ঢাকা, রবিবার ০৬ এপ্রিল ২০২৫
২৩ চৈত্র ১৪৩১, ০৬ শাওয়াল ১৪৪৬

ঢাকা, রবিবার ০৬ এপ্রিল ২০২৫
২৩ চৈত্র ১৪৩১, ০৬ শাওয়াল ১৪৪৬

আবারও বিজ্ঞাপনে মৌসুমী

কালের কণ্ঠ অনলাইন
কালের কণ্ঠ অনলাইন
শেয়ার
আবারও বিজ্ঞাপনে মৌসুমী

ঢাকাই ছবির প্রিয়দর্শিনী নায়িকা মৌসুমী। চলচ্চিত্রের শুটিং নিয়েই এখনকার ব্যস্ততা তার। তবে মাঝে মধ্যে টিভি বিজ্ঞাপন ও নাটকেও দেখা যায় তাকে। সম্প্রতি এরফান সুপার চিনিগুড়া চালের ব্র্যান্ড অ্যাম্বাসেডর হলেন চিত্রনায়িকা মৌসুমী।

আজ সোমবার চিত্রনায়িকা মৌসুমীকে নিয়ে ডট থ্রি প্রোডাকশন হাউস নির্মাণ করলো এরফান সুপার চিনিগুড়া চালের নতুন একটি বিজ্ঞাপন। রাজধানীর কোক স্টুডিওতে বিজ্ঞাপনটি শুটিং হয়। এটি নির্মাণ করেছেন বিজ্ঞাপন নির্মাতা মেহেদী হাসিব।

মেহেদী আগে মৌসুমি কে নিয়ে এলাচি বিস্কুট এর বিজ্ঞাপন, বাচ্চাদের জন্য হলিউডের মারভেল কমিক্স সিরিজের বিখ্যাত অ্যানিমেশন চরিত্র মিনিয়ন এবং ক্যাপ্টেন আমেরিকা নিয়ে বিজ্ঞাপন নির্মাণ করেছিলেন ।

এছাড়াও নায়িকে বিদ্যা সিনহা মিমকে নিয়েও একাধিক বিজ্ঞাপন তৈরি করেছিলেন।

নতুন এ বিজ্ঞাপনটি প্রসঙ্গে মৌসুমী বলেন,' এখন তো সিনেমা আর সংসার নিয়েই ব্যস্ত থাকছি। এর বাইরে মাঝে মাঝে স্ক্রিপ্ট পছন্দ হলে বিজ্ঞাপনেরও শুটিং করছি। নতুন এ বিজ্ঞাপনটি স্ক্রিপ্ট আমার ভালো লেগেছে।

মনে হয়েছে আমার সঙ্গে চরিত্রটি যায়। তাই করলাম। নির্মাতাও বেশ অভিজ্ঞ। বেশ আয়োজন করে বিজ্ঞাপনটি নির্মাণ করলেন তিনি। আশা করি বিজ্ঞাপনটি অন্যান্য বিজ্ঞাপনের মতো দর্শকদের বিরক্তের কারণ হবে না।
'

শিগিগরই বিজ্ঞাপনটি দেশের সকল চ্যানেলে একযুগে প্রচারে আসবে বলে জানিয়েছেন নির্মাতা

 

প্রাসঙ্গিক
মন্তব্য

সম্পর্কিত খবর

পরকীয়া বন্ধে যে আইন করতে চান অপু বিশ্বাস

বিনোদন ডেস্ক
বিনোদন ডেস্ক
শেয়ার
পরকীয়া বন্ধে যে আইন করতে চান অপু বিশ্বাস
অপু বিশ্বাস

ঢাকাই সিনেমার জনপ্রিয় নায়িকা অপু বিশ্বাস। বর্তমানে সন্তানকে নিয়ে ব্যস্ত সময় পার করছেন তিনি। সাংসারিক ও দায়িত্ববান হওয়ার পাশাপাশি সামাজিক একজন মানুষ হিসেবেই খ্যাতি রয়েছে অপুর। সমাজবিরোধী যেকোনো কাজেরই তিনি ঘোর বিরোধী।

যেমনটা কোনো অনৈতিক সম্পর্কের ক্ষেত্রে। সম্প্রতি নিজের বক্তব্যে আবারও তার প্রমাণ দিলেন অভিনেত্রী।

এবার ঈদ-পরবর্তী এক অনুষ্ঠানে আবারও পরকীয়া নিয়ে ক্ষোভের কথা শোনা গেল অপুর কণ্ঠে।  সম্প্রতি একটি অনুষ্ঠানে হাজির হয়ে র‌্যাপিড ফায়ার নামে এক সেগমেন্টে অংশ নেন অপু।

যেখানে অভিনেত্রী জানান, সমাজ থেকে পরকীয়া বন্ধ করতে চান তিনি।

আরো পড়ুন
দুঃসময় কাটাতে বাজরাঙ্গির সিক্যুয়াল আনছেন সালমান খান

দুঃসময় কাটাতে বাজরাঙ্গির সিক্যুয়াল আনছেন সালমান খান

 

সঞ্চালক অপু বিশ্বাসের কাছে জানতে চান, আপনাকে সুপার পাওয়ার দেওয়া হলে কী করবেন? জবাবে এই নায়িকা বলেন, ‘পরকীয়াটা বন্ধ করব। এমন আইন জারি করব যে দশজনের সামনে পাথর নিক্ষেপ করে মারা হয়।’

এরপর অপুর কাছে জানতে চাওয়া হয়, জীবনের কোন অভ্যাসটি পরিবর্তন করে ফেলতে চান তিনি।

জবাবে এই অভিনেত্রী বলেন, ‘মানুষকে খুব বেশি বিশ্বাস করে ফেলি, মনের সব কথা বলে ফেলি। এই অভ্যাসটা পরিবর্তন করা দরকার।’

আরো পড়ুন
অন্যের ডিরেকশনে কাজ করতে ভালো লাগে না

অন্যের ডিরেকশনে কাজ করতে ভালো লাগে না

 

বর্তমানে বড় পর্দা থেকে একটু দূরেই আছেন অপু বিশ্বাস। তেমন কোনো ছবিতে চুক্তিবদ্ধও হননি এ চিত্রনায়িকা। নিজের ব্যবসা, শোরুম উদ্বোধন ও ব্র্যান্ডের মডেল হিসেবে ব্যস্ত তিনি।

পাশাপাশি নিজের ইউটিউব চ্যানেলটিও সক্রিয় রেখেছেন।

মন্তব্য

দুঃসময় কাটাতে বাজরাঙ্গির সিক্যুয়াল আনছেন সালমান খান

বিনোদন প্রতিবেদক
বিনোদন প্রতিবেদক
শেয়ার
দুঃসময় কাটাতে বাজরাঙ্গির সিক্যুয়াল আনছেন সালমান খান
‘বাজরাঙ্গি ভাইজান’

সময়টা মোটেও ভালো যাচ্ছে না বলিউড ভাইজান সালমান খানের। একের পর এক সিনেমা ব্যর্থ হচ্ছে বক্স অফিসে। সদ্য মুক্তিপ্রাপ্ত সিকান্দার ঘিরে ভক্তদের আকাশসমান প্রত্যাশা থাকলেও সিনেমাটি দর্শক হৃদয় জয় করতে পারেনি। করতে পারেনি ভালো ব্যবসাও।

সিকান্দারের ব্যর্থতার মধ্য দিয়ে গত এক দশকে সালমানের প্রশংসিত কোনো সিনেমা না পাওয়ার আক্ষেপ আরো বাড়ল ভাইজানের ভক্তদের। এই দুঃসময় কাটবে কবে, এমন প্রশ্নই ঘুরপাক খাচ্ছে সালমানভক্তদের মনে।

তবে এরই মধ্যে আশার আলো দেখালেন ভাইজান। জানা গেল নতুন খবর।

২০১৫ সালে কবির খান নির্মিত ‘বাজরাঙ্গি ভাইজান’ বলিউডে সালমানের শ্রেষ্ঠত্ব নতুন করে প্রমাণ করেছিল। এটি ভারতীয় সিনেমার ইতিহাসে প্রশংসিত সিনেমাগুলোর একটি বলে বিবেচিত হয়। সিনেমাটি ৬৩তম জাতীয় চলচ্চিত্র পুরস্কার জিতে নিয়েছিল।

আরো পড়ুন
অন্যের ডিরেকশনে কাজ করতে ভালো লাগে না

অন্যের ডিরেকশনে কাজ করতে ভালো লাগে না

 

এবার জানা গেল, এর সিক্যুয়াল নিয়ে আসতে যাচ্ছেন বলিউড ‘সুলতান’।

যদিও ২০২৩ সালে একবার জানা গিয়েছিল, ‘বাজরাঙ্গি ভাইজান ২’ নির্মিত হওয়ার বিষয়ে আলোচনা চলছে। সালমান খান এবং সিনেমার কাহিনি ও চিত্রনাট্যকার কে ভি বিজয়েন্দ্র প্রসাদ ‘বাজরাঙ্গি ভাইজান ২’-এর নির্মাণ নিয়ে আলোচনা করেছেন বলেও খবর রটে। এর পরপরই ‘আরআরআর’-এর লঞ্চের সময় সালমান নিশ্চিত করেছিলেন, এই সিনেমার জন্য আলোচনা চলছে।

সূত্রটি এবার জানিয়েছে, সালমান কয়েক দিন আগে বিজয়েন্দ্র প্রসাদের সঙ্গে দেখা করেছেন। আলোচনা চলছে সিনেমাটি নিয়ে।

এবারের ‘বাজরাঙ্গি ভাইজান’ কেমন হবে তা নিয়ে আলোচনা হয়েছে তাঁদের মধ্যে। এমনকি এটাও শোনা যাচ্ছে, ভি বিজয়েন্দ্র প্রসাদ ও পরিচালক কবির খান, দুজন সম্মিলিতভাবে প্লটটি তৈরি করবেন; যদিও এখনো চূড়ান্ত কোনো ঘোষণা আসেনি।

আরো পড়ুন
এপ্রিলে ওটিটি মাতাতে আসছে যেসব সিনেমা-সিরিজ

এপ্রিলে ওটিটি মাতাতে আসছে যেসব সিনেমা-সিরিজ

 

ভি বিজয়েন্দ্র প্রসাদকে ভারতীয় চলচ্চিত্রের অন্যতম সফল চিত্রনাট্যকার হিসেবে বিবেচনা করা হয় এবং তিনিই একমাত্র লেখক, যিনি ভারতে একাধিক ব্লকবাস্টার সিনেমায় অবদান রেখেছেন। তাঁর উল্লেখযোগ্য কাজের মধ্যে রয়েছে ‘মাগাধীরা’, ‘বাহুবলী’ ফ্র্যাঞ্চাইজি, ‘বাজরাঙ্গি ভাইজান’, ‘আরআরআর’।

মন্তব্য
রাবা খান

অন্যের ডিরেকশনে কাজ করতে ভালো লাগে না

বিনোদন প্রতিবেদক
বিনোদন প্রতিবেদক
শেয়ার
অন্যের ডিরেকশনে কাজ করতে ভালো লাগে না
রাবা খান

কনটেন্ট ক্রিয়েটর হিসেবে পরিচিতি পেলেও রাবা খান একাধারে লেখক, গীতিকার, সুরকার ও কণ্ঠশিল্পী। সম্প্রতি সংগীতশিল্পী ও পরিচালক আরাফাত মহসিন নিধিকে বিয়ে করে নতুন জীবনে পা রেখেছেন। রাবার সঙ্গে কথা বলেছেন সুদীপ কুমার দীপ।

ঈদের শুভেচ্ছা, সেই সঙ্গে নতুন জীবনের জন্য অভিনন্দন...

অনেক অনেক ধন্যবাদ।

দোয়া করবেন, আমরা যেন সারা জীবন একসঙ্গে চলতে পারি। একে অন্যের সুখ-দুঃখের প্রতিটি মুহূর্ত ভাগ করে নিতে পারি।

দুজনের পরিচয় ও পরিণয় নিয়ে নানা রকম গল্প শোনা যাচ্ছে। সত্যিটা আপনার মুখ থেকে শুনতে চাই।

আসলে আরাফাত মহসিন নিধিকে বেশ আগে থেকেই চিনতাম। আমি কনটেন্ট ক্রিয়েটর ছিলাম, ও তখন গান তৈরি করত। তবে সরাসরি কথা বা দেখা-সাক্ষাৎ সেভাবে হয়নি। ২০২০ সালের কথা, নিধি একটা অ্যালবাম করার পরিকল্পনা করে।

তখন ওর আমার কথা মনে হয়। আমি কনটেন্ট ক্রিয়েট করে বেশ পরিচিতি পেয়েছি। ওর মনে হয়েছে, আমার সঙ্গে একটা ডুয়েট গান করলে শ্রোতারা হয়তো গ্রহণ করবেন। আমাকে একদিন প্রস্তাবও দিল। নিধির প্রস্তাবটা গ্রহণ করলাম।
শুধু তা-ই নয়, তার সঙ্গে যৌথভাবে গানটি লিখলাম ও সুর করলাম। ‘যাও জানি না’ শিরোনামের গানটি বেশ প্রশংসিত হলো। এরপর একে একে ছয়টা গানের অ্যালবাম ‘মুহূর্ত’ তৈরি করে ফেললাম। ধীরে ধীরে দুজনের মধ্যে ভালো লাগা শুরু হলো, সেখান থেকেই ভালোবাসা ও শুভ পরিণয়। বলতে পারেন, পাঁচ বছরের প্রেম এবার পূর্ণতা পেল।

আরো পড়ুন
এপ্রিলে ওটিটি মাতাতে আসছে যেসব সিনেমা-সিরিজ

এপ্রিলে ওটিটি মাতাতে আসছে যেসব সিনেমা-সিরিজ

 

বিয়ের সিদ্ধান্ত কি হঠাৎ করেই নেওয়া?

খানিকটা হঠাৎ করেই সিদ্ধান্তটা নেওয়া। আমাদের পরিবারের অনেকেই বিদেশে সেটেলড। শুধু ঈদের ছুটিতেই তাঁরা দেশে আসেন। আমাদের প্রেমের কথা আগে থেকেই পরিবার জানত। ফলে দুই পরিবার মিলে সিদ্ধান্ত নেয় ঈদেই বিয়েটা সম্পন্ন করার। আমি আর নিধি পরিবারের সিদ্ধান্ত মেনে নিয়ে বসে পড়লাম বিয়ের পিঁড়িতে।

হানিমুনে কোথায় যাচ্ছেন?

আর বলবেন না! একটুও সময় নেই। আমি পুরো ঈদেই শুটিং নিয়ে ব্যস্ত ছিলাম। নিধিও ‘বরবাদ’ আর ‘দাগি’ নিয়ে ব্যস্ত সময় পার করেছে। এখন একটু বিশ্রাম নিতে চাই আমরা। আগামী মাসে আমার জন্মদিন। ঠিক করেছি, তখন দেশের বাইরে যাব। তবে কিছুদিনের মধ্যে কক্সবাজারে যাওয়ার ইচ্ছা রয়েছে। সেখানে আমাদের দুজনের অনেক স্মৃতি আছে। বিশেষ করে গানগুলোর চিত্রায়ণ করেছিলাম আমরা সেখানে।

আরো পড়ুন
জামিন চায় সাইফের ওপর হামলাকারী, বিরোধিতা করল মুম্বাই পুলিশ

জামিন চায় সাইফের ওপর হামলাকারী, বিরোধিতা করল মুম্বাই পুলিশ

 

নিধি সংগীতের মানুষ, আপনিও গান করেন মাঝেমধ্যে। এখন থেকে কি নিয়মিত গান করবেন?

দারুণ আইডিয়া দিলেন তো! এটা লুফে নিলাম। আমার মাথায় ছিল না গানটা নিয়মিত করার। নিধিকে আজই বলব আমার জন্য গান বানাতে। শিগগিরই আমাদের দ্বিতীয় অ্যালবাম আসবে, ঘোষণা দিলাম।

মাত্র একটা নাটকে আপনাকে পাওয়া গেছে। আর কেন অভিনয় করছেন না?

আমরা যারা কনটেন্ট ক্রিয়েট করি তারা খুব স্বাধীনচেতা। নিজেদের মতো করেই কনটেন্ট তৈরি করি। অন্যদিকে নাটক বা টেলিছবিতে অন্যের ডিরেকশনে কাজ করতে হয়। এটা ভালো লাগে না। মোটকথা, উপভোগ করতে পারি না। দেখবেন বেশির ভাগ কনটেন্ট ক্রিয়েটর অভিনয় করতে চান না। তার কারণ এই একটাই।

নতুন কোনো খবর দেবেন?

একটা খবর তো দেওয়াই যায়। শিগগিরই আমাকে কাহিনিকার ও চিত্রনাট্যকার হিসেবে দেখতে পাবেন। জনপ্রিয় এক ওটিটি প্লাটফরমের জন্য একটা ফিকশন লিখেছি। ‘খুব কাছের কেউ’ নামের ফিকশনটি পরিচালনা করেছে নিধি। অভিনয় কারা করেছে, কবে মুক্তি পাবে, সেটা চরকি থেকেই জানাবে।

নতুন কোনো গল্প-উপন্যাস আসবে?

আপাতত না। কারণ আমাকে এখন থেকে নিয়মিত ফিকশন রাইটার হিসেবেই পাবেন। লেখালেখিটা পর্দায় দেখতে চাই। ছোটবেলা থেকেই কিন্তু আমি লেখালেখির সঙ্গে ছিলাম। অনেকে কনটেন্ট ক্রিয়েটর হিসেবে আমাকে চিনলেও লেখালেখিটা আমার প্রধান সত্তা।

ইউনিসেফের শুভেচ্ছাদূত ছিলেন। নতুন কোনো দায়িত্ব পেয়েছেন?

গত বছর পর্যন্ত ইউনিসেফের সঙ্গে ছিলাম। ‘ইউনিসেফ ইয়ুথ’ প্রজেক্টে ২৪ বছর পর্যন্ত কাজ করা যায়। আমি এ বছর পঁচিশে পা দিয়েছি। ফলে প্রজেক্টটি থেকে সরে আসতে হয়েছে। তবে প্রতিষ্ঠানটির হয়ে সচেতনতামূলক কাজে সব সময় থাকার চেষ্টা করব।

মন্তব্য
স্মরণ

টেলি সামাদের ষষ্ঠ মৃত্যুবার্ষিকী আজ

অনলাইন ডেস্ক
অনলাইন ডেস্ক
শেয়ার
টেলি সামাদের ষষ্ঠ মৃত্যুবার্ষিকী আজ
সংগৃহীত ছবি

বরেণ্য চলচ্চিত্র অভিনেতা টেলি সামাদের ষষ্ঠ মৃত্যুবার্ষিকী আজ। ২০১৯ সালের ৬ এপ্রিল (আজকের এই দিনে) দুপুরে অসুস্থতাজনিত কারণে ঢাকার স্কয়ার হাসপাতালে মৃত্যুবরণ করেন তিনি। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৭৪ বছর। টেলি সামাদের আসল নাম আবদুস সামাদ।

তবে দর্শকদের কাছে ‘টেলি সামাদ’ নামেই তিনি অধিক পরিচিত।

তিনি ১৯৪৫ সালের ৮ জানুয়ারি মুন্সীগঞ্জের সদর উপজেলার নয়াগাঁও গ্রামে জন্মগ্রহণ করেন। ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা বিভাগ থেকে উচ্চতর শিক্ষা গ্রহণ করেন এই কৌতুক অভিনেতা। তার বড় ভাই চারুশিল্পী আবদুল হাই।

সাবেক রাষ্ট্রপতি অধ্যাপক ইয়াজউদ্দিন আহম্মেদ তার চাচা।

আরো পড়ুন
জাতীয় ও আন্তর্জাতিক ক্রীড়া দিবস আজ

জাতীয় ও আন্তর্জাতিক ক্রীড়া দিবস আজ

 

অভিনয়ে টেলি সামাদের হাতেখড়ি অল্প বয়সেই। মুন্সীগঞ্জে মঞ্চনাটক করতেন। মঞ্চের এই তুখোড় অভিনেতাকে টেলিভিশনে নিয়ে আসে মঞ্চের সামনে থাকা দর্শকদের করতালির শব্দ।

সেখানে নতুন নাম জুড়ে যায় তার। আবদুস সামাদ হয়ে যান টেলি সামাদ। বাংলাদেশ টেলিভিশনের ক্যামেরাম্যান মোস্তফা মামুন তার ডাক নাম দিয়েছিলেন টেলি সামাদ। তার পর থেকে তিনি এ নামেই পরিচিত হন।

নজরুল ইসলাম পরিচালিত ১৯৬৬ সালে মুক্তি পাওয়া ‘কার বউ’ সিনেমাতে অভিনয় করেন টেলি সামাদ।

তবে দর্শকপ্রীতি পান ‘পায়ে চলার পথ’ সিনেমাতে অভিনয়ের মাধ্যমে। প্রযোজক হিসেবেও তার পরিচিতি রয়েছে। নিজের জন্য গল্প বেছে প্রযোজনা করেছেন ‘দিলদার আলী’ সিনেমাটি। ১৯৮০ সালে মুক্তি পেয়ে সাফল্যও পায় কাজী হায়াৎ পরিচালিত এ সিনেমা। এতে নায়ক হিসেবে দর্শকদের সাধুবাদ পেয়ে ‘মনা পাগলা’ সিনেমায়ও নায়ক হন তিনি। অভিনয়ের বাইরে অর্ধশতাধিক চলচ্চিত্রে তিনি গান গেয়েছেন।

আরো পড়ুন
মহানায়িকা সুচিত্রা সেনের

মহানায়িকা সুচিত্রা সেনের

 

তাঁর অভিনীত উল্লেখযোগ্য চলচ্চিত্র হচ্ছে— ‘ভাত দে’, ‘রঙিন রূপবান’, ‘নতুন বউ’, ‘মাটির ঘর’, ‘নাগরদোলা’, ‘গোলাপী এখন ট্রেনে’, অশিক্ষিত, কালা, জয় পরাজয়, গুণ্ডা , জব্বার, সুজন সখী, চাষীর মেয়ে, কুমারী মা, সাথী হারা নাগিন, মায়ের চোখ, আমার স্বপ্ন আমার সংসার, রিকশাওয়ালার ছেলে, মন বসে না পড়ার টেবিলে, কাজের মানুষ, মায়ের হাতে বেহেস্তের চাবি, কে আমি, কেয়ামত থেকে কেয়ামত, মিস ললিতা ও জিরো ডিগ্রি।

মন্তব্য

সর্বশেষ সংবাদ