শাকিবের \'প্রিয়তমা\' বুবলী

কালের কণ্ঠ অনলাইন
কালের কণ্ঠ অনলাইন
শেয়ার
শাকিবের \'প্রিয়তমা\' বুবলী

অবশেষে পাওয়া গেছে হিমেল আশরাফ পরিচালিত নতুন ছবি 'প্রিয়তমা'র নায়িকা। ইতিমধ্যে ‘সুলতানা বিবিয়ানা’ ছবির মাধ্যমে নিজের অবস্থান ভালো করেই জানান দিয়েছেন এ পরিচালক। সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে নতুন ছবির নাম ঘোষণা করেন এ নির্মাতা।

যেখানে নায়ক শাকিব খানের নাম চূড়ান্ত করা হলেও চূড়ান্ত ছিল না নায়িকার নাম।

অবশেষে জানা গেল শাকিব খানের নায়িকার নাম। শাকিব খানের 'প্রিয়তমা' হচ্ছেন বুবলী।

পরিচালক হিমেল আশরাফের 'প্রিয়তমা' ছবিটি প্রযোজনা করছেন নায়ক শাকিব খান। এদিকে ছবির নাম ঘোষণা পরপরই মিডিয়াতে গুঞ্জন শুরু হয় কে হচ্ছেন শাকিব খানের সে 'প্রিয়তমা' অর্থাৎ নায়িকা।

অবশেষে এ বিষয়ে মুখ খুললেন নায়িকা নিজেই। যদিও আনুষ্ঠানিক ভাবে পরিচালক বা নায়ক শাকিব কেউই মুখ খোলেননি, কিন্তুই সাংবাদিকদের প্রশ্নে অধৈর্য হয়ে সত্য নিজেই বললেন বুবলী।

এ প্রসঙ্গে নায়িকা বুবলী বলেন, আমিই হচ্ছি শাকিব খানের সেই 'প্রিয়তমা' মানে সিনেমায়। আরো ৬ মাস আগে আমি এ ছবির অফার পেয়েছিলাম।

সে সময় পরিচালক হিমেল শুধু ছবির গল্প শুনিয়ে ছিলেন। তখনই তিনি ভেবেছিলেন শাকিব ও আমাকে নিয়ে এটি নির্মাণের।

জানা গেছে, 'প্রিয়তমা' সিনেমাটির গল্প লিখেছেন প্রয়াত ফারুক হোসেন। তিনিই লিখেছিলেন 'সুলতানা বিবিয়ানা'র গল্প।

বর্তমানে দুটি সিনেমার শুটিংয়ে থাইল্যান্ডে অবস্থান করছেন শাকিব খান।

এ বিষয়ে হিমেল জানান, শাকিব খান ফিরলেই বাকি বিষয়ে আনুষ্ঠানিক ঘোষণা আসবে। শাকিব প্রযোজিত প্রথম সিনেমা 'হিরো দ্য সুপারস্টার' মুক্তি পায় কয়েক বছর আগে। সব ঠিক থাকলে 'প্রিয়তমা' হবে তার প্রযোজিত দ্বিতীয় সিনেমা।

মন্তব্য

সম্পর্কিত খবর

প্রথমবার সিনেমায় জুটি যিশু-শ্রাবন্তী, থাকছেন দেবও?

বিনোদন ডেস্ক
বিনোদন ডেস্ক
শেয়ার
প্রথমবার সিনেমায় জুটি যিশু-শ্রাবন্তী, থাকছেন দেবও?
সংগৃহীত ছবি

তৃতীয় সিনেমা নিয়ে আবারও বড় পর্দায় ফিরছেন লীনা গঙ্গোপাধ্যায়-শৈবাল বন্দ্যোপাধ্যায়। তার চেয়েও বড় চমক, ছবিতে প্রথমবারের মতো জুটি বাঁধতে চলেছেন যিশু সেনগুপ্ত ও শ্রাবন্তী চট্টোপাধ্যায়। এমনটাই খবর ভারতীয় গণমাধ্যমের।

এটি প্রযোজনা করবে অতনু রায় চৌধুরীর বেঙ্গল টকিজ।

ছবিতে একটি গুরুত্বপূর্ণ চরিত্রে থাকার কথা রয়েছে অভিনেতা দেবেরও। যদিও এখন পর্যন্ত বিষয়টি নিয়ে কেউই মুখ খুলতে রাজি হচ্ছে না। 

শোনা যাচ্ছে, অভিনয়ের পাশাপাশি সহ-প্রযোজক হিসেবেও ছবির সঙ্গে যুক্ত থাকতে পারেন দেব। 

এর আগে দেব-যিশু একাধিক সিনেমাতেই দেখা গেছে।

সর্বশেষ মুক্তি পাওয়া তাদের ‘খাদান’ ব্লকবাস্টার। পাশাপাশি, দেব ও শ্রাবন্তীর একসঙ্গে একাধিক ছবিতে অভিনয় করেছেন। বহু সফল সিনেমার হিট জুটি তারা। মাঝে দীর্ঘ সময় আর তাদেরকে পর্দায় দেখা যায়নি।
তাই এই ত্রয়ীকে পর্দায় দেখার জন্য মুখিয়ে রয়েছে দর্শকরা। 

তবে দেব আগে তার আসন্ন সিনেমা ‘রঘু ডাকাত’-এর শুটিং শেষ করবেন। তার পরে এই সিনেমার শুটিং করবেন বলে খবর। 

মন্তব্য

সংগীতে সেরা ‘গ্র্যামি পুরস্কার’ উঠল যাদের হাতে

বিনোদন প্রতিবেদক
বিনোদন প্রতিবেদক
শেয়ার
সংগীতে সেরা ‘গ্র্যামি পুরস্কার’ উঠল যাদের হাতে
বাঁ থেকে বিয়ন্সে, সাবরিনা কার্পেন্টার ও কেনড্রিক লামার

অনুষ্ঠিত হয়ে গেল বছরের সবচেয়ে মর্যাদাপূর্ণ সঙ্গীত পুরস্কার ‘গ্র্যামি অ্যাওয়ার্ড ২০২৫’। ‘৬৬তম বার্ষিক গ্র্যামি অ্যাওয়ার্ড’-এর মূল অনুষ্ঠানটি ২ ফেব্রুয়ারি লস অ্যাঞ্জেলেসের ক্রিপ্টো ডটকম এরেনায় অনুষ্ঠিত হয়েছে। বছরজুড়ে সেরা গান, সুর, অ্যালবাম ও সেরা সংগীত তারকাদের সম্মানিত করা হল আয়োজনটির মধ্য দিয়ে। 

আরো পড়ুন
চতুর্থবার গ্র্যামি জিতলেন শাকিরা, পুরস্কার উৎসর্গ করলেন ‘অভিবাসী ভাইবোন’দের

চতুর্থবার গ্র্যামি জিতলেন শাকিরা, পুরস্কার উৎসর্গ করলেন ‘অভিবাসী ভাইবোন’দের

 

এ বছর শ্রেষ্ঠ অ্যালবামের পুরস্কার ঘরে তুলেছেন বিয়ন্সে।

‘অ্যালবাম অব দ্য ইয়ার’ পুরস্কার জিতেছেন গায়িকা। সবচেয়ে বেশি গ্র্যামি পুরস্কার বিয়ন্সের দখলে থাকলেও আগে কখনোই অ্যালবাম অব দ্য ইয়ার পুরস্কার পাননি তিনি। প্রথমবার এই সেরার পুরস্কার ঘরে তুললেন বিয়ন্সে।  ‘নট লাইক আস’-এর জন্য জিতেছেন ‘রেকর্ড অব দ্য ইয়ার’ পুরস্কার জিতেছেন  কেনড্রিক লামার।
একই গানের জন্য ‘সং অব দ্য ইয়ার’ পুরস্কারও জিতেছেন তিনি।  সব মিলিয়ে এবারের গ্র্যামিতে সর্বোচ্চ পাঁচ পুরস্কার জিতেছেন লামার।

একনজরে গুরুত্বপূর্ণ শাখায় গ্র্যামি পুরস্কার জিতেছেন যারা

রেকর্ড অব দ্য ইয়ার: ‘নট লাইক আস’, কেনড্রিক লামার
অ্যালবাম অব দ্য ইয়ার: ‘কাউবয় কার্টার’, বিয়ন্সে
সং অব দ্য ইয়ার: ‘নট লাইক আস’, কেনড্রিক লামার
বেস্ট নিউ আর্টিস্ট: চ্যাপেল রোন
বেস্ট পপ সলো পারফরম্যান্স: ‘এক্সপ্রেসো’, সাবরিনা কার্পেন্টার
বেস্ট পপ ডুয়ো অথবা গ্রুপ পারফরম্যান্স: ‘ডাই উইথ আ স্মাইল’, লেডি গাগা ও ব্রুনো মার্স
বেস্ট পপ ভোকাল অ্যালবাম: ‘শর্ট অ্যান্ড সুইট’, সাবরিনা কার্পেন্টার
বেস্ট ড্যান্স অথবা ইলেকট্রনিক অ্যালবাম: ‘ব্রাট’, চার্লি এক্সসিএক্স
বেস্ট রক পারফরম্যান্স: ‘নাউ অ্যান্ড দেন’, দ্য বিটলস

এছাড়া আরো ৮৫টি ক্যাটাগরিতে বছরের সেরাদের দেয়া হয় গ্র্যামির সম্মাননা। 

গত মাসে লস অ্যাঞ্জেলেসে দাবানলের কারণে গ্র্যামির আয়োজনই অনিশ্চিত হয়ে পড়েছিল।

তবে শেষ পর্যন্ত নির্ধারিত সময়েই হয় অনুষ্ঠান। তবে গ্র্যামিতে দাবানলে ক্ষতিগ্রস্তদের উৎসর্গ করে ছিল ‘আ লাভ এল এ’ শিরোনামের পারফরম্যান্স। দাবানলে ক্ষতিগ্রস্তদের উৎসর্গ করে লেডি গাগা ও ব্রুনো মার্সের পরিবেশনাও ছিল। গত বছরের নভেম্বরে প্রয়াত সংগীত প্রযোজক কুইন্সি জোন্সকে উৎসর্গ করে ছিল আরও একটি বিশেষ পরিবেশনা।

পুরস্কার বিতরণের পাশাপাশি এ বছর গানে গানে গ্র্যামির মঞ্চে ঝড় তোলেন শাকিরা।

ঝড় তুলেছেন বিলি আইলিশ, সাবরিনা কার্পেন্টার, ছিল দ্য উইকেন্ডের পারফরম্যান্স। টানা পঞ্চমবারের মতো গ্র্যামি সঞ্চালনা করেন কমেডিয়ান ট্রেভর নোয়া।

মন্তব্য

চতুর্থবার গ্র্যামি জিতলেন শাকিরা, পুরস্কার উৎসর্গ করলেন ‘অভিবাসী ভাইবোন’দের

বিনোদন ডেস্ক
বিনোদন ডেস্ক
শেয়ার
চতুর্থবার গ্র্যামি জিতলেন শাকিরা, পুরস্কার উৎসর্গ করলেন ‘অভিবাসী ভাইবোন’দের
সংগৃহীত ছবি

গ্র্যামির ৬৭তম আসরে হাসলেন পপ গায়িকা শাকিরাও। নিজের জন্মদিনেই গায়িকার মুকুটে যুক্ত হলো নতুন পালক। চতুর্থবারের মতো জিতলেন গ্র্যামি।

এবার ‘লাস মুজেরাস ইয়া নো লোরান’ অ্যালবামের জন্য পুরস্কার পান শাকিরা।

এসময় তার হাতে পুরস্কার তুলে দেন জেনিফার লোপেজ। সেই সময় দর্শকাসনে উপস্থিত ছিলেন শাকিরার দুই সন্তান মিলান এবং সাশা।

পুরস্কার হাতে নিয়ে বেশ আবেগপ্রবণ হয়ে পড়েন গায়িকা। বক্তৃতার শুরুতে আমেরিকার লস অ্যাঞ্জেলসে ভয়াবহ দাবানলের ক্ষয়ক্ষতি নিয়ে কথা বলেন তিনি।

এরপর তার পাওয়া পুরস্কার ‘অভিবাসী ভাইবোন’দের উৎসর্গ করেন শাকিরা। 

আরো পড়ুন
৫০ বছরের রেকর্ড ভেঙে নতুন ইতিহাস গড়লেন বিয়ন্সে

৫০ বছরের রেকর্ড ভেঙে নতুন ইতিহাস গড়লেন বিয়ন্সে

 

এরপর বললেন, “আমি আমার পুরস্কার অভিবাসী ভাইবোনদের উৎসর্গ করছি। তারা ভালোবাসার যোগ্য। তাদেরই এটা প্রাপ্য।

আমি সবসময় তাদের লড়াইয়ের পাশে আছি।” 

সেই সঙ্গে বিশ্বের প্রতিটি কর্মরত নারীর পরিশ্রমকেও কুর্নিশ জানান শাকিরা। পুরস্কার নেওয়ার পর স্টেজে পারফর্মও করেন লাস্যময়ী এই গায়িকা। যা দেখে স্বাভাবিকভাবেই বাকরুদ্ধ দর্শকরা।
 

মন্তব্য

শাহরুখ কিংবা অমিতাভ নয়, বলিউডের সবচেয়ে দামি বাড়ির মালিক কে?

বিনোদন ডেস্ক
বিনোদন ডেস্ক
শেয়ার
শাহরুখ কিংবা অমিতাভ নয়, বলিউডের সবচেয়ে দামি বাড়ির মালিক কে?
শাহরুখ খান ও অমিতাভ বচ্চন

বলিউড তারকাদের নিয়ে যেমন পর্দায় আগ্রহের কমতি নেই অনুরাগীদের, তেমনি তাদের ব্যক্তিগত জীবন নিয়েও আগ্রহ তুমুল সবার মাঝে। তারকাদের ব্যক্তিগত সম্পর্ক, লাইফস্টাইল, বাড়ি-ঘর সবকিছুই থাকে আলোচনার কেন্দ্রবিন্দুতে। শাহরুখ খানের মান্নাত কিংবা অমিতাভ বচ্চনের জলসা নিয়ে মাতামাতিই তার প্রমাণ। মান্নাতের আনুমানিক মুল্য ২০০ কোটি এবং জলসার মূল্য ১০০ কোটি।

কিন্তু জানেন কি, ভক্তদের আগ্রহের তালিকায় তাদের বাড়িগুলো প্রথম দিকে থাকলেও সবচেয়ে দামি বাড়ি একটিও নয়। তাহলে বলিউডের সবচেয়ে দামি বাড়ির মালিক কে?

আরো পড়ুন
হেনার হৈচৈ থামিয়ে এবার টিজার প্রকাশ করলেন বাপ্পারাজ

হেনার হৈচৈ থামিয়ে এবার টিজার প্রকাশ করলেন বাপ্পারাজ

 

বলিউড সূত্র অনুসারে, শাহরুখের মান্নাতের দাম ২০০ কোটি টাকা। অন্যদিকে, অমিতাভের জলসার দাম ১০০ কোটি টাকা। বলিউডের অন্য তারকাদের বাড়ির দামও ৫০ থেকে ১০০ কোটির মধ্যে।

কিন্তু সেসব নজির ভেঙে দিয়েছে সাইফ আলি খানের বাড়ি।  এটি আসলে বাড়ি নয়, আস্ত একটা প্রাসাদ। সাইফদের ‘পতৌদি প্যালেস’-এর দাম প্রায় ৮০০ কোটি টাকা। হরিয়ানার একেবারে প্রান্তে গুরুগ্রামে অবস্থিত এটি।

5
পতৌদি প্যালেস

ভারতের প্রাক্তন ক্রিকেটার নবাব ইফতিকার আলি খান পতৌদি বানিয়েছিলেন পতৌদি প্যালেস। ইফতিকার সম্পর্কে সাইফের ঠাকুরদা হন। তিনি ছিলেন পতৌদির নবাব। উত্তরাধিকার সূত্রে বর্তমানে এই প্যালেস সাইফ ও তার পরিবারের।

আরো পড়ুন
ছিলেন অভিনেতা-নাট্য নির্দেশক, অতীতের স্মৃতিচারণায় বললেন মির্জা ফখরুল

ছিলেন অভিনেতা-নাট্য নির্দেশক, অতীতের স্মৃতিচারণায় বললেন মির্জা ফখরুল

 

১৯৩০ সালে ভোপালের বেগমের সঙ্গে বিয়ে সেরেছিলেন নবাব ইফতিকার আলি।

সেই সময় তিনি ভেবেছিলেন, তাদের পুরনো বাড়ি বেগমের থাকার উপযুক্ত নয়। তাই এই পতৌদি প্যালেস তৈরি করেছিলেন তিনি।  প্রায়ই এই বাড়িতে স্ত্রী কারিনা কাপুর খান ও দুই পুত্র তৈমুর, জেহ’র সঙ্গে সময় কাটান সাইফ। মাঝেমধ্যে ছুটি কাটাতে যান ইব্রাহিম আলি খান ও সারা আলি খান এবং সাইফের দুই বোন সাবা আলি খান ও সোহা আলি খানও।

তবে অর্থের বিবেচনায় সাইফ আলী খানের বাড়ি সর্বাধিক ব্যয়বহুল হলেও তারকাদের বাড়ির মধ্যে শাহরুখ খানের মান্নাতকেই আইকনিক বাড়ি হিসেবে বিবেচনা করা হয়। প্রতিদিন মান্নাতের সামনে শত শত ভক্ত অনুরাগীদের ভিড় লক্ষ্য করা যায়। এমনকী ভারতের বাণিজ্যিক শহর মুম্বাই বেড়াতে গিয়েছেন কেউ অথচ শাহরুখের বাড়ি ঘুরতে যাননি, এমন মানুষও খুব কমই আছে। মুম্বাইয়ের অন্যতম দর্শনীয় স্থান বলিউড কিং শাহরুখ খানের বাড়ি মান্নাত। ২৭ হাজার বর্গফুট জায়গার ওপর অবস্থিত মান্নাত। বাড়ির মধ্যে মকবুল ফিদা হোসেনের আঁকা ছবি ছাড়াও প্রচুর বহুমূল্য সামগ্রী রয়েছে। বাড়ির ভিতরে জেড পাথরের গণপতি, প্যারিস থেকে আনানো চার ফুট লম্বা এক জোড়া কালো ফুলদানি, রাধাকৃষ্ণের বিশাল ভাস্কর্য-সহ আরও কিছু ঘর সাজানোর জিনিস। 

মন্তব্য

সর্বশেষ সংবাদ