায় শাহরুখ কন্যাকে। চ্যাংকি পান্ডের মেয়ে আহানা পান্ডে এবং সঞ্জয় কাপুরের মেয়ে সানায়া কাপুরের সঙ্গে দেখা যায় সুহানাকে।

সাইফ আলি খানের মেয়ে সারা আলি খানের সঙ্গে কার ভালো বন্ধুত্ব রয়েছে? সারা যখনই বাইরে বের হন, প্রায়শই তাঁর সঙ্গে দেখা যায় রিয়া চক্রবর্তীকে। দু’জন যে বেশ ভালো বন্ধু, তার প্রমাণ ‘কেদারনাথ’ অভিনেত্রীর ছবিতে বেশ স্পষ্ট। সূত্র: ইন্টারনেটমন্তব্য